নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আয় চলে আয় এই এখানে
ভাসবো দুজন মন পবনে।
বুকের ভেতর অতলের অতল
অবাধ হবে তোর চলাচল।
তোর চুলের সুবাস মেখে
মন রাঙাই অপলকে।
তোর হাসিতে ভুবন ভোলে
গর্বে আমার এ বুক ফোলে।
চোখদুটো তোর পটলচেরা,
ভ্রুভঙ্গী হৃদয় কাড়া।
তোর চুড়ির রিনিক ঝিনিক
শব্দ যত হিরে মানিক।
আয় চলে আয় দ্রুত তালে
সময়টা কিন্তু গোলমেলে।
ভুল হলে সব ফসকে যাবে,
দিনগুলো সব রাত্রি হবে।
০৭ ই জুন, ২০২০ সকাল ৯:০৬
ইসিয়াক বলেছেন:
একটি সুষম পটলের লম্বচ্ছেদ (লম্বালম্বি কাটা) হলে দুটি সমান অর্ধাংশ পাওয়া যায়। এই অর্ধাংশের মত আকৃতি বিশিষ্ট চোখকে বলে পটল চেরা চোখ।
ধন্যবাদ সহ শুভকামনা রইলো।
২| ০৭ ই জুন, ২০২০ সকাল ১০:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতার সাথে ছবির মিল নেই।তাহলে ছবি দেয়া কেন?
০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২৬
ইসিয়াক বলেছেন:
ভাইয়া আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। যাহোক ছবিটি প্রতিকী হিসেবে ব্যবহার করা ছবিতে অন্য কোন উদ্দেশ্য নাই।
৩| ০৭ ই জুন, ২০২০ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২৮
ইসিয়াক বলেছেন:
জাজাকাল্লাহ খাইরান
৪| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: বন্ধু সহজ সরল সুন্দর ছড়া। যা শিশুদের খু ভালো লাগবে।
০৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২৯
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো।
৫| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৪৫
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম প্রিয় সেলিম ভাই।
শুভকামনা।
৬| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৩২
কল্পদ্রুম বলেছেন: ইসিয়াক ভাই,উপমার বিশ্লেষণ চাইনি।আমার কৌতুহল হলো সাহিত্য জগতে চোখ দেখে প্রথম কোন মহাত্মার মনে হলো এইটা একদম চেরা পটল! মানে এত সবজি থাকতে পটল কেন!আপনিই বিচার করেন।আপনার দেওয়া রমনীর চোখের সাথে অর্ধপটলের কোন মিল আছে কি না।
০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪
ইসিয়াক বলেছেন:
আমার ছেলে যখন পৃথিবীতে এলো, আমার কেন জানি তার চোখের দিকেই প্রথম দৃষ্টি গেল। আগে বহুবার পটল চেরা চোখ শোনা ছিলো এবং অনেক সাহিত্যে পড়া ছিলো, সেজন্য কিনা জানি না আমার কাছে মনে হলো ওর চোখ দুটো পটল চেরা।আমি অবাক হয়ে চেয়ে রইলাম।
#আমার ঠিক জানা নেই সাহিত্য জগতে চোখ দেখে প্রথম কোন মহাত্মার মনে হলো এইটা একদম চেরা পটল।
শুভকামনা।
৭| ০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৪৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর পোস্ট।
০৭ ই জুন, ২০২০ দুপুর ১:৫০
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ মহী ভাই্
৮| ০৭ ই জুন, ২০২০ দুপুর ২:১৬
কল্পদ্রুম বলেছেন: আমার ছেলে যখন পৃথিবীতে এলো, আমার কেন জানি তার চোখের দিকেই প্রথম দৃষ্টি গেল। আগে বহুবার পটল চেরা চোখ শোনা ছিলো এবং অনেক সাহিত্যে পড়া ছিলো, সেজন্য কিনা জানি না আমার কাছে মনে হলো ওর চোখ দুটো পটল চেরা।আমি অবাক হয়ে চেয়ে রইলাম।
পিতার মুগ্ধতা!ধন্যবাদ শেয়ার করার জন্য।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১৭
ইসিয়াক বলেছেন:
ভালো থাকুন ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
৯| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
অজানা তীর্থ বলেছেন: সহজ সরল সুন্দর।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন:
অজানা তীর্থ আপনাকে আমার ব্লগে স্বাগতম। আপনি খুব ভালো লেখেন।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
১০| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: আয় চলে আয় হৃদ মাঝারে।
দ্রুতই যেন সেজন ধরা দেয় কবি হৃদয়ে।
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:১২
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় দাদা।
এতো পুরানো পোস্ট পড়ে আমাকে সম্মানিত করলেন।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০ সকাল ৮:৪৭
কল্পদ্রুম বলেছেন: পটল চেরা চোখের উপমা কোত্থেকে এসেছে?