নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বিষাক্ত ভালোবাসা

১১ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৩



তোমায় যখন ভালো লেগেছিল
তখন ভাবিনি,
তোমার বিষাক্ত নখের আঁচড় খেতে হবে একদিন।

তোমায় যখন ভালোবেসেছিলাম
তখন ভাবিনি
তোমার কারণে,
অন্ধ কুঠুরিতে থাকতে হবে আমায় একদিন।

তোমায় যখন খুব করে চেয়ে,
গোলাপভেবে ঠোঁটে ঠোঁট রেখেছিলাম,
তখন ভাবিনি কাঁটা হয়ে ফুটবে বুকের মাঝে একসময়।

তোমায় স্বপ্নে বিভোর ছিলাম যখন,
তখন ভাবিনি,
তুমি এতোটা হিংস্র হতে পারো নিজের প্রয়োজনে,
রক্তাক্ত করতে পারো শিকারীপশুর মতো
আমার শরীর ও জীবনটাকে।


জানলে কখনোই আসক্ত হতাম না
তোমার বিষাক্ত ভালোবাসায়।




মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: কিছু কিছু নারীর পুরো শরীর জুড়ে থাকে শুধু বিষ। এদের থেকে সাবধান।

১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১২

ইসিয়াক বলেছেন:
হা হা হা ....বন্ধু মনে হচ্ছে রেগে আছেন?

২| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৬

জোবাইর বলেছেন: চমৎকার! আশা করি নব্য প্রেমিকেরা এই কবিতা থেকে শিক্ষা গ্রহণ করে একই ভুল করবে না। তারপরেও প্রেমের বেলায় মানুষ জেনেশুনেই ভুল করে :(। ভালোবাসায় আসক্ত হওয়ার আগে বুঝাও মুশকিল কোনটিতে বিষ আর কোনটিতে মধু :)

১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২০

ইসিয়াক বলেছেন:



ঠিক তাই ভালোবাসায় আসক্ত হওয়ার আগে বুঝাও মুশকিল কোনটিতে বিষ আর কোনটিতে মধু ।
নিরন্তর শুভকামনা।

৩| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৬

নূর আলম হিরণ বলেছেন: কাকে উদ্দ্যেশে করে উপমা গুলো, কোন ছেলেকে না কোন মেয়েকে?

১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন:

এ ক্ষেত্রে পাঠক তার নিজের মতো করে ভেবে নিতে পারে।আমি ছেলে বা মেয়ে বিভাজন করে কারো চক্ষু শূল হতে চাই না :D
নিরন্তর শুভকামনা।

৪| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিড়ালের আঁচড় আর ফুলের কাঁটা থেকে সবার সতর্ক থাকা উচিত। :)

১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৯

ইসিয়াক বলেছেন:


হা হা হা ঠিক তো। তবে কোন কোন সময় বিড়ালের আঁচড় আর ফুলের কাঁটার আঘাতও মধুর লাগে বৈকি ;)

৫| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রেম মানেই এই.........।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন:


পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভকামনা।

৬| ১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সত্যিই তো এ এক অনন্য বিষাক্ত।
শুভেচ্ছা প্রিয কবিকে।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪২

ইসিয়াক বলেছেন:



আপনার প্রতি শুভকামনা রইলো প্রিয় দাদা।

৭| ১১ ই জুলাই, ২০২০ রাত ৯:২০

নেওয়াজ আলি বলেছেন: আহরে এই করোনায় রোমান্টিক কবিতা । ভালো লাগে পড়ে

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫

ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো মহী ভাই।
শুভকামনা

৮| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: মধুরিমার কনো খোঁজ খবর আছে?

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

ইসিয়াক বলেছেন:


মধুরিমাকে নিয়ে লেখা আছে ব্লগে পোস্ট দেইনি। ফেসবুক ওয়ালে আছে। আপনি তো আর পড়তে যান না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.