![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
এক তলাতে থাকবে না সে,
দুইতলায় উঠা চাই।
তিনতলাটা ম্যাড়মেড়ে,ভাবলো,
আরো উপরে যাই।
চারতলা? এতো হাঁটুর ভাজ,
পাঁচতলা হয়তো ভালো।
ছয়তলাতে নিশ্চিত আরো মজা,
না থাক, সাততলাতেই চলো।
সাত তলাতে কদিন থেকে তৃষ্ণা আরো বাড়ে,
আটতলাতে উঠে তবে একটু হাঁফ ছাড়ে।
দেখে শুনে, বেড়িয়ে ঘুরে, আবার যে কে সেই,
এত উপরে উঠেও লোভীর সাধ মেটে নাই।
নয় তলাতো নির্মাণাধীন, রেলিং দেয়া নাই,
ইচ্ছে হলো তার, কেমন দেখায় নিচের আঙিনায়।
যেইনা উঁকি, খেলো ঝাকি, সটান কুপোকাত।
অতি লোভে তাঁতি বেচারা মৃত্যু মোলাকাত।
২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন:
আরে না না আপনাকে না লোভী মানুষের কথা বলেছি।
২| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৬
ঢুকিচেপা বলেছেন: এতো দেখি উপরে উঠতে উঠতে আকাশে উঠা।
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৮
ইসিয়াক বলেছেন:
আর তারপর একদিন প্রপাত ধরনীতল।
৩| ২৩ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়া ভালো হয়েছে। আমরা এমনটাই চাই
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রই্লো।
৪| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৮:১৬
নেওয়াজ আলি বলেছেন: এত এত চারিদিকে খুব খারাপ অবস্থা ।
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০
ইসিয়াক বলেছেন:
এই খারাপের মধ্যেই টিকে থাকতে হবে ,কি আর করা।
৫| ২৩ শে জুলাই, ২০২০ রাত ৯:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: আরে আরে একি করলেন? ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন?
তবে ক্যামেরাম্যানকে তারিফ করতেই হবে।দারুণ টাইমিং হয়েছে।
ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৫
ইসিয়াক বলেছেন:
গ্রহণ করলাম আপনার শুভেচ্ছা ।কিন্তু আপনার গল্পের পরের অংশ কোথায়?এতো দেরি করে দিলে মজা থাকে না। তাড়াতাড়ি পোস্ট দিন প্রিয় দাদা।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: আমি কিন্তু ছয় তলায় থাকি।