নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

লাটিম

২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩১


বনবন ঘুরছে লাটিম সুতোর বাঁধন খুলে।
ঘুরতে ঘুরতে নাচছে দেখো দিব্যি হেলে দুলে।

ব্যস্ত খোকা ন্যস্ত কাজে হাজারটা রকম।
হঠাৎ তাকে ডাংগুলির গুটি করলো ভীষণ জখম।

মা বকলো বাবা দিলো পিঠে দমাদম।
বাকী সবাই করলো রাগ সেও তো নয় কম।

সেই থেকে খোকা ঘরবন্দী মনে ভীষণ দুখ।
জানলা ধরে চেয়ে থাকে মনেতে নাই সুখ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু দিন আগে এলাকায় নির্বাচন হলো। তখন লাটিম মার্কার টালিম আমার ছোট মেয়েকে এনে দিয়েছিলো কাজের ছেলে। সত্যি কারের লাটিম, লত্তি সহ। আমি যখন লাটিম ঘুয়িরে দিলাম, আমার দুই মেয়েই অবাক!!

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন:




লাটিম, মার্বেল এরকম আরো বেশ কিছু খেলার সৌভাগ্য আমার হয়নি। আমার বাবা এসব নিয়ে খেলা একদমই পছন্দ করতেন না। অনেক পরে চেষ্টা করেছি লাটিম ঘুরাতে পারিনি।

২| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৮

ইসিয়াক বলেছেন:


অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
শুভকামনা।

৩| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: লাটিম খেলা বেশ অদ্ভুত খেলা। আমি অনেক কষ্টে এই খেলা শিখেছিলাম।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৯

ইসিয়াক বলেছেন:


আমি লাটিম ঘোরাতে পারি না।

৪| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
লাটিম, মার্বেল এরকম আরো বেশ কিছু খেলার সৌভাগ্য আমার হয়নি। আমার বাবা এসব নিয়ে খেলা একদমই পছন্দ করতেন না। অনেক পরে চেষ্টা করেছি লাটিম ঘুরাতে পারিনি।


আমার বাবাও অপছন্দ করতেন। বাবা ছিলেন এরাকার (বাড্ডা) মেম্বার। ফলে আরো বেশী চাপে ছিলাম। তবুও প্রায় কোনো খেলাই বাদ দেই নাই।

২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২০

ইসিয়াক বলেছেন:




বাবাকে আমি খুব ভয় পেতাম। আর বইপড়া, ছবি আঁকা, গান শোনা, গান গাওয়া এসব করতেই বেশি ভালো লাগতো। আমরা ঢাকার মোহাম্মদপুরে থাকতাম। খুব সুন্দর ছিলো দিনগুলি।

৫| ২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বাচ্চাদের লাটিম ঘুরানো শিখিয়েছি। মার্বেল খেলার সুযোগ করে দিয়েছিলাম গ্রামে গেলে। এই খেলাগুলি একসময় জাদুঘরে চলে যেতে পারে। চৌকোণা আকৃতির লোহা দিয়ে শই করে মাটিতে একটা খেলা আমার বড় ভাইরা খেলত যার জন্য ফিলটার ছাড়া সিগারেটের পুরানো খাপ ব্যবহৃত হতো লেনদেনের জন্য। যে শই (target) করে জিতবে সে তত বেশী সিগারেটের খাপ পারে। খেলাটার নাম ভুলে গেছি। টাঙ্গাইলে খেলতে দেখেছি।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:১৮

ইসিয়াক বলেছেন:


বাহ! চমৎকার মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা জানবেন।

৬| ২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মুহা: ইয়াসিন বলেছেন: বাহ, শৈশবের দারুণ স্মৃতিময় কবিতা।
শুভ কামনা কবি।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:২৫

ইসিয়াক বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা।

৭| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: এক টুকরো শৈশবের দেখা পেলাম। গতরাতে বাসায় চুরি হয়েছে।আজ সারাদিন থানা,ব‍্যঙ্ক করেই কেটেছে। একটা সিম আজ পেয়েছি কিন্তু এখন এক্টিভেট হয়নি।আগামীকাল আরো একটি সিম পেয়ে যাব।আবার নতুন করে ফোন কিনতে হবে।জানিনা পুরনো আইডি সব রিকভার করতে পারব কিনা। এই মুহূর্তে লগইন করেছি গিন্নির​ মোবাইল ফোন থেকে।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:২৯

ইসিয়াক বলেছেন:





গতরাতে ফেসবুকে খবরটি জেনে ভীষণ খারাপ লেগেছে। অন্য একটি আইডি দিয়ে আপনার কমেন্ট করাতে আমি ভাবলাম আপনি মজার ছলে মন্তব্য করেছেন। পরে বিস্তরিত জেনে ভীষণ খারাপ লেগেছে। এখন থেকে সাবধানে থাকবেন। কদিন আগে আমার বাসাতেও বেশ বড় আকারের চুরি হয়েছিলো। সময়টা খারাপ। চারদিকে অভাব অনটন।

৮| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:২৯

শায়মা বলেছেন: মার খেলে আর কার মনেই বা সুখ থাকে?

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৩১

ইসিয়াক বলেছেন:

ঠিকই তো মার খেতে সত্যি ভালো লাগে না।
শুভকামনা আপু।

৯| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:৩২

জগতারন বলেছেন:
আমি ছোট্ট কালে অনেক অনেক লাটিম (নাডাইল) ও মার্বেল (মাডবল) খেলিয়াছি।
অম্লান সুন্দর ও সুখকর সেই সব স্মৃতি আজও আমায় নিয়া যায় সেই দিনের কাছে।

লাটিম, মার্বেল এরকম আরো বেশ কিছু খেলার সৌভাগ্য আমার হয়নি।
আমার বাবা এসব নিয়ে খেলা একদমই পছন্দ করতেন না। অনেক পরে চেষ্টা করেছি লাটিম ঘুরাতে পারিনি।

কোন কোন বাবা যে এই কাজগুলি কেন করে বুঝি না।
আমার অভিমতঃ উপরে উল্লেখিত ঐ দুইটি খেলা সহ আরও বহু গ্রাম্য খেলা
ছেলে ও মেয়েদের চাঞ্চল্য, মুদ্ধিমত্ত্বা, শারিরীক সুস্থ্যতা ইত্যাদীতে অনেক অনেক সহায়তা করে।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২৭

ইসিয়াক বলেছেন:
চমৎকার অভিমত।
শুভকামনা।

১০| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:৩২

জগতারন বলেছেন:
আমি ছোট্ট কালে অনেক অনেক লাটিম (নাডাইল) ও মার্বেল (মাডবল) খেলিয়াছি।
অম্লান সুন্দর ও সুখকর সেই সব স্মৃতি আজও আমায় নিয়া যায় সেই দিনের কাছে।

লাটিম, মার্বেল এরকম আরো বেশ কিছু খেলার সৌভাগ্য আমার হয়নি।
আমার বাবা এসব নিয়ে খেলা একদমই পছন্দ করতেন না। অনেক পরে চেষ্টা করেছি লাটিম ঘুরাতে পারিনি।

কোন কোন বাবা যে এই কাজগুলি কেন করে বুঝি না।
আমার অভিমতঃ উপরে উল্লেখিত ঐ দুইটি খেলা সহ আরও বহু গ্রাম্য খেলা
ছেলে ও মেয়েদের চাঞ্চল্য, মুদ্ধিমত্ত্বা, শারিরীক সুস্থ্যতা ইত্যাদীতে অনেক অনেক সহায়তা করে।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

১১| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:৩৬

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা।

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২৯

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো মহী ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.