নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এতোটা কাল পরে? পড়লো তোমার মনে?
শোক জানাতে এলে নিভৃত আলাপনে।
কি কথা আর তোমার সনে কবো,
মিছেমিছি দুঃখী আবার হবো।
যেমন যাচ্ছে যাক,তার চেয়ে বরং এই ভালো,
তোমায় ছাড়াতো কত দিন/রাত্রি পোহালো।
শুধু শুধু অকারণে কষ্ট বাড়াতে আর,
অভিসার হোক, চাইনা আরেকবার।
১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯
ইসিয়াক বলেছেন:
ছবিটাই ভালো লাগলো, কবিতার কথা কিছু বলুন। আপনার জন্যই তো ব্লগে কবিতা দেই।
২| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: মনে হয় কারেন্ট নাই। তাই হাত পাখা দিয়ে ছেলেটাকে বাতাস করছে। ঘরে কোনো জানালা নেই। দরজা লাগানো। আচ্ছা, দুপুরবেলা ছেলেটা মেয়েরটার ঘরে এলো কেন?
১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৮
ইসিয়াক বলেছেন:
অনেক আগে খুব ছোট বেলাতে যখন গ্রামের বাড়িতে যেতাম। তখন সুন্দর সুন্দর নকশা আঁকা তালপাতা ও কাপড়ের হত পাখা দেখতে পেতাম। যদিও অনেক গরমেও তেমন গরম লাগতো না। দখিন দুয়ারী বাড়ী তার ওপর কুড়ি ইঞ্চি ইটের গাঁথনীর ঘর। গরমকালে ঠান্ডা আর শীতকালে গরম। বসবাসের মজাই আলাদা ছিলো।
৩| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। কিন্তু অভিসার চলতে থাকুক। মানুষের জীবন অনেক ছোট। যতটুকু সুযোগ পাওয়া যায় আনন্দ করে নেওয়া উচিত। রাগ করে লাভ কি? রাগ করে শেষমেশ কিছুই পাওয়া যায় না।
১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২১
ইসিয়াক বলেছেন:
মধুরিমাকে নিয়ে কবিতা আরে বেশ কয়েকটি লিখেছি সামনে হয়তো ব্লগে দেবো। পাঁচশততম পোস্টটায় একটু অন্যরকমের আয়োজন করতে চাই ।এই একটু ভিন্নতা, কেমন হবে বলুন তো?
৪| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ৫ শ' তম পোষ্ট দিন। অগ্রীম অভিনন্দন জানিয়ে রাখলাম।
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৩
ইসিয়াক বলেছেন:
এতো অভিনন্দন কোথায় রাখি?
৫| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: আরো ১৪ টা পোষ্ট করার পর ৫ শ' তম পোষ্ট আসবে।
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৩
ইসিয়াক বলেছেন:
হুম
৬| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৯:১৮
নেওয়াজ আলি বলেছেন: অনেক দিন পর হলেও দেখা করতে এসেছে কারণ সে সত্যিই ভালোবাসে। অপরূপ মেয়েটি।
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন:
আমাকে কেউ ভালোবাসেনা।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: ছবিটা খুব সুন্দর দিয়েছেন। মেয়েটার হাতে হাতপাখা। আজকাল তো হাতপাখা দেখাই যায় না।
মেয়েটার মাথা ভরতি চুল। কপালে টিপও আছে। বাহ !