নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রেম পাগলামি

০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬


তোর বুকের চাতালে ঘুমিয়ে ছিলাম।
শীতের রোদ মেখে।
তোর প্রেমিক এসে দেখে যাচ্ছিলো
আমায় থেকে থেকে।
আচ্ছা কি পেয়েছিস বলতো তোরা?
আমি কি ঘাটের মরা?
ভাবছিস হয়তো এই বুঝি আমার জীবন হলো সারা।
অতই কি সস্তা?
ছাড়বো না রাস্তা।
পেয়েছি যখন তোর খোঁজ।
এত দিন পরে,
ঠিক আমি দেনা পাওনা সব নেবো আদায় করে।
আমায় ঠকানো অতটা সহজ কখনোই হবে নারে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম চার লাইন পড়ে এইকাই শব্দ মনে এসেছে - "হায়হ্য়"!!

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন:



হা হা হা ...।কেমন আছেন ভাইয়া?

২| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক দিন পর এলাম, কিন্তু মন ভরলো না।
ওকে! পরে একদিন আরও ভালো কিছু খাবার পাবো সেই প্রত‍্যশায় রইলাম।
ঈদুল আযহার শুভেচ্ছা নিয়েন প্রিয় ইসিয়াক ভাই।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:১৭

ইসিয়াক বলেছেন:



আমি সত্যি দুঃখিত আপনার মন ভরাতে পারিনি বলে । এটা আমার ব্যর্থতা বলেই মেনে নিচ্ছি ,সামনেরবার নিশ্চয় আরো ভালোকরার চেষ্টা করবো। পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা। শুভকামনা।

৩| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: প্রেমে পাগলামি করা যায় কিন্তু সংসার জীবনে পাগলামি করা যায় না।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:২০

ইসিয়াক বলেছেন:


সংসারেই তো পাগলামি করবেন। মজা করবেন। কি সব বৃদ্ধ মানুষের মতো কথা বলেন।

৪| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:২০

ঢুকিচেপা বলেছেন: হা.. হা .. ইসিয়াক ভাই আজ যে গরম পড়েছে আপনার “শীতের রোদ মেখে।” পড়ার পর মনে হচ্ছে কিছুটা ঠান্ডা হলো।
এক কাজ করলে কেমন হয়...
পোস্ট করা প্রতিটা কবিতার সাথে আবৃত্তি করে লিঙ্কটাও দিলেন।

ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:২২

ইসিয়াক বলেছেন:




সত্যি কথা বলতে কি আমার গলাটা আবৃত্তির জন্য উপযুক্ত না। বিধাতা আমাকে এই ক্ষমতাটুকু দেননি। গলার স্বরটা যদি যথোপযুক্ত হতো তবে অবশ্যই আবৃত্তি করে শোনাতাম প্রিয় ভাই। শুভকামনা।

৫| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শরৎ বাবুর দেবদাস এর মতো শেষ পরিণতি যেনো না হয়রে ভাই।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:২৪

ইসিয়াক বলেছেন:





প্রিয় মাহমুদ ভাই ভাঙবো তবু মচকাবো না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শুভকামনা।

৬| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:২৫

ইসিয়াক বলেছেন: পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা।

৭| ০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি শিক্ষকতা করেন?
আমিও এক সময় শিক্ষকতা করতাম।
আমার এমপিও ছিল।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:২৮

ইসিয়াক বলেছেন:




হ্যাঁ সাজ্জাদ ভাই আমি শিক্ষকতা করি একটা কিন্ডারগার্টেন স্কুলে। আপনি শিক্ষক ছিলেন জেনে ভালো লাগলো।শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.