![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
বানের জলে ভাসছে বাড়ি
ডুবেছে ফসল মাঠ।
হারিয়ে যাচ্ছে সহায় সম্বল
হারাচ্ছে চেনা ঘাট।
শত শত লোক নিরাশ্রয়
চোখেরই নিমেষে ।
ক্ষুধার্ত শিশু বেঁচে আছে
প্রচণ্ড কায়ক্লেশে।
চারিদিকে জল আর্তের কোলাহল
তৃষ্ণার পানি টুকু নাই ।
ত্রানের আশা সেতো বৃথাই
কেউ তো দেখেনা ভাই।
একটু কি দয়া হয়না কারো
বানভাসি জনের তরে ।
সব হারিয়ে নিঃস্ব তারা ,
নিদারুণ ভাগ্যের ফেরে।
এদিকে মানুষের এত দুঃখ জ্বালা ,
হাহাকারে ভরা জীবন।
অপর দিকে চলে রঙ তামাশা
বিবেক বোধের মরণ।
চারদিক জুড়ে ঘোর অমানিশা
কবে দেখা দেবে ভোর,
শতশত লোক রয়েছে দূৃর্দশায় ,
কে নেবে কার খবর ?
দামি দামি বাড়ি ও গাড়ি
লক্ষ কোটি টাকার অলংকার ।
কি হবে তাতে ,যদি নাইবা হলো ,
আর্তের উপকার।
মানুষ যেখানে বানভাসি হয়ে ,
না খেয়ে কষ্টে মরে ।
উচুতলাদের বিলাস ব্যসন,
কত না খরচ আহারে।
ক্যাসিনো চালাও ,জুয়া খেলে যাও
খুশিতে ভাসো জোয়ারে।
পতিতা তোমার নিত্য সঙ্গী ,
কি সভ্য সমাজ আহারে!
নেশার পিছনে কত মজা কে জানে ,
কে বলবে কাকে?
ভাগ্যের ফেরে সব হারাতে পারো
চোখের পলকে?
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬
ইসিয়াক বলেছেন:
কি যে করুণ অবস্থা । দেখলে খারাপ লাগে। আমাদের এপাশে অবশ্য বন্যা হয় না।তবে ঢাকাতে ১৯৮৮ সালে ভয়ঙ্কর বন্যা দেখেছিলাম। বেশ কয়েকমাস স্কুল বন্ধ ছিলো।
স্কুলের ২য় সাময়িক পরীক্ষা শুরু হবে তার আগের দিন আমরা ক্লাসে।হঠাৎ দেখি প্রচন্ড চিৎকার চেঁচামেচি তারপর হাজার হাজার লোক । স্বাভাবিক ভাবে আমরা খুব ভয় পেয়ে গেলাম। এতো লোক মনে হলো স্কুলের তিনটা গেটই ভেঙে পেলবে। অনেক কষ্টে পুলিশ এনে আমাদের উদ্ধার করা হলো। নিমেষে পুরো স্কুল মানুষ আর মানুষে ভরে গেলো।
২| ২৪ শে জুলাই, ২০২০ রাত ৮:৫২
নেওয়াজ আলি বলেছেন: নদী খাল খনন করা দরকার । তারপরও আছে মরণ ফাঁদ ফারাক্কা ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে এত নদী। বাঁধ দিকে কুলানো যাচ্ছে না।