নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সময় অন্তে যখন দম ফুরাবে
আমায় কি তখন পড়বে মনে?
থাকবে যখন লাশ খাটিয়ায়,
অশ্রু কি জমবে চোখের কোনে?
হয়তো না বুঝে বলেছি কত কথা,
সয়েছো কত অসংলগ্ন বাচালতা।
অযাচিত ভুল জীবনের বাঁকে বাঁকে,
অপ্রকাশিত বেদনা সযতনে লুকিয়ে থাকে।
ভুল সবই ভুল জীবনে প্রতি পল
মিছে মায়ার খেলা যত চলাচল।
আমি অতি সাধারণ,অতি নগন্য,
কিছু পারিনি করতে কারোই জন্য।
দেখার সাধ ছিলো, অদেখা রয়ে গেলো,
দিনান্তে এ তুচ্ছ জীবনপ্রদীপ নিভলো।
ছিলো কত ভুল, করেছি বিরক্ত,
ভুলকে ফুল ভেবে তবু করেছো সিক্ত।
কৃতজ্ঞতা জানাবার ভাষা গেছে হারায়।
সকলেই রয়ে যাবে অধমের ভালোবাসায়।
০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩১
ইসিয়াক বলেছেন:
অসাধারন গান।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
২| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ভুল সবই ভুল জীবনে প্রতি পল
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২২
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
৩| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: সব কিছু হারিয়ে গেলেও ভালোবাসা হারায় না। তাই আমাদের সব সময় ভালোবাসতে হবে। ভালোবেসে যেতে হবে।
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৩
ইসিয়াক বলেছেন:
ঠিক বলেছেন সুপ্রিয়।
৪| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:১৬
নেওয়াজ আলি বলেছেন: জয় হোক ভালোবাসার । জয় হোক মানবতার
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৩
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো মহী ভাই।
নিরন্তর শুভকামনা।
৫| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪১
মুহা: ইয়াসিন বলেছেন: ভালো লিখেছেন, ভাল থাকুন সর্বদা।
১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৪
ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা রই্লো ভাইয়া।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ আপনার কবিতা পড়ে আমার একটা গানের কলি মনে পরে গেল -
আমি চলে গেলে
পাষাণের বুকে লিখোনা আমার নাম
বিদায়ের আগে শুধু ওগো এই
মিনতি করে গেলাম
- সতীনাথ মুখার্জি