নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
রক্তচোষা মশা, কোথায় তোদের বাসা?
কাটুস কুটুস কেটেই চলিস বড্ড বেহাল দশা।
গ্লোব কিম্বা মশারি,অতীব জরুরি দরকারি।
তবুও তোদের অত্যাচারে কষ্ট রকমারি।
ছোট্ট প্রানি হলে কি হবে? বড্ড বাড়াবাড়ি।
মারতে গেলেই উড়ে গিয়ে, পালাস তাড়াতাড়ি।
ঘুম এলো যেই ঠিক, অমনি এসে কুটুস,
সুযোগ পেলে দুই থাবাতে মারবো পুটুস পাটুস।
০৭ ই জুন, ২০২০ সকাল ৮:০৮
ইসিয়াক বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভসকাল।
২| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:০০
বিজন রয় বলেছেন: সাবধান করোনা চলছে, সাথে ডেঙ্গু।
০৭ ই জুন, ২০২০ সকাল ৮:০৯
ইসিয়াক বলেছেন:
আর ভয় ধরায়েন না দাদা,এমনিতে আধমরা হয়ে বেঁচে আছি ।
নিরন্তর শুভকামনা।
৩| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: অনেক বছর আগে-
মেট্রিক পরীক্ষার পর গ্রামের বাড়ি গিয়েছিলাম। সাথে আরো অনেকেই ছিলেন। ঢাকা থেকে অনেক লোক গিয়েছিলো সেবার।
আমি ভাবলাম রাতে গ্রামের বাড়ি থাকবো না। পদ্মার পাড়ে থাকবো। পদ্মার পাড় আমাদের বাড়ি থেকে কাছেই।
নদীর পাড়ের মিষ্টি বাতাসে সারারাত বেশ ভালো লাগবে।
সারারাত এক ফোটা ঘুমাতে পারি নি। ইয়া বড় বড় মশা। মনে হচ্ছে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। এদিকে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। অথচ মশার কামড়ে ঘুমাতে পারছি না।
০৭ ই জুন, ২০২০ সকাল ৮:১১
ইসিয়াক বলেছেন:
আজকাল মশাগুলো এতো পাঁজী কি বলবো। ফ্যানের বাতাস গ্লোব কিছুই মানে না।
৪| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মশা একটি তুচ্ছ প্রাণী ।
অথচ কী আশ্চর্য দাপট তার!
০৭ ই জুন, ২০২০ সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন:
করোনা ও তো কত ক্ষুদ্র তার ও খুব দাপট।
আসলে আমরা মানুষ প্রকৃতির কাছে কত না অসহায়।
শুভকামনা।
৫| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: অনেক বছর আগে-
মেট্রিক পরীক্ষার পর গ্রামের বাড়ি গিয়েছিলাম। সাথে আরো অনেকেই ছিলেন। ঢাকা থেকে অনেক লোক গিয়েছিলো সেবার।
আমি ভাবলাম রাতে গ্রামের বাড়ি থাকবো না। পদ্মার পাড়ে থাকবো। পদ্মার পাড় আমাদের বাড়ি থেকে কাছেই।
নদীর পাড়ের মিষ্টি বাতাসে সারারাত বেশ ভালো লাগবে।
সারারাত এক ফোটা ঘুমাতে পারি নি। ইয়া বড় বড় মশা। মনে হচ্ছে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। এদিকে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। অথচ মশার কামড়ে ঘুমাতে পারছি না।
নৌকো নিয়ে পদ্মার মাঝখানে ঘুম দিতে পারতেন।
পদ্মার মাঝখানে মশা নাও যেতে পারে।
০৭ ই জুন, ২০২০ সকাল ৯:২৮
ইসিয়াক বলেছেন:
বাহ!
৬| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৯
কাছের-মানুষ বলেছেন: মশার সাথে আছে ডেঙ্গু ভয় দেশে। এখন খুব নিরীহ মশা কামড়ালেও মনে হয় ডেঙ্গু নাতো।
০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৩১
ইসিয়াক বলেছেন:
আসলে আমরা সবদিক থেকেই সমস্যার মধ্যে আছি।ডেঙ্গু,করোনা, ক্ষুধা ,দারিদ্র,অনিয়ম,কুশাসন।কি যে অবস্থা।
৭| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:২২
নেওয়াজ আলি বলেছেন: শাসকেরা বড় রক্তচোষা
০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৩৩
ইসিয়াক বলেছেন:
“এ জগতে হায়, সে-ই বেশি চায়; আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।“
৮| ০৭ ই জুন, ২০২০ রাত ৩:০৩
রাজীব নুর বলেছেন: সাজ্জাদ ভাই তখন ছোট ছিলাম। নৌকা করে মাঝ নদীতে যাবো এরকম বুদ্ধি আসে নাই।
০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৩৫
ইসিয়াক বলেছেন:
আপনি বরাবরই সহজ সরল, তবে একটু জেদী। কিন্তু মানুষ হিসেবে ভালো।
৯| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: মশা দেখা মাত্র মারা উচিৎ ।
০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৪৯
ইসিয়াক বলেছেন:
অবশ্যই। কিন্তু এটা এমনই এক প্রাণি মেরেও শেষ হয় না। সন্ধ্যাবেলা খুব মা্থা ধরেছিলো , আলসেমিতে মশারি না টাঙিয়ে শুয়ে ছিলাম,ফ্যান চলছে,গ্লোব জ্বলছে তবু ব্যাটারা কামড়ে চলেছে অবিরাম। না পেরে উঠে বসে কি মনে করে এই কবিতা লিখলাম।
শুভকামনা।
১০| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: আমার বাসায় মশা নাই। কয়েল বা স্প্রে কিছুই লাগে না। আমি কোনো দিনও মোশারি টানাই নি।
০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৪
ইসিয়াক বলেছেন:
কিভাবে সম্ভব?
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০২০ রাত ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মশারও কিন্তু একটা জীবন আছে। ওরে রক্ত চুষতে দিন, নইলে সে বাঁচবে কীভাবে
ছড়া সুন্দর হয়েছে।