নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:২০



অতীত

তুমি আমার মাতাল প্রেমের হাওয়া,
তুমি আমার গভীর গোপন চাওয়া ।
তুমি আমার গোধূলি বেলার মায়া।
তুমি আমার প্রথম প্রেমের ছোঁয়া।

তুমি আমার বর্ষা কদম ফুল।
তুমি আমার বইয়ের পাতার বকুল।
তুমি আমার আষাঢ়ী পূর্ণিমা চাঁদ,
তুমি আমার বসন্তদিনের আহ্লাদ।

বর্তমান

তুমি আমার বুকের দগদগে ক্ষত।
তুমি আমার ভুল স্বপ্ন যত।
তুমি আমার কষ্টের বালুচর।
তুমি আমার পদদলিত অহংকার।

তুমি আমার বাবলা কাঁটার মালা।
তুমি আমার সুখ হারানো জ্বালা।
তুমি আমার কষ্টের রাত্রি ভোর।
তুমি আমার হারানো দ্বি প্রহর।

ভবিষ্যৎ

তুমি আমার অতীত সুখস্মৃতি,
তুমি আমার প্রথম প্রেম প্রীতি।
তুমি আমার শান বাঁধানো ঘাট।
তুমি আমার প্রথম বাসরের খাট।

তুমি আমার নাতির না হওয়া দিদা,
তুমি আমার প্রেম ছিলে সাধাসিধা।
তুমি আমার অসমাপ্ত ক্যানভাস,
তুমি আমার বারোমাসি দীর্ঘ শ্বাস।

ছবিঃ গুগল থেকে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৮

নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: অসাধারণ

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:০২

ইসিয়াক বলেছেন:




নাঈমা সুলতানা চাঁদনী আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।

২| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমনই হয়!

কেন হয়? কেন অতীত চীরস্থায়ী হয় না. . . . !!!
হায় জীবন

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১০

ইসিয়াক বলেছেন:



বেশিরভাগ মানুষ স্বার্থ খোঁজে হয়তো।অনেকে লোভের ফাঁদেও পা দেয়। কি আর করা।
ভালো থাকুন প্রিয় কবি।

৩| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১১

পদাতিক চৌধুরি বলেছেন:

বেশ। চলতে থাকুক..
প্রত্যাশা যেন অনাদরে ফিরে না আসে...

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১৫

ইসিয়াক বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
ভালো থাকুন সবসময়।

৪| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: দারুন দারুন বন্ধু।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১৫

ইসিয়াক বলেছেন:





অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা।

৫| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫

জেন রসি বলেছেন: নাতির না হওয়া দিদা

হা হা হা......মজার ছিল।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৭

ইসিয়াক বলেছেন:




জেন রসি আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা।

৬| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে জুন, ২০২০ ভোর ৬:৫৪

ইসিয়াক বলেছেন:





অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।

৭| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৫১

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখনী ।

২৭ শে জুন, ২০২০ ভোর ৬:৫৬

ইসিয়াক বলেছেন:


ধন্যবাদ মহীভাই অনুপ্রাণিত করারা জন্য।
শুভকামনা।

৮| ২৭ শে জুন, ২০২০ ভোর ৬:৩৫

পারভীন শীলা বলেছেন: অসাধারন ।

২৭ শে জুন, ২০২০ ভোর ৬:৫৭

ইসিয়াক বলেছেন:


পারভীন শীলা আপু আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

৯| ২৭ শে জুন, ২০২০ সকাল ৮:৪১

মীর সাজ্জাদ বলেছেন: সুন্দর ধারনায় লিখেছেন ভালো,
পড়ে মজা পেলাম,
আপনি আসলেই ছড়িয়ে দিচ্ছেন
ছন্দের আলো।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:১৫

ইসিয়াক বলেছেন:



এতো সুন্দর মন্তব্য পেয়ে সত্যি ভালো লাগলো ভাইয়া। ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.