নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
হৃদয়ে ব্যালকনিতে ফুটেছিলো এক গোলাপ।
সে আবদার করেছিলো,প্রেমিকার সাথে করবে আলাপ।
আমি বলেছিলাম , প্রিয়তমা যদি রাগ করে তখন কি উপায়?
বলল গোলাপ,ফুলকে বাসেনা ভালো এমন মানুষ কি হয়?
গোলাপের কথাতে তো আমি হেসেই মরি।
কতটা জ্ঞানী দেখো আমার গোলাপ সুন্দরী।
সব শুনে প্রিয়ার হলো ভীষণ মুখ ভার।
গাল ফুলে অভিমানে মারাত্নক আকার।
বললাম,
কি হলো কি বলেছি প্রিয়তমা তোমায়?
দোষ যদি করে থাকি প্রায়শ্চিত্তের উপায়?
প্রিয়া বলল,
গোলাপ হলো সুন্দরী, আমি বুঝি অসুন্দর?
থাকো তুমি গোলাপ নিয়ে কাঁটার ভিতর।
মনের কষ্ট মনে নিয়ে গোলাপ গেলো শুকিয়ে।
সীমাহীন দুঃখ নিয়ে আমি রইলাম তাকিয়ে।
এতো কেন হিংসুটে মেয়েগুলো হয়।
আমি বুঝি শুধুই তার আর কারো নয়?
০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪১
ইসিয়াক বলেছেন:
ঈদের শুভেচ্ছা আপু।
মন্তব্যে ভালো লাগা। শুভকামনা।
২| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২
ইসিয়াক বলেছেন:
ঠিক আপনার মনের মতো সহজ সরল।
আপনার মতো মানুষ হয় না।
৩| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
এই কবিতাটি যেমন ছন্দময় হয়েছে তেমনি এর বক্তব্যও সুন্দর।
শেষ দু'লাইন বাস্তবতায় অনবদ্য........................
০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৪
ইসিয়াক বলেছেন:
শ্রদ্ধেয় গুণীজন আপনার মন্তব্য পাওয়া আমার জন্য সৌভাগ্যের ব্যাপার।
আপনাদের দিকনির্দেশনা আমার চলার পথের পাথেয়।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২
মনিরা সুলতানা বলেছেন: আহারে !
ঠিক ই তো প্রেমিকা সব সময়, চাঁদ ফুল জোছনার চেয়ে ও সুন্দরী হয়। আর হিংসা ভালোবাসার প্রকাশ