নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
জ্যোৎনার শুভ্রতায় আকুলি বিকুলি নাচে মাঠ প্রান্তর।
মোহময় সমীরণ বহে যায় শনশন,
সীমাহীন ব্যস্ততায়।
দীঘি জল টলটল
বিকশিত অপরূপ,
জল তরঙ্গায়িত সুললিত কল্লোলে।
মায়ামৃগ মন যেন,
গভীর গোপন লুকানো,
তোমার আমার স্মৃতি সকল সমৃদ্ধ যৌথ কাব্যে।
আঁধারের ঘ্রাণ মাখে
রাতজাগা পুষ্প রেণু,
তুমি এসে হাত ধরো চুপিচুপি রাত গভীরে।
দীর্ঘ অভিসার শেষে আমি রতিক্লান্ত মুখ লুকাই
তোমার কুচ প্রান্তরে।
ছবিঃ গুগোল থেকে
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
নিরন্তর শুভকামনা।
২| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হয়েছে কবিতা
ভালো লাগলো অনেক অনেক
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৬
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো আপু।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা।
৩| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: এত এত প্রেম আপনার মধ্যে!!!
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৯
ইসিয়াক বলেছেন:
যাহ! কি যেবলেন আমি তো কাঠখোট্টা মানুষ্ বানিয়ে বানিয়ে এসব লিখি ।
৪| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৩১
নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনায় নন্দিত ভাবে উপস্থাপন ।
১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৯
ইসিয়াক বলেছেন:
শুভকামনা রইলো মহী ভাই।
৫| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।
১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
৬| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা রইলো।
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:২৫
ইসিয়াক বলেছেন:
সবসময় পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২০ সকাল ১০:৩৩
বিজন রয় বলেছেন: এই তো! প্রকৃতি ও প্রেম মিলেমিশে একাকার।
একটি স্বচ্ছ টলমল কবিতা, সকালের মতো স্নিগ্ধ।