নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ইরাবতীঃ আমারে তুমি গ্রহণ করো

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৭


আর কত রূপে দেখাবে তোমার
ত্রিকোনাকৃতি অভিমান।

বন্ধ দ্বার কেবলই
উদোম করে খুলে দেখতে মন চায়।

ইচ্ছামতির তীব্র আলোর লন্ঠন হয়ে,
প্রজ্জ্বলিত করতে মন চায়
তোমার আতলান্তিক ভূবন।

আবর্তিত স্রোতের মতো বিবর্তনশীল
তোমার রূপ, রস,দৃশ্য,চলন
হৃদয় অলিন্দ ছুয়ে রৌদ্র দেয় উঁকি।

ইরাবতী,
গ্রহণ করো,
এই আমারে,
আমি তোমার প্রাণের নাগর সখী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬

ফেনা বলেছেন: ভাল লাগা রইল।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩

ইসিয়াক বলেছেন:


পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।

২| ১২ ই জুলাই, ২০২০ রাত ৯:০৮

নেওয়াজ আলি বলেছেন: ইরাবতি বাদ এখন ফেসবুক গরম ডাঃ সাবরিনায়

৩| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: ধুরিমাকে বাদ দিয়ে এখন ইরাবতী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.