নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আয় ছুটে আয় পঙ্খীরাজ,তুই যে দরকারী।
খুব প্রয়োজনে তোকেই চাই। কোথায় তোর বাড়ি?
শত চিন্তায় হয়রান আমি, বেলা বেড়ে গেলো।
ভাবনা যত ছিলো মনে সব জটলা পাকালো।
চল চল চল ছুটতে হবে,তেপান্তরের মাঠ।
ঠিক ঠাক খুঁজতে হবে,জোড়া দীঘির ঘাট।
জোড়া দীঘিতে ফুটেছে লক্ষ হাজার ফুল।
সেথায় থাকে রাজকন্যা নামটি তুলতুল।
রাজকন্যা বন্দী এখন রাক্ষসের ছলাকলায়।
বশীকরনের ফন্দিতে সে পাথর হয়ে রয়।
সারাবেলা প্রতীক্ষায় থাকে,থাকে সে আশায়।
বন্দী জীবন থেকে যদি, কেউ তাকে বাঁচায়।
সেই কারণে ছুটে চলা, ভর দিয়ে তোর পাখায় ।
বন্দী রাজকন্যার মুক্তির চাই, খুঁজতে হবে উপায়।
১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৫
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা। কালো যাদু বদলে বশীকরণ করে দিয়েছি। অন লাইনে স্কুলে পরীক্ষা চলছে তাই খুব ব্যস্ত । পরে কথা হবে।
নিরন্তর শুভকামনা।
২| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। প্রানবন্ত।
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু।
৩| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৪
নেওয়াজ আলি বলেছেন: অন্যরকম চিন্তায় অনবদ্য প্রকাশ ।
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৪
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মহী ভাই।
৪| ১৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: রূপকথার ছড়া
২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন:
হ্যাঁ রূপকথার ছড়া ভাইয়া।
ভালো লাগেনি?
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:১১
পদাতিক চৌধুরি বলেছেন: ছড়া তো বেশ ভালই লাগছিল কিন্তু মাঝে কালো যাদু এসে যে বিরম্বনায় ফেলে দিল। মিষ্টির ছড়ার মধ্যে এসব কালো জাদু কেন?