নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃঠিকানাবিহীন

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৯


-সেই তুমি এলে!
এতো দিন পরে? কেমন আছো প্রিয়তমা?
ওহ! চিনেছো তো আমায়?
আমি......নামটা নিশ্চয় বলে দেওয়া লাগবেনা।
নাকি মন থেকে মুছে ফেলেছো,ভালো থাকার আশায়।
-আমি চিনেছি অপূর্ব। উপহাস করছো? করো সমস্যা নেই। এসব আমার গা সয়ে গেছে।ভুলতে চেষ্টা করেছিলাম তোমায়।কিন্তু কেন যেন মন চায়নি তোমার মোহ থেকে মুক্তি নিতে।
-আমার মোহ......ঠিক বলছো তো, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না।তুমি বরবরই রহস্যের আবরণে মোড়া।
-কবেই বা আমার কথা তুমি বিশ্বাস করেছিলে,বলতে পারো? তুমি কখনো কি আমায় বুঝতে চেয়েছো?
-আবারো অভিযোগের ডালা খুললে?
-খুব বেশি ভুল কি বলেছি আমি?
-নাহ তোমার সাথে কথায় পেরেছে কে কবে?
-তীর্যক কথার ধার শেষ বেলাতেও গেলো না দেখছি।
-সেটাই তো আমার সম্বল নাকি বলো!
-বিয়ে করলে না কেন?
-সে খবরও রেখেছো দেখছি?
-সব খবর আমার রাখতে হয়।জানতে হবে না তোমার শেষ পরিনতিটা কি হলো।
-শেষ পরিণতি?শেষ পরিণতি তো মৃত্যু।তাই দেখতে চেয়েছিলে বুঝি।
-আহ অপূর্ব তুমি না বড্ড বেশি হৃদয়হীন।
-এখন তো শান্তি পেয়েছো?নাকি আমায় এভাবে দেখে হতাশ।আমি কিন্তু বেশ আছি।
-আর শান্তি! তোমার সাথে দেখা হওয়াটা ছিলো,আমার জীবনে সবচেয়ে বড় ভুল। আর বেশ যে আছো সে তো দেখেই বুঝতে পারছি।
-আমি যাচ্ছি। এতো কথা বলার সময় নেই আমার।
-এতো অভিমান কেন তোমার কবি?
-গরীবের অভিমান টুকুই শেষ সম্বল।আর কি বললে, কবি! বাই দা বাই আমি কবিতা লিখি সে কথা তোমায় কে বলল?
-তোমার কবিতাগুলো কিন্তু বেশ।
- তোমার ভালো লেগেছে?
-খুব একটা না।আমাকে ভিলেন বানিয়ে দিয়েছো।ছিঃ।
-অ।
-তোমার আমার সম্পর্ক এভাবে পাবলিকলি না প্রকাশ করলেই পারতে।
-নাম তো বদলে দিয়েছি।
-মানুষ সব বোঝে।ঘাস খায় না।
-আমার মনে হয় না।ওরা আমাকে পাগল প্রেমিক মনে করে।ভালোই লাগে।
-তুমি নিজেকে এতো নিচে নামাচ্ছো কেন?সেদিন তোমার কবিতা পড়ে ও বলল…..এসব হাবিজাবি লিখে কি মজা পায় কে জানে, এ নাকি আবার কবি।
- "ও" সেটা আবার কে?
-সব বুঝে নাটক করার অভ্যাস কবে ছাড়তে পারবে আমায় একটু জানাবে?
-সারমেয়রের লেজ তো হাজার মন ঘি দিয়ে টানলেও সোজা হবার নয়।
-তোমাকে কেউ খারাপ বললে আমার খারাপ লাগে।
-এটা তোমার দয়া।
-এভাবে বলতে পারলে?তোমার মন এতটাই পাষাণ?
-আজ একটা প্রশ্নের সঠিক উত্তর দিবে।মধুরিমা।
-বলো।
-তুমি কি আমায় সত্যি ভালোবাসতে?
-যে পুরুষ চোখের ভাষা পড়তে পারে না,তার সাথে ভালোবাসা বা প্রেম চলে না।
-বেশ অভিজ্ঞতা আছে দেখছি।
-আমি চললাম।তোমার সাথে কথা বলার রুচি আমার আর নাই। কোন কিছুতেই তো তোমার দেখি নূন্যতম আন্তরিকতা নেই।
-মধুরিমা.......
সব সময় মেয়েটি বড্ড বেশি অভিমানী।ও চলে গেলো। ঠান্ডা জলের ছিটায় হঠাৎ ঘুম ছুটে গেলো।ভালো করে তাকিয়ে দেখি মা ….... কিছুক্ষণ পরে বুঝতে পারলাম মধুরিমাকে স্বপ্নে দেখছিলাম।ভালো লাগছে,তবে বিষন্নতা মিশ্রিত ভালোলাগা ।জানালা দিয়ে উদাস চোখে তাকাতেই মেঘগুলো আমার মতো মনে হলো। উদ্দেশ্যহীন, ঠিকানাবিহীন।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনই হয়..
-তুমি কি আমায় সত্যি ভালোবাসতে?
-যে পুরুষ চোখের ভাষা পড়তে পারে না,তার সাথে ভালোবাসা বা প্রেম চলে না।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৩

ইসিয়াক বলেছেন:



পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।

২| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মধুরিমা ফিরে আসুক স্বপ্নেই

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৪

ইসিয়াক বলেছেন:


পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু।
শুভসন্ধ্যা

৩| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৫

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: মধুরিমা, অনেক সুন্দর নাম।
যে পুরুষ চোখের ভাষা পড়তে জানে না তার সাথে ভালোবাসা বা প্রেম চলে না।
কথা সত্যি।
কবিতায় ভালোলাগা।

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:০৩

ইসিয়াক বলেছেন:


সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ আপনাকে আমার ব্লগে স্বাগতম
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা।

৪| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

কল্পদ্রুম বলেছেন: ভালো লেগেছে।একটু মন খারাপের।
মধুরিমা অর্থ কি?

১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:৫২

ইসিয়াক বলেছেন:



মধুর = /বিশেষণ পদ/ মাধুর্যবিশিষ্ট, মনোহর। /বিশেষণ পদ/ স্ত্রীলিঙ্গ. মধুরা। /বিশেষ্য পদ/ মধুরতা, মধুরত্ব, মধুরিমা, মাধুর্য, মাধুরী।
নিরন্তর শুভকামনা।

৫| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:০৪

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো প্রিয় কবি।

৬| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। দারুন। প্রানবন্ত।

২০ শে জুলাই, ২০২০ ভোর ৬:২২

ইসিয়াক বলেছেন:



সারাদিন কোথায় ছিলেন? ব্লগে কম আসছেন কেন?

৭| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: মধুরিমাকে নিয়ে আপনি সুখে থাকুন এটাই চাই।

২০ শে জুলাই, ২০২০ ভোর ৬:২৩

ইসিয়াক বলেছেন:


সুখ কি তাই তো জানি না? কিভাবে সুখে থাকবো?

৮| ২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৮

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: মাঝে মাঝে মধুর স্বপ্ন দেখতে ভালই লাগে।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২১

ইসিয়াক বলেছেন:


নিঃশব্দ অভিযাত্রী আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।

৯| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা ভালো লাগছিল। এটাকে স্বপ্ন বানিয়ে ফেললে লেখাটা আসলে মূল্যহীন হয়ে পড়ে। আগে-পড়ে কিছু যোগ করে এটাকে একটা বাস্তব ঘটনার রূপ দিতে পারেন।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪০

ইসিয়াক বলেছেন:


লেখাটা আবার কোন এক সময় রি-রাইট করবো। আসলে ব্লগের সব লেখা খানিকটা রাফ বলতে পারেন।পরে সংশোধিত করা হবে।
শুভকামনা ভাইয়া।

১০| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: বন্ধু, বাইরে ছিলাম সারা দিন।
তাছাড়া নেট লাইনে সমস্যা।

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন:

হ্যাঁ নেই লাইনে সমস্যা। বিরক্তিকর।

১১| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




স্বপ্নগুলো অমন মধুরই হয় । কিন্তু চোখ মেললেই মনখানা মেঘেদের মতোই উদ্দেশ্যহীন যাত্রায় নেমে পড়ে।
লেখা ভালো হয়েছে।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.