নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কৌতুহল

৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১


মেঘ যদি বলতো কথা, আমি শুধাতাম তারে।
কিসের ব্যস্ততায় তুমি ছুটে বেড়াও, নীল অম্বরে?

ফুল যদি বলতো কথা, আমি বলতাম তারে।
কোথায় পাও এমন সৌন্দর্য , বলোতো আমারে?

পাখির ভাষা যদি বুঝতাম, ছুটতাম তার কাছে।
শিখতাম যত মধুর সুর,তার কন্ঠে আছে।

নদীর জীবন বড়ই মনোরম,অবিরাম ছুটে চলা।
নদী হলে চলতে চলতে কাটতো আমার বেলা।

মেঘ, ফুল, পাখী, নদী, কেন থাকো এমন নির্বাক?
চিরকাল বুঝি নিজেকে দেখিয়ে,করতে চাও অবাক?

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: কবিতাটি পড়ে আমার কৌতূহল আরো বেড়ে গেল যে!!

খুব, খুব ভাল লেগেছে।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:০৫

ইসিয়াক বলেছেন:




অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় দাদা।
শুভকামনা।

২| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: বাহ ভাইয়া রোজ রোজ কবিতা.....

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:০৭

ইসিয়াক বলেছেন:



করোনার কারনে অন্য সব কাজ কম ,সেই কারণে এই সুযোগে একটু লিখতে চেষ্টা করা।
কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা।

৩| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:২৭

কবীর হুমায়ূন বলেছেন: যারা বুদ্ধিমান, তারা কম কথা কয়। মাঝে মাঝে বোবা হয়ে থাকে। তাই, মেঘ, পাখি, ফুল নদী, গাছ পাহাড় বড়ো চুপচাপ। ভালো লিখেছেন কবিতা। শুভ কামান।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৩০

ইসিয়াক বলেছেন:

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি। ভালো থাকুন সবসময়।
শুভকামনা।

৪| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৮

ঢুকিচেপা বলেছেন: বাহ্ খুব সুন্দর লাগলো।

প্রকৃতি কথা বলে না তারপরও আমাদের বিমোহিত করে রাখে, কথা বলতে পারলে তো আমাদের অবস্থা শেষ।
প্রকৃতি একটা বোবা শিক্ষক।

শুভেচ্ছা রইল।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯

ইসিয়াক বলেছেন:



ঢুকিচেপা আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

৫| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: নদীর চলা ভালো লেগেছে।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯

ইসিয়াক বলেছেন:



মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।

৬| ৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: লেখালেখি নিয়ে আপনার চিন্তা ভাবনা কি?

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৯

ইসিয়াক বলেছেন: কোন চিন্তা ভাবনা নেই। লোকে তো বলে গার্বেজ।

৭| ৩০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রকৃতি নিয়ে কবিতা আমার ভালো লাগে।

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১০

ইসিয়াক বলেছেন:


পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো। শুভকামনা

৮| ৩০ শে জুন, ২০২০ রাত ৯:১৯

নেওয়াজ আলি বলেছেন: চমকপ্রদ কথামালা

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১১

ইসিয়াক বলেছেন:

কৃতজ্ঞতা মহী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.