নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
রংধনু রঙ শাড়ী পরেছো,কপালে দিয়েছো টিপ।
আকাশ মিতালী হলে কি চাইবে? একটা নীল ক্লিপ?
উত্তরাঙ্গবাদী রাগে গাইছো,রাগ ভৈরবীর সুরে।
বলতো কোন রাগে গাইছে গান,ভোরের পাখি দূরে?
ঝরা শিউলি ঝরলো যখন পদ্মেরা ফুটলো ঝিলে।
মধু লোভী তৃষ্ণার্ত ভৃঙ্গ যত ছুটলো দলে দলে।
ধানের খেতে নিত্য দোলে বাতাসের আলপনা।
তোমায় ছাড়া এ জীবন যেন অবাস্তব কল্পনা।
সমুদ্র নীল ,মেঘ সাদা, সবুজ আকার দিগন্ত ।
চির আপনার চির সজীব তুমি নিজস্ব একান্ত ।
০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৫০
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
২| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:১৮
ডি মুন বলেছেন: সুন্দর কবিতা।
০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৫১
ইসিয়াক বলেছেন:
ডি মুন আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৩| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
তোমায় ছাড়া এ জীবন যেন অবাস্তব কল্পনা। - প্রিয় ইসিয়াক ভাই, জীবন চলুক জীবনের মতো, সেখানে যেনো কল্পনা ও বাস্তবতা নিয়ে কোনো আঘাত না লাগে এই কামনা করছি।
০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন:
প্রিয় মাহমুদ ভাই,
মন্তব্যে মুগ্ধতা।
দোয়া করবেন আমার জন্য।
আপনার জন্যও দোয়া সহ শুভকামনা রইলো।
৪| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দ বুনন ।
০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো মহী ভাই।
৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ২:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: গ্রন্থ হীন হলেও কাব্যে ভালোলাগা।
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৫৯
ইসিয়াক বলেছেন:
প্রিয় দাদা,
প্রতিদিন আপনি আমাকে আরো বেশি ঋণী করে দিচ্ছেন, আপনি কি জানেন?
কি দিয়ে শুধিবো এই ঋণ ? জানিনা।
পাশে থাকুন সবসময় এই কামনা করি।ভালোথাকুন।
নিরন্তর শুভকামনা।
৬| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন ভাই সাহেব।
০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন:
ভালো থাকুন ম্যঁ ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২০ সকাল ৭:৫০
কাছের-মানুষ বলেছেন: চমৎকার কবিতা। আপনার কবিতা লেখার হাত ভাল।