|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
অনেককাল পরে যদি 
হঠাৎ দেখা হয় তোমায় আমায়।
চিনে নেবো ঠিক তোমায় দু’চোখ দেখে!
ওচোখে যে হারিয়েছি আমার কুড়িটি বছর।
আমার বর্ষা,আমার বসন্ত আমার শীত প্রহরের দিনগুলো।
আমার শৈশব আমার কৈশর,
আমার দুরন্ত যৌবনের মধুময় ক্ষণগুলো।
তুমি আমায় কি চিনতে পারবে প্রিয়তমা?
চিনতে চাইবে তো?
আচ্ছা যদি চেনো তো কি দেখে চিনবে আমায়?
গেঁথেছো কি কোন চিহ্ণ মনের গহীনে?
নাকি মুছে ফেলেছো স্লেটে আঁকা লেখার মতো,
চিরতরে চিরকালের জন্য।
 ১৮ টি
    	১৮ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৮
২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৮
ইসিয়াক বলেছেন: 
কৃতজ্ঞতা রইলো লিটন ভাইয়া। 
শুভবিকাল
২|  ২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৫
২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।
  ২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৯
২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৯
ইসিয়াক বলেছেন: 
অনেক অনেক ভালো লাগলো। অনুপ্রাণিত হলাম ভাইয়া।
নিরন্তর শুভকামনা।
৩|  ২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৪
২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৪
ঢুকিচেপা বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা।
  ২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৮
২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৮
ইসিয়াক বলেছেন: 
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো। অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভকামনা।
৪|  ২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৫:২৮
২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৫:২৮
মিরোরডডল  বলেছেন: 
'ফুল ফোটা অধরে
এঁকে দেই সাদরে
মিষ্টি মিষ্টি প্রেমচিহ্ন'
কবিতার নামটা পছন্দ হয়েছে ।
  ২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৪
২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৪:৫৪
ইসিয়াক বলেছেন: 
 মন্তব্যে মুগ্ধতা রইলো।
শুভকামনা।
৫|  ২৫ শে জুলাই, ২০২০  রাত ৮:২২
২৫ শে জুলাই, ২০২০  রাত ৮:২২
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগা অবিরাম ।
  ২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৯
২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:০৯
ইসিয়াক বলেছেন: 
শুভকামনা রইলো।
৬|  ২৫ শে জুলাই, ২০২০  রাত ১১:০৫
২৫ শে জুলাই, ২০২০  রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: আগামী মাসেই শুরুতেই হয়তো আপনার ৫ শ' তম পোষ্ট পাবো?
  ২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১০
২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১০
ইসিয়াক বলেছেন: 
এমাসেই ৫০০তম পোস্ট হয়ে যেতো। কেন যেন এখন আর ব্লগে ভালো লাগে না।
৭|  ২৫ শে জুলাই, ২০২০  রাত ১১:০৬
২৫ শে জুলাই, ২০২০  রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।
  ২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১৭
২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১৭
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ বন্ধু
৮|  ২৬ শে জুলাই, ২০২০  সকাল ৭:৩৭
২৬ শে জুলাই, ২০২০  সকাল ৭:৩৭
শের শায়রী বলেছেন: অনেক দিন পর প্রিয় কবির কবিতা পড়লাম, যেন এক পশলা বৃষ্টি। ভালো থাকুন কবি।
  ২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১৮
২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:১৮
ইসিয়াক বলেছেন: 
কি যে খুশি হয়েছি প্রিয় ভাইজান তা বলে বোঝাতে পারবো না। 
নিরন্তর শুভকামনা।
৯|  ২৬ শে জুলাই, ২০২০  সকাল ১১:৪২
২৬ শে জুলাই, ২০২০  সকাল ১১:৪২
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।পড়ে ভালো লাগলো।
  ২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:২০
২৬ শে জুলাই, ২০২০  বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন: 
জাহিদুল ইসলাম ২৭ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৪:০৯
২৫ শে জুলাই, ২০২০  বিকাল ৪:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা