|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

"মিষ্টি খাবো,মণ্ডা খাবো"
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর বড্ড জ্বালাস
তোর যে দাঁতে পোকা।"
খোকা বলে,"কোথায় পোকা?
দেখি নাতো চোখে।"
মাঝে মাঝে ব্যাথা তবে
ওঠে থেকে থেকে।"
"খাস তো খুব। দাঁত মাজিস?
মানিস নিয়ম কিছু?
তাইতো ব্যধি সুযোগ বুঝে 
নিয়েছে তোর পিছু।"
"দাঁত তো মাজি,মাঝে মাঝে-
সমস্যাটা কি?
মিষ্টি খেলে দাঁতে ব্যাথা
কারণ বোঝাও দেখি?"
"মিষ্টি বড় ক্ষতিকারক
এনামেল নষ্ট করে।
 ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে
অকালে দাঁত  ঝরে।"
"এনামেল কি?বোঝাও এবার
ব্যাকটেরিয়া কি বলো।?
খাওয়াবে না তাইতে বুঝি
বকো এলোমেলো।"
"ইঁচড়ে পাকা গেলি এখন
বড্ড জ্বালাস তুই।
ব্যাথা হলে বদ্যি ডেকে
ফোটাবো তোকে সুই।"
"বললেই হলো ফের চালাকি?
ভাঙবো দেখো ঘাড়।
মিষ্টি  কিনে দিতেই হবে 
নেইতো কোন ছাড়।"
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:৪২
১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:৪২
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ মহী ভাই। শুভকামনা।
২|  ১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:২৮
১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: খোকারা খুব বায়না ধরে । তাদের বায়নার শেষ নেই।
  ১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:৪৩
১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:৪৩
ইসিয়াক বলেছেন: 
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
৩|  ১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:৪৫
১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:৪৫
করুণাধারা বলেছেন: খোকার হাসিটা চমৎকার। কবিতায় লাইক।
  ১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:৪৬
১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: 
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।
৪|  ১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৫:৩১
১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৫:৩৩
১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৫:৩৩
ইসিয়াক বলেছেন: 
পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
৫|  ১৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:০৪
১৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:০৪
ঢুকিচেপা বলেছেন: বাহ্ খুব সুন্দর।
  ১৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
১৫ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
ইসিয়াক বলেছেন: 
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা।
৬|  ১৫ ই জুলাই, ২০২০  রাত ১০:০২
১৫ ই জুলাই, ২০২০  রাত ১০:০২
কবীর হুমায়ূন বলেছেন: খোকার জন্য আনুন-
পোড়াবাড়ির চমচম আর কুমিল্লারই রসমালাই,
রাজশাহীর তিলের খাজা, বগুড়ার দই অনেক চাই।
রাজবাড়ির ঐ ক্ষীরের সন্দেশ, কিশোরগঞ্জের তালপিঠা।
যশোহরের খেজুর রসের নোলন গুড় যে খুব মিঠা।
শা’জাদপুরের পানতোয়া আর মুন্সীগঞ্জের আমিরতি,
নেত্রকোনার বালিশ মিষ্টি দে না আমায় থাল ভর্তি।
সুন্দর হয়েছে ছড়া। শুভ কামনা।
  ১৬ ই জুলাই, ২০২০  বিকাল ৫:১৫
১৬ ই জুলাই, ২০২০  বিকাল ৫:১৫
ইসিয়াক বলেছেন: 
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত ।কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা প্রিয় ছড়াকার।
৭|  ১৫ ই জুলাই, ২০২০  রাত ১০:৩১
১৫ ই জুলাই, ২০২০  রাত ১০:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি ছোটোবেলায় দেখছি ভীষণ কিউট ছিলেন।
আমিও মিষ্টি খাবো।না না কোনো অজুহাত শুনবো না। 
শুভেচ্ছা নিয়েন প্রিয় ইসিয়াক ভাই।
  ১৬ ই জুলাই, ২০২০  বিকাল ৫:২০
১৬ ই জুলাই, ২০২০  বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন: 
এটা মোটেও আমার ছবি না। আর আমি কখনো এমন দেখতে ছিলাম না। আমি ছিলাম আরো বেশি কিউট  প্রিয় দাদা আপনার ছোটবেলার ছবি দেখতে ইচ্ছা করছে।
  প্রিয় দাদা আপনার ছোটবেলার ছবি দেখতে ইচ্ছা করছে।
এই বয়সে আর আপনার মিষ্টি খেতে হবে না ডায়বেটিস হবে। তার চেয়ে বরং আমি গোটা পাঁচেক কালোজাম খাই  । আজ কিন্তু সত্যি পাঁচটি কালোজাম খেয়েছি।
 । আজ কিন্তু সত্যি পাঁচটি কালোজাম খেয়েছি। 
যাক মিষ্টি না  চলেন বিরিয়ানী খাওয়া যাক।সত্যি সত্যি।
 শুভকামনা রইলো।
৮|  ১৫ ই জুলাই, ২০২০  রাত ১১:৩০
১৫ ই জুলাই, ২০২০  রাত ১১:৩০
আকিব ইজাজ বলেছেন: হা হা হা 
ছড়ার ছন্দে ছন্দেও খোঁকার দাবী মানতেই হবে। তাতে যদি যায় দুটি দাঁত, তবুও। 
সুন্দর ছড়া।
  ১৬ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:২০
১৬ ই জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:২০
ইসিয়াক বলেছেন: 
আকিব ইজাজ  আপনাকে আমার ব্লগে স্বাগতম।   
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:০৭
১৫ ই জুলাই, ২০২০  বিকাল ৪:০৭
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা ।