![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
চোখ চাইতেই মন ফেরালে,
সিদ্ধান্ত ছিলো ভুল।
তোমার ফেরানো ভালোবাসায়
ভাসলো মনের দু’কুল।
হয়তো আমি সময় নিয়েছিলাম
ভেবেছিলাম বেশি।
তাই বলে অকারণে করলে শুধু শুধু
আমায় দোষী।
আলোর দিকে চাইতেই আধার হয়ে এলে,
ব্যস্ত বেশি, তাই বুঝি বৃষ্টি হয়ে ঝরলে।
কাকে খুঁজে পাবে তুমি, পথের ওই বাকে?
মনে মাঝে খুঁজে দেখো পাবে আমাকে।
ছবি গুগোল থেকে।
আমি আর কবিতা পোস্ট করতে চাচ্ছিলাম না। আমার কেন জানি মনে হচ্ছে আমার লেখাগুলো মানসম্মত নয়। হঠাৎ মন্তব্য পেলাম
বিজন রয় বলেছেন: আজকে এখনো আপনার পোস্ট পেলাম না!!
কি আর করা, ভয়ে ভয়ে পোস্ট দিচ্ছি। আমি কিন্তু সত্যি সত্যি কম বুঝি। যা মনে আসে তাই লিখি। দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার লেখা গুলো।
অশেষ কৃতজ্ঞতা রইলো বিজনদা সহ সবার প্রতি। শুভকামনা।
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৮
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।
২| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: যা ইচ্ছা তাই লিখবা ভাইয়া।
গাই্তে গাইতে গায়েন আর লিখতে লিখতে লায়েন স্যরী লেখক!
না লিখলে পাছে লোকে কিছু বলে ভাবলে আর লেখাই হবেনা!
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৯
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপু।
শুভকামনা রইলো।
৩| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫২
শাহিন-৯৯ বলেছেন:
এখানে লেখার স্বাধীনতা আছে, আপনি আপনার স্বাধীন মত লিখুন, কে কি মন্তব্য করলো এসব দেখে লাভ নেই, আনন্দ নিয়ে লিখতে থাকুন একদিন ভাল কিছু জন্ম নিবে। আপনি কি মনে করেন রবীন্দ্রনাথ, নজরুলের সব কবিতা খুবই উন্নত মানের? আমি কিন্তু তা মনে করি না।
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫১
ইসিয়াক বলেছেন:
আপনাদের ভালাবাসাতে বারবার ফিরে আসি। পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা্
৪| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৯
বুরহানউদ্দীন শামস বলেছেন: কবিতা সুন্দর , ছবিটা আরো সুন্দর।
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫১
ইসিয়াক বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আর ছবি গুগোল থেকে নেওয়া।
ভালো থাকুন সবসময়।
৫| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: নিয়মিত পোষ্ট করে যাবেন। এটা আমার অনুরোধ।
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৪
ইসিয়াক বলেছেন:
শুকরিয়া।
৬| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:১১
নেওয়াজ আলি বলেছেন: পড়ে মন আন্দোলিত হল।
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় মহী ভাই।
ভালো থাকুন।
৭| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: বন্ধু আপনি কোথায়?
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৫
ইসিয়াক বলেছেন:
এই তো। দম ফেলান মতো টাইম নাই। কঠিন অবস্থা বন্ধু।
করোনা মনে হয় লেখালেখি পছন্দ করে না।
৮| ১৩ ই জুন, ২০২০ রাত ১১:০৫
বিজন রয় বলেছেন: আপনাকে কি কেউ বলেছে আপনার লেখা মানসম্মত নয়? তার নামটি আমায় বলুন।
আপনাকে একটি অনুরোধ.......
কখনো লেখা বন্ধ করবেন না। শুধু আমার জন্য হলেও লিখবেন।
এই যে আপনার মনের ভিতর এত কথা, যা কবিতার মাধ্যমে প্রতিনিয়ত ফুটিয়ে তুলছেন, ক'জন পারে সেটা?
আপনার ভিতরের সহজ-সরল অনুভূতিগুলো শব্দে শব্দে প্রস্ফুটিত করছেন এটাই আপনার বড় পরিচয়। আপনার লেখায় কোন ভন্ডামি নেই, এটাই আমার কাছে খুব ভাল লাগে।
একজন লেখকের প্রতিটি লেখা একটি নতুন সৃষ্টি, প্রত্যেকটি নতুন সৃষ্টিরই একটি মহৎ বৈশিষ্ঠ্য আছে।
তাই আর কখনো নিজের লেখা নিয়ে অমন ভাববেন না, শুধু লিখে যান, অবিরত, অবিরাম।
শুভকামনা সবসময়ের।
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৪
ইসিয়াক বলেছেন:
এতো সুন্দর আন্তরিকতাপূর্ণ মন্তব্য পড়লে মনটা সত্যি ভরে যায়।
আপনাদের ভালোবাসা আমার পথচলার পাথেয়।
কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি। শুভকামনা।
৯| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা কেন যেকোনো লেখা সব সময় ভালো মানের হয়না। কিন্তু সেটা লেখকের অভিব্যক্তি। একটা সাধারণ লেখাই পরের লেখার ভাবনাকে গভীরে প্রবেশ করতে সাহায্য করে। কাজেই প্রত্যেকটা লেখার একটা আলাদা গুরুত্ব থাকে। আপনিও তেমনি নিজের আঙ্গিকে কবিতা লিখুন। শুভেচ্ছা আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০২০ বিকাল ৫:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।