নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
পার্কের মধ্যে সবচেয়ে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে অপূর্ব কয়েক ঢোক জল খেলো।বোতলে বেশি জল নেই। আজ বেশ গরম পড়েছে।সে চটের ব্যাগ থেকে একটা পুরানো রুমাল বের করলো। রুমালটিকে সে প্রথমে জল দিয়ে ধুলো তারপর সেই রুমাল সে মুখে চেপে ধরলো। এটা তার ক্লান্তি কাটানো একটা প্রক্রিয়া।প্রজেক্টের নাম গরীবের এসি।
আহ শান্তি!দেহ মন যেন জুড়িয়ে গেলো।
শরীরটা থিতু হতেই পেট জানালো জ্বালানি প্রয়োজন।কিন্তু পকেট তো গড়ের মাঠ? এখন?
ভাবতে ভাবতে মুখ থেকে রুমাল সরাতেই অপূর্ব দেখলো তার পাশে অচেনা এক মেয়ে বসে আছে। অসম্ভব রুপবতী মেয়েটির দিকে তাকিয়ে সে বিষ্ময়ে হাঁ হয়ে গেলো।
কিছুক্ষণ পরে মেয়েটির বিরক্ত ভরা প্রশ্ন আসতেই সম্বিত ফিরে এলো তার।
-কি ব্যপার ভ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? কোন কালে মেয়ে দেখেননি নাকি?
-আপনি কে?
-আমি বলতে বাধ্য নই।
-এখানে কি?
-এখানে কি মানে? এই পার্কটা কি আপনার? কেনা?
-মানে আমার পাশে কি?
-এবার নিশ্চয় বলবেন এই বেঞ্চটা আপনার পারমানেন্ট?
-পারমানেন্ট না হলেও এখানেই আমি বসি।
-ইশ !চেম্বার বানাইছে।এখানে আমি বসি।বললেই হলো।
-দেখুন এমনিতে খিদাতে আমার মাথা গরম তার উপরে আরো গরম বাড়ায়ে দিয়েন না।
-খিদা পাইছে তো আমি কি করবো? আসছে মেজাজ দেখাতে।
-আপনাকে কখন মেজাজ দেখালাম বলুন তো। শুধু শুধু ঝগড়া করছেন।
-এই ভালো হবে বলছি। আমাকে ঝগড়াটে বলবেন না।
-আপনাকে আমি কখন ঝগড়াটে বললাম। আজব তো।
-আপনি আজব।আজব নাম্বার ওয়ান।
অপূর্ব দেখলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। অচেনা একটি মেয়ের সাথে তার ঝগড়া করা ঠিক হচ্ছে না। সে উঠে পড়লো। খাদ্যের সন্ধানে বের হতে হবে। বড় বেশি ক্ষুধা পেয়েছে।
হঠাৎ মেয়েটি বলল,
-কি ব্যাপার কোথায় চললেন?
-বলতে বাধ্য নই আমি।
-আমিও যাবো।
-কোথায়?
-আপনার সাথে।
-আপনার কি মাথা খারাপ? স্ক্রু ঢিলা।
-আপনি প্লিজ আমাকে একা ফেলে যাবেন।একা একা আমার খুব ভয় করে।
হঠাৎ করে কেন যেন এই অপূর্ব রুপবতী মেয়েটির প্রতি মায়া জন্মালো।কে মেয়েটি? আহা এমন করে কেউ বলে নাকি? নিশ্চয় বিপদে পড়েছে। কি ভেবে সে পার্কের বেঞ্চে আবার বসে পড়লো। খিদেটা সত্যি খুব বেশি পরিমান জানান দিচ্ছে।সে মেয়েটির দিকে মুখ ফিরিয়ে বলল।
-আপনার নামটা কি বলা যাবে?
মেয়েটি হঠাৎ যেন লাজবতী কন্যা হয়ে কুকড়ে গেলো, বলল,
-আমার নাম মোহিনী।
অপূর্বর খুব ইচ্ছা করলো মোহিনীর হাতটা একটু ছুয়ে দেখে। কিন্তু এই কড়া রোদ গরমে তার ভিতর থেকে কে যেন স্মরণ করিয়ে দিলো ।চড় থাপ্পর খাবি নাকি?অপূর্ব অন্য চিন্তা বাদ দিয়ে মোহিনীর দিকে মিষ্টি করে হাসলো।বলল,
-তোমার নামটা খুব সুন্দর তো।
চলবে
ছবিঃগুগোল থেকে
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:১০
ইসিয়াক বলেছেন:
খুবই ভালো ভাইয়া। আপনি কেমন আছেন?
২| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: আমি ভেবেছিলাম পার্কে শুধু আমি একাই যাই।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২৫
ইসিয়াক বলেছেন:
আমিও যাই মাঝে মাঝে........ ।
৩| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: চুরী ডাকাতির কথা কিছু লিখুন।
লোকজন তাতে সচেতন হবে।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৩১
ইসিয়াক বলেছেন:
অনেক কথা মনে জমা আছে ,চোখ সাক্ষী আছে কিন্তু মুখ খুললেই তো বিপদ। পিছনে লেজ না থাকলে অবশ্যই সেসব ব্যাপারে লিখতাম তোয়াক্কা করতাম না। কিন্তু জেল জরিমানা হলে তো আমার পুরো পরিবার ভেসে যাবে।এমনিতে করোনার কারণে বেহাল দশায় আছি। করোনাকে ভয় করছে না। এখন বেঁচে থাকবো কি করে টিকে থাকবো কি করে ,সেই ভয়ে কাঁটা হয়ে আছি।
# বাসায় চুরি হবার ব্যাপারে লিখবো। কিন্তু নাটক এখনো চলছে ওই যে বলে না নিজের ক্ষতি পরের লাথি। নাটক এখনো শেষ হয়নি। শেষ হোক তারপর গুছিয়ে লিখবো। চলিতেছে সার্কাস......।
৪| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৩২
মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রথম অংশেই ছককা হাকিয়ে দিয়েছেন।
অপূর্বর মনে কোথায় যেন মোহন বাশি বেজে উঠল মোহিনীকে দেখে।
কিন্তু ক্ষুধায় কাতর, আগে কিছু খাওয়ান তারপর প্রেম জমবে মনে হয়।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৪১
ইসিয়াক বলেছেন:
বাহ! চমৎকার মন্তব্য । অনেক অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভকামনা রইলো ভাইয়া।
৫| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি ফিরে আসায় শুভেচ্ছা নিন।
খুব খারাপ লাগছিলো আপনার
সাধারণ হবার সংবাদে।
ভালো থাকব্নে।
১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন:
পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাই আমার।
নিরন্তর শুভকামনা ।
৬| ১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত, অনিচ্ছাকৃতভাবে আপনার ব্লগিং স্ট্যাটাস জেনারেল হয়ে গিয়েছিলো।
১১ ই জুন, ২০২০ দুপুর ১:০১
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো ভাইয়া। সামু আমার লেখার সুযোগ করে দিয়েছে,সামুর কল্যাণে অনেক প্রিয় মুখ আমার লেখা পড়ে যা বাস্তবে কোনদিনই সম্ভব হতো না। আর সেকথা আমি কোন দিনও ভুলবোও না।
অশেষ কৃতজ্ঞতা সামু সহ সবার প্রতি।
প্রিয় ভাইয়া আপনি সবার জন্য রইলো নিরন্তর শুভকামনা।
৭| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৯
নেওয়াজ আলি বলেছেন: মননশীল অভিব্যক্তি । পড়ে অভিভূত হলাম
১১ ই জুন, ২০২০ দুপুর ১:০৪
ইসিয়াক বলেছেন:
মহী ভাই সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা
৮| ১০ ই জুন, ২০২০ রাত ৯:২১
শের শায়রী বলেছেন: ধুর ধুর মোহিনী আবার একটা নাম হল নাকি? নাম হল গিয়ে ..... হে হে হে কবি নিশ্চয়ই বুজতে পারছেন.... নাম হল মধুরিমা
১১ ই জুন, ২০২০ দুপুর ১:০৬
ইসিয়াক বলেছেন:
একে এক আমার প্রেমিকাগো নাম ব্লগে ফাঁস করতাছি আরকি !
#জাইনা রাখেন প্রিয় ভাইজান আমার রিয়েল নাম কিন্তু অপূর্ব
৯| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৪
সাহাদাত উদরাজী বলেছেন: চলুক।
১১ ই জুন, ২০২০ দুপুর ১:০৭
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো্ ভাইয়া।
নিরন্তর শুভকামনা্।
১০| ১১ ই জুন, ২০২০ রাত ১:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
এই গল্পটি এক দাগে লেখা দরকার ছিলো - চলবে দেখে মনে হচ্ছে বাকিটা কবে পড়বো?
১১ ই জুন, ২০২০ দুপুর ১:০৮
ইসিয়াক বলেছেন:
প্রিয় মাহমুদ ভাই এই গল্পটার অনেকগুলো পর্ব লেখার ইচ্ছা আছে। দেখা যাক সামনে কি হয়।
নিরন্তর শুভকামনা।
১১| ১২ ই জুন, ২০২০ দুপুর ২:১৯
ভুয়া মফিজ বলেছেন: টাকা গড়ের মাঠ হয় না। গড়ের মাঠ হয় পকেট।
অপূর্ব'র সাথে মেয়েটার পরিচয় স্বাভাবিক মনে হইলো না। এমনভাবে কোন মেয়ে, তাও অসম্ভব রুপবতী, অপরিচিত কারোর পাশে বসে না। অবশ্য আপনে রাজীব নূর হইলে আলাদা কথা। ব্লগার রাজীব নূর আপনের উপরে ভালোই সওয়ার হইছে মনে হয়!!!
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১০
ইসিয়াক বলেছেন:
#প্রথমে দেরিতে প্রতি মন্তব্যে আসার জন্য আন্তরিক দুঃখিত।
#ভুল ঠিক করে দিচ্ছি।গল্পটা শেষ করেছি । খসড়া হিসেবে আছে তখন বাকীটুকু জানা যাবে। একটু অপেক্ষা করেন।
#কি যে কন না কন বুয়া ভাই, কেউ আমার উপর সওয়ার হয় নাই
আর আমি কি হতি না ঘোড়া আমার উপর সওয়ার হবে ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো তো।