নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

নামটা তোমার জানতে কি পারি?

২৮ শে জুন, ২০২০ ভোর ৬:১৯


চপল পায়ে নূপুর দিয়ে।
সাঁঝবেলাতে মন রাঙিয়ে।

দুলকি চালে কোমর দোলে,
এলো চুলে ঘোমটা খুলে।

খয়েরি টিপ বালুচরি শাড়ি,
মিল করে রঙ পরেছো চুড়ি।

আহা মরি মরি ও সুন্দরী,
নামটা তোমার জানতে কি পারি?

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ ভোর ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নাম দিয়া কাম কী!

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩৮

ইসিয়াক বলেছেন:


নামটাই তো আগে জানতে হবে প্রিয় সাজ্জাদ ভাইয়া।না হলে তো মুশকিল :P

২| ২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: এখনকার পোলাপান তো ফেবু আইডি চায়।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩৯

ইসিয়াক বলেছেন:




আগে নাম জেনে নেই তারপর ফেবু আই ডি ও নিবো :D
শুভকামনা।

৩| ২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৫৯

আমি সাজিদ বলেছেন: ইসিয়াক ভাই, আপনার বয়সটা কি জানতে পারি ?

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪১

ইসিয়াক বলেছেন:



হা হা হা রয়স জানা কি খুব জরুরী? :P আচ্ছা সামনের ব্লগ ডে তে দেখা হবে তখন বুঝে নেবেন আমার বয়স কত?

৪| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কবির প্রেম করার শখ হয়েছে মনে হয় এজন্য নাম জানার এত আগ্রহ নাকি কবি?

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৪

ইসিয়াক বলেছেন:



কি যে বলেন না প্রিয় কবি। তবে প্রেম করলে সময়টা একটু ভালোই কাটে।আমি কবিতার সাথে প্রেম করতে চাই।
শুভকামনা।

৫| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:৩৯

নৃ মাসুদ রানা বলেছেন: হুমম অবশ্যই, জানয় যাবে।

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৬

ইসিয়াক বলেছেন:




পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা।

৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছড়া

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৮

ইসিয়াক বলেছেন:




পগলা জগাই আপনাকে আমার ব্লগবাড়িতে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা

৭| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন: পড়ে অভিভূত হলাম

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫৬

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ মহী ভাই্

৮| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: সুন্দরীর নাম জরিনা বেগম।

২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১১

ইসিয়াক বলেছেন:



হা হা হা ....কি করে জানলেন?

৯| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৮ শে জুন, ২০২০ দুপুর ২:৩৩

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা।

১০| ২৯ শে জুন, ২০২০ সকাল ৮:১৯

আজাদ প্রোডাক্টস বলেছেন: হাহাহা বেল পাকলে কাকের কি

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: আজাদ প্রোডাক্টস আপনাকে আমার ব্লগ বাড়িতে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রই্লো।
শুভকামনা।

১১| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এ যুগে শাড়ি পরা মেয়ে পেলেন কোথায়। শাড়ির বদলে থ্রি পিস, লাহেঙ্গা, জিনস, বোরকা ইত্যাদি হলে কবিতা যুগের সাথে মানাত।

৩০ শে জুন, ২০২০ ভোর ৫:৪৪

ইসিয়াক বলেছেন:




আমার মতে শাড়ীতেই মেয়ে বেশি মানায়।থ্রি পিস, লাহেঙ্গা, জিনস, বোরকা ইত্যাদি পোষাকে খুব একটা ভালো লাগে না। এটা আমার নিজের মতামত।
ধন্যবাদ।
সুপ্রভাত।

১২| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: যথার্থ বলেছেন। আমারও তাই মত।

০৩ রা জুলাই, ২০২০ সকাল ৯:১৪

ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া ফিরে আসার জন্য।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.