|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
খোকন সোনার মুখটি ভার
দুঃখ অনিঃশেষ।
মামণি তার হারিয়ে গেছে 
দূর পাহাড়ের দেশ।
বারে বারে মা'কে খোকা
এ ঘর ও ঘর খোঁজে।
নানান চিন্তায়,দুর্ভাবনায়
কান্নায় দু'চোখ ভেঁজে।
মা ফিরবে এই আশাতে 
অপেক্ষায় সে থাকে।
স্বপ্নের ঘোরে মামণি হঠাৎ 
নেয় যে বুকে তাকে। 
স্বপ্নে আসে বাস্তবে তো নয়,
কেন  মা এমন করে?
কত ভালো হতো যদি 
আসতো মা আবার ফিরে।
মা নেই যার সেই তো জানে, 
মা হারানোর জ্বালা।
মা বিনে  এই  জগৎ-সংসার
শত কন্টক মালা।      
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৫
২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৫
ইসিয়াক বলেছেন: 
ঠিক কথা বলেছেন বন্ধু। নিরন্তর শুভকামনা।
২|  ২২ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৬
২২ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৬
কামরুননাহার কলি বলেছেন: খুব সুন্দার কবিতা।++
  ২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৫
২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৫
ইসিয়াক বলেছেন: 
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভালো থাকুন সবসময়।
৩|  ২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৫
২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৫
করুণাধারা বলেছেন: কদিন আগে একজন ডাক্তার মহিলার ছবি দেখেছিলাম, সাথে এমন একটা ছেলে। উনি কোভিডে মারা গিয়েছিলেন। 
  ২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:২৬
২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:২৬
ইসিয়াক বলেছেন: 
কত বাচ্চা যে মা হারা হয়েছে এই করোনায় ভাবলেই মনটা ছটফটিয়ে ওঠে।
ভালো থাকুন আপু শুভকামনা।
৪|  ২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:৪৮
২২ শে জুলাই, ২০২০  বিকাল ৫:৪৮
মুক্তা নীল বলেছেন: 
কবিতা নিঠুর বাস্তবতা কত শিশু যে মারা হচ্ছে ভাবতেই গা শিউরে উঠে ।
  ২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৩:৫১
২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৩:৫১
ইসিয়াক বলেছেন: 
মানবজাতি বর্তমান সময়ে এসে এক ভিন্ন মাত্রার সমীকরণে দাড়িয়ে আছে। এতো কঠিন সময় মনে হয় এর আগে আর কখনো আসেনি।
৫|  ২২ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:৪৫
২২ শে জুলাই, ২০২০  সন্ধ্যা  ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: মা এর চেয়ে আপন কেহ নাই।
  ২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৩:৫২
২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৩:৫২
ইসিয়াক বলেছেন: 
সত্য বলেছেন প্রিয় কবি মায়ের মতো আপন কেহ নাই।
৬|  ২২ শে জুলাই, ২০২০  রাত ৮:১১
২২ শে জুলাই, ২০২০  রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: অন্যের মা দিয়ে মন ভরে না। শ্বাশুরি মা দিয়েও মন ভরে না। নিজের মা লাগে।
  ২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫০
২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫০
ইসিয়াক বলেছেন: 
অবশ্যই নিজের মা লাগে ।
৭|  ২২ শে জুলাই, ২০২০  রাত ১০:১৫
২২ শে জুলাই, ২০২০  রাত ১০:১৫
নেওয়াজ আলি বলেছেন: মায়ের একধার ........ ঋণের শোধ হবে না
  ২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৪
২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৪
ইসিয়াক বলেছেন: 
কোনদিনই শোধ হবে না। কোনভাবেই না।
৮|  ২২ শে জুলাই, ২০২০  রাত ১০:১৭
২২ শে জুলাই, ২০২০  রাত ১০:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়া ভালো হয়েছে
  ২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৯
২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৯
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
৯|  ২২ শে জুলাই, ২০২০  রাত ১০:২৪
২২ শে জুলাই, ২০২০  রাত ১০:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বিষন্ন ভালোলাগা।
তবে কবিতাটি ছোট সোনাকে নিয়ে হলেও আপনার শৈশবের ছবিটি কিন্তু ভারী চমৎকার। ভীষণ কিউট ছিলেন আপনি ।হহেহেহে
  ২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৯
২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৯
ইসিয়াক বলেছেন: 
আমি ছোটবেলাতে মোটেও কিউট ছিলাম না প্রিয় দাদা। আর আমার নিজের ছবিগুলো মোটেও  ভালো আসতো না। ছোটবেলা নিয়ে আরো অনেক অনেক কষ্ট আছে মনের মধ্যে কোন একদিন লেখায় পেয়ে যাবেন। যদিও কোন কোন লেখায় কিছু কিছু এসেছে ইতিমধ্যে।
১০|  ২৩ শে জুলাই, ২০২০  রাত ৩:২১
২৩ শে জুলাই, ২০২০  রাত ৩:২১
জগতারন বলেছেন: 
কবি ভাই আপনি কি নিজের মা'র কথা ভেবেই 
আজ আমাদের জন্য এমন একটি কবিতা লিখলেন ?
কবিতা ভালো লাগিল। 
ভালো থাকুন প্রার্থনা করি।
  ২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১০
২৩ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১০
ইসিয়াক বলেছেন: 
মা তো মা। মায়ের মতো আপন কেও না। কেমন আছেন স্বপন ভাই? ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫০
২২ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: মা শব্দটাই যেন কেমন!! একদম বুকে এসে লাগে।