নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

এবার শুধু নিজের কথা ভাববো

২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:০২


বহুদিন কাটালাম তোমার বিরহে।
বহু কষ্ট লুকালাম বুকের পাজরে।
বহু রাত কাটালাম নির্ঘুম একা একা।

অবশেষে বুঝলাম তোমার কথা ভেবে ভেবে
আমি নিজের কথাই ভুলে গেছি।
নিজেকে করেছি বঞ্চিত।

যেহেতু আমাকে নিয়ে তুমি ভাবছো না আর
সেহেতু
আমি ও আর ভাববো না তোমায় নিয়ে।

নিজের দিকে খেয়াল দেব এখন,
এই জীর্ণ শীর্ণ চেহারা,
এই অমসৃণ দেহ অবয়ব।
ত্বকের এই তামাটে বর্ণটাকে
ঘষে মেজে
একটা ধোপদুরস্ত পোশাকে ঢাকবো এবার।

নতুন করো সাথে বসে
বাদাম খাবো খোসা ছাড়িয়ে
ধুমসে।

নতুন উষ্ণতার আগ্রহে ঠোঁটে রাখবো ঠোঁট
ঠিক এভাবে।

আমারো সাপলুডু খেলতে ইচ্ছে হয়।
ইচ্ছে হয় পিচকারি দিয়ে জল ছিটাতে
গভীর গোপনে।

শুধু শুধু দেবদাস হওয়ার কোনই মানে নেই
কারণ এ যুগে কেউই পার্বতী হয়ে
চোখের জল ফেলে না।
ছবিঃ গুগল থেকে

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:০৮

বিজন রয় বলেছেন: আপনি এমনভাবে বললেন যেন সব মিছে!

আসলে কি তাই?

২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:১১

ইসিয়াক বলেছেন:



কেন জানি লিখতে ইচ্ছে হলো। ক্ষোভ লুকিয়ে আছে হয়তো কোথাও।

২| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: পোস্টের ছবি কি পরিবর্তন করা হলো?

২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:২৭

ইসিয়াক বলেছেন:




হ্যাঁ প্রিয় দাদা। পোস্টে ছবিটা পরিবর্তন করা হলো। শুভকামনা।

৩| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুরু হলো প্রতিশোধের পালা!
তোমার কথা ভাবতে আমার বয়েই গেছে।
এবার আমার কথা,
তবে তাই হোক। যার ভাবনা তার মধ্যেই থাক..

২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৬

ইসিয়াক বলেছেন:





দেখিয়ে দেবো প্রিয় দাদা, আমিও ভালো থাকতে পারি।
#ব্লগে দুই পর্বের একটা গল্প দিয়েছি। পড়েছেন কি?

৪| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৯

এম ইসলাম বলেছেন: শুধু নিজের কথা ভাবতে গিয়েও আরেকজনের কথা কিন্তু এসেই যাচ্ছে শেষমেষ !

২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৫১

ইসিয়াক বলেছেন:




এম ইসলাম আপনাকে আমার ব্লগে স্বাগতম।
#অতীত কি মুছে ফেলা যায় ভাইয়া?
শুভকামনা।

৫| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: +

২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০

ইসিয়াক বলেছেন:


পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
শুভবিকাল।

৬| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: লিখেছেন বেশ। ভাল লাগা জানিয়ে গেলাম ।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৬

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক কৃতজ্ঞতা রইলো সেলিম ভাই।

৭| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোমার কথা ভেবে ভেবে
আমার নিজের কথাই ভুলে গেছি
*
এ যুগে কেউ পার্বতী হয়ে
চোখের জল ফেলে না

সুন্দর বলেছেন এ কথাগুলো

শুভেচ্ছা ইসিয়ায়ক ভাই

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৬

ইসিয়াক বলেছেন:




পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

৮| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

এম ডি মুসা বলেছেন: এক রাশ শুভেচ্ছা

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন:




আপনার জন্যও রইলো অনেক অনেক শুভেচ্ছা।

৯| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: বন্ধু আপনার লেখায় সবচেয়ে ভালো দিক হলো ভান নেই। ভনিতা নেই।

আচ্ছা, পোষ্টে যে ছবিটা ব্যবহার করেছেন তা কি সাউথ ইন্ডিয়ান কোনো নায়কের?

১০| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:৩৮

কবীর হুমায়ূন বলেছেন: মনের গোপন কথা, যা ব্যথার সৃষ্টি করে; তাকে ভুলার জন্য মানুষ কি না পারে!!

ভালো লাগলো কবিতা। শুভ কামনা সব সময়।

'নতুন করো সাথে বসে' এ চরণটি ঠিক করে নিন।

১১| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:৩৩

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় লেখা। 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.