|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
নিবেদন
********
কংক্রিটের এই জনঅরণ্যে তোকেই খুঁজে ফিরি।
মিষ্টি প্রেমের স্বপ্নে ভাসাই জীবন নামের তরি।
কেন যে তুই আমার কথা একটুও ভাবিস না।
হৃদয় মাঝে কাজে অকাজে তোরই ভাবনা।
বৃত্ত সম গোল পৃথিবী, আমার প্রেমও গোল।
পড়বো দুজন একসাথে চল, প্রেম পাঠের ভুগোল।
অমর প্রেমের কাব্য হবে, আমাদের সম্পর্ক।
ভালোবাসার থাকবেনা দেয়াল,থাকবো সতর্ক।
নিয়তি
******
ঝড়ের দাপটে যে পাখিটির 
ডানা ভেঙে গেছে।
সে জানে না কি বিপদ তার সামনে 
অপেক্ষমান।
সে  আশা করে আবার সব ঠিক হয়ে যাবে। 
আবার সে উড়বে মুক্ত আকাশে।
আবার সে বাঁধবে নতুন বাসা।
আবার সে ব্যস্ত হবে দৈনিন্দন নিত্য কর্মে।
কিন্তু হায়
পাখির জীবন বড়ই কঠিন।
ডানা ভাঙা পাখি, 
সেতো শিকারীর ভোজ।
অসহায় পাখিটি জানে না
যে তার বিদায়ের সময় হয়ে গেছে।
এ যে তার নিয়তি। 
অচল পয়সা 
***********
জীবন চলার পথ মোটেও সহজ নয়।
বিপদবাধায় অনবরত ঠোক্কর খেতে হয়।
কাছের মানুষ বুঝলে ভুল মন হয় অস্হির। 
অভিমানের ঢেউ আছড়ে ভাঙে মনের দুই তীর।
বিনা কারণে দোষী হয়ে সন্মান ধূলাতে লুটায়।
বুকটা করে হাহাকার অন্তর জ্বলে যায়। 
দোষী আমি নই গো পৃথিবী দোষী আমি নই।
এই কথাটা কারে আমি কি দিয়ে বোঝাই। 
স্বার্থের এই পৃথিবীতে আমি অচল পয়সা।
মানির মান রক্ষা করো তুমি, আল্লাহ ভরসা। 
মান অভিমান 
************
বাদল বরিষণে মন আকুলায়। 
চকিত চাহনিতে সে বুঝি কিছু বলিতে চায়।
কি কথা বলিবে প্রিয়া মুখ ফুটে বলো।
চাঁদমুখে কোথেকে এতো লাজ এলো।
লাজবতী নাম দেবো নাকি মনো মিতা।?
চেয়ে দেখে, মনে আসে হাজারো কবিতা।
কবিতা লিখবো নাগো, শুনবো তোমার কথা।
তুমি যেন বর্ষাদিনের বাড়ন্ত কলমি লতা।
কলমিলতা কলমিলতা এবার কিছুতো বলো।
কেন কিছু বলোনা অভিমান কি হলো?
তবু কিছু বলো না,এতো বেশি ভাব,
ভালো নয় ভালো নয় তোমার এ স্বভাব।
অভিমানী যাই তবে তুমি ভালো থাকো।
মান কিছু আমারো হয় এটুকু জেনে রাখো।   
কচুরিপানা 
**********
জলে ভাসা জীবন  তার
জল বিনে না বাঁচে।
রৌদ্র বর্ষা সহ্য করে 
এভাবে টিকে আছে।
কোন এককালে এসেছিলো
বহুদূর হতে।
ভাটির দেশে রাজকন্যা হয়ে 
মুগ্ধতা ছড়াতে।
দেখেছো  কি কখনো তাকে
আপন খেয়ালে?
সে যেন আঁকা ছবি
জলের দেয়ালে।
জোয়ার ভাটায় ভেসে চলে
ঠাঁই ঠিকানার নাই খোঁজ। 
শিশির  মেখে আকাশ দেখে
কাটে সময় রোজ।
যখন সে ফোটায় ফুল
বেগুনি সাদা নীল।
রুপের পসরায় নতুন সাজে
সেজে ওঠে ঝিল।
মৌমাছি আর প্রজাপতি 
আহ্লাদি করে ওড়ে।
তাকে দেখতে নানান ছুতোয় 
আসে ঘুরে ফিরে।
 ১০ টি
    	১০ টি    	 +১/-০
    	+১/-০  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১০:২৬
২৮ শে জুলাই, ২০২০  রাত ১০:২৬
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ মহী ভাই।
২|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১১:১৬
২৮ শে জুলাই, ২০২০  রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৪:৫৫
০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৪:৫৫
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ।
৩|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১১:১৭
২৮ শে জুলাই, ২০২০  রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: আর মাত্র ৪ টা পোষ্ট পরে ৫ শ' তম পোষ্ট!!!
  ০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৪:৫৫
০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৪:৫৫
ইসিয়াক বলেছেন: 
হুম
৪|  ২৮ শে জুলাই, ২০২০  রাত ১১:২৮
২৮ শে জুলাই, ২০২০  রাত ১১:২৮
পারভীন শীলা বলেছেন: সব কটা কবিতা আগে পড়েছি।অনেক সুন্দর।
  ০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৪:৫৬
০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৪:৫৬
ইসিয়াক বলেছেন: 
ভালো লেগেছে জেনে ভালো লাগলো্। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
৫|  ৩০ শে জুলাই, ২০২০  ভোর ৫:০৭
৩০ শে জুলাই, ২০২০  ভোর ৫:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাগুলি ভালো লেগেছে।
  ০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৫:০৭
০১ লা আগস্ট, ২০২০  বিকাল ৫:০৭
ইসিয়াক বলেছেন: 
অনেক অনেক কৃতজ্ঞা রইলো পাঠে ও মন্তব্যে ভাইয়া। 
 ঈদ মোবারক
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২০  রাত ১০:২৪
২৮ শে জুলাই, ২০২০  রাত ১০:২৪
নেওয়াজ আলি বলেছেন: লিখেন ভালো।