নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বেগমজান

২৬ শে জুন, ২০২০ সকাল ৭:২৪


ইস্টিশনের মিষ্টি পান
আইস্যা বইস্যা খাইয়া যান।
নামটি আমার সিতারা,
আরেক নাম বেগমজান।

বাড়ি আমার উত্তর পাড়া,
পিতা গহর আবরার।
বাপ মা মরা এতিম আমি
নাই কেউ আমার আর।

পান বেইচ্যা চালাই সংসার
খারাপ মাইনসের যম।
প্রেমিক আমার শত শত
ঘুর ঘুরায় হরদম।

রাত-বিরেতে ডর দেখায়
ডরপুক পালোয়ান।
পাইলে কাটুম ঘ্যাচাং ঘ্যাঁচ
তাগড়া দেহ খান।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ সকাল ৮:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩০

ইসিয়াক বলেছেন:





অনেক অনেক কৃতজ্ঞতা রইলো সাজ্জাদ ভাই।
নিরন্তর শুভকামনা।

২| ২৬ শে জুন, ২০২০ সকাল ১০:০৫

কবীর হুমায়ূন বলেছেন: দারুণ হযেছে ছড়া-কবিতা। খুবই ভালো লাগলো। শুভ কামনা কবি।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৫২

ইসিয়াক বলেছেন:




পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
নিরন্তর শুভকামনা।

৩| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: জব্বর হইছে। তবে দুই হাতে অস্ত্র কিনা...ডর লাগতাছে। কিচ্ছু কমুনা।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:২১

ইসিয়াক বলেছেন:




ভয় পাওয়ার কিচছু নেই বেগমজান খুব ভালো প্রিয় দাদা। শুধু খারাপ লোকদের প্রতি একটু........
শুভকামনা রইল।

৪| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পানওয়ালির পিস্তল দেখে
পান খাওয়ার সাধ নাই
তরবারী দেখে পান খাওয়া ছেড়ে
দূর গাঁয়ে পালাই !!

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন:





আরে নুরু ভাই এই পানওয়ালী মনটা খুব নরম। ভালো মানুষদের সাথে তার ব্যবহার অতি উত্তম।সুতরং কোন ভয় নাই। আসেন দুইভাই পান খেয়ে আসি।

৫| ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর হয়েছে

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন:



ধন্যবাদ নেওয়াজ ভাই।

৬| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: বাহ বন্ধু বাহ!
বেগমজান মুভি দেখেছেন? বলিউডও করেছে কোলকাতাতে হয়েছে।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন:





বেগমজান মুভিটা আমি দেখিনি। শুভকামনা।

৭| ২৬ শে জুন, ২০২০ দুপুর ২:২৯

করুণাধারা বলেছেন: ভালো লাগলো বেগমজানের কবিতা।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৮

ইসিয়াক বলেছেন:




অনেক অনেক অনুপ্রাণিত হলাম আপু। শুভকামনা রইলো।

৮| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৫১

পদ্মপুকুর বলেছেন: বাহ, মিষ্টিপানের মতই মিষ্টি ছড়া। ইদানিং প্রচুর ছড়া-কবিতা দিচ্ছেন...

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৫

ইসিয়াক বলেছেন:






ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন সবসময় । শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.