নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
পরোনি বসন ভূষণ , বাঁধোনি কেশ!
কিসের তরে রাই কিশোরীর দুঃখ অনিশেষ?
চাহনি ছলো ছলো, নিদ্রাহীন দুচোখ,
কার তরে এতো উতলা, কেন উন্মূখ?
বসন্ত এসে গেছে মাতাল সমীরণ বয়।
কৃষ্ণ কি তোমায় দিয়েছে ধোঁকা?ফেরেনি ঠিক সময়?
ফিরবে কানু ফিরবে ঠিকই নয়তো সে ধোকাবাজ,
চোখে লাগাও কাজল কন্যা, পরো তোমার সাজ।
কানাই যদি এসে দেখে, তোমার এমন দশা!
কষ্টে তার বুকটা ফাটবে, ঘিরবে হতাশা।
প্রেমের শোভা বরাবরই মেঘ রোদ্দুরে খেলা,
থাকে শতেক বিধিনিষেধ, সাথে হাজারো জ্বালা।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:০৬
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা সুপারডুপার ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
২| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯
অজানা তীর্থ বলেছেন: আপনি ভালো জানেন এই কবিতার সারমর্ম কি? আর একদল মানুষ আছে রাধা-কৃষ্ণের সম্পর্ক নিয়ে নিজের মন গড়া লিখে। তবে যে যাই লিখুক তাদের সম্পর্কের মৌলিকতা যদি পরিবর্তন হয় তাহলে ঐ লেখা হবে একটা বিকৃত মানুষিকতার বহিঃপ্রকাশ।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১২
ইসিয়াক বলেছেন:
একজন বিরহ কাতর প্রেমিকার বিরহ কালের বর্ণনা দিতে চেষ্টা করেছি । জানিনা কিছু বোঝাতে পেরেছি কিনা। সত্যি কথা বলতে কি আমার মনে যা আসে তাই আমি লিখি।আপনি পড়েছেন এতেই আমি খুশি।
৩| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
নেওয়াজ আলি বলেছেন: বনমালি তুমি পরমে হইও রাধা । গানের কথা মনে পড়লো
৪| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
নেওয়াজ আলি বলেছেন: বনমালি তুমি পরমে হইও রাধা । গানের কথা মনে পড়লো
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১২
ইসিয়াক বলেছেন:
হ্যাঁ মহী ভাই গানটা খুব সুন্দর।
৫| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: এক কৃষ্ণের যে কত শত নাম!!!!
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১৩
ইসিয়াক বলেছেন:
তাই অনেক নাম। ভালো থাকুন।
৬| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি ইসিয়াক ভাই
আমি প্র্তিভার সম্মান করি।
আপনি কাউকে ভালোবেসে তাকে
নিয়ে যদি প্রশংসা বাক্য কাব্যআকারে
প্রকাশ করেন বা রম্য লেখেন তাতে
দোষের কিছু হবার কথা নয়। আপনাকে
কেন জেনারেল করা হযেছে তা আমার বোধ
গম্য নয়। আপনার সেফ স্টাটাস ফিরিয়ে
দেবার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি।
ভালো থাকবেন।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১৫
ইসিয়াক বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাইয়া আমি ইতিমধ্যে সেফ হয়ে গেছি। পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।
৭| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে। তবে এর উপরে লিখতে গেলে আরো কিছু নতুন কথা আনলে কবিতাকা অন্য মাত্রা পাবে। শিল্প শিল্পী। ধর্ম আঞ্চলিকতা দিয়ে পরিমাপ আমার কাছে মনে হয় না। শুভেচ্ছা নিয়েন।
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:২৯
ইসিয়াক বলেছেন:
আমাকে আরো বেশি পড়াশোন করতে হবে । প্রিয় দাদা এ ব্যাপারে আমাকে কিছু বইয়েন নাম সাজেস্ট করুণ প্লিজ।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৬
সুপারডুপার বলেছেন: দুর্বৃত্তরা কিন্তু বাউল রণেশ ঠাকুরের আসরঘরে আগুন দিয়েছে।
ভালো থাকবেন :-