নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তোমার ছোঁয়ায় উষ্ণতা খুঁজতে গিয়ে,
নিজেকে হারিয়ে ফেলেছি আমি।
তোমার ঠোঁটে লাল গোলাপ রহস্য,
খুঁজতে গিয়ে,
নিজেকে সঁপে দিয়েছি আমি।
পৌষালী রোদে তোমায় আমি খুঁজতে খুঁজতে,
নগ্ন হয়েছি কখন যেন।
আদরের মোহে আমি, মগ্ন হয়েছি
কখন যেন।
তুমি এসে আবরণ হও আমার,
তুমি এসে ভালোবাসা হও আমার।
জলস্রোতে সিক্ত করো আমায়।
ভালাবাসার ছোঁয়ায় রিক্ত করো আমায়।
এই আমি কঠিন পাথরের মুর্তি হলাম।
০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৭
ইসিয়াক বলেছেন:
কি সর্বনাশ মূর্তি হওয়ার দরকার নেই।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
২| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৩
জোবাইর বলেছেন: মূর্তি হয়ে গেলে তো আর ভালোবাসার উষ্ণতা অনুভব করা যাবে না! কবিতা ভালো লেগেছে. ++
০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৫
ইসিয়াক বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।
৩| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: শেষ পর্যন্ত কঠিন পাথরের মূর্তি হওয়া!!!!
সুনীল গাঙ্গুলী তো যথার্থই লিখেছিলেন,
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি,
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়ে এসেছি একশো আটটা নীল পদ্ম,
তবুও বরুনা কথা রাখেনি।
বরুনারা এভাবেই চিরদিন অধরাই থেকে যাবে????
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১০
ইসিয়াক বলেছেন:
হা হা হা ...মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা প্রিয় দাদা।
শুভবিকাল
৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: স্বামী স্ত্রী এক অপরের পোশাক স্বরূপ। প্রেমিক প্রেমিকার ব্যাপারে আমি নিশ্চিত না।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১১
ইসিয়াক বলেছেন:
আপনি কি প্রেম করেন নি ?
৫| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও মগ্ন হয়েছি, নগ্ন হয়েছি
অবশেষ মূর্তি হয়েছি -
হায় ভালবাসা!
তবু তুমি অধরাই বুঝেছি
সুন্দর প্রকাশ
+++
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন:
কি কমু ? কিছু কমু না ?
৬| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৩২
শায়মা বলেছেন: অতি শোকে পাথর হয় শুনেছি তাই বলে ভালোবাসায়ও তুমি কঠিন পাথরের মূর্তী হবে ভাইয়া!!!
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৪
ইসিয়াক বলেছেন:
তবু যদি একটু কৃপা পাই।
৭| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কবিতার ছবিগুলোও যেন
এক একটা কবিতা। চমৎকার সমন্বয়
কাব্য ও চিত্রে!!
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৪
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ সহ শুভকামনা নুরু ভাই।
ভালো থাকুন সবসময়।
৮| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৩
জগতারন বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৯| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৪
জগতারন বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
১০| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৪
বিজন রয় বলেছেন: ৭ দিন পর এই কবিতাটি আপনি আবার পড়বেন।
দেখবেন আপনি নিজেই অবাক হবেন। এতটাই সুন্দর হয়েছে এই কবিতাটি।
এমনটাই চাই।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে সত্যি সত্যি মুগ্ধতা প্রিয় দাদা।
শুভকামনা।
১১| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ ভালো হয়েছে।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
১২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন:
কোথায় থাকেন?
১৩| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: মধুরিমা কেমন আছে বন্ধু? অনেকদিন তার কোনো খোঁজ খবর নাই?
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন:
মধুরিমা এখন শীত ঘুম দিচ্ছে। এখন ইরাবতীকে নিয়ে আছি ।
১৪| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:১৭
নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লেগেছে।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা রইলো মহী ভাই।
১৫| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: বন্ধু আপনি কোথায়?
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২১
ইসিয়াক বলেছেন:
এই তো!
১৬| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ লেখক -
মানুষ তো আসলে প্রেম করে না, প্রেমে পরে। আমি আমার বউয়ের সাথে প্রেম করি। বিয়ের আগে কেউ সুযোগ দেয় নাই। ছাগলের তিন নম্বর বাচ্চার মত অবস্থা ছিল।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৮
ইসিয়াক বলেছেন:
অবাক কান্ড! বিয়ের আগে প্রেমে আসল মজা। আপনি তো অনেক কিছু মিস করে গেছেন
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৪
আজাদ প্রোডাক্টস বলেছেন: পাঠ শেষে আমিও মূর্তি হয়ে গেলাম