|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
যখন আঁধারের বুকে মুখ লুকিয়ে থাকা আলোর কণাগুলো চোখ মেলে তাকালো।
ঠিক তখনই দেখি তুমি নেই পাশে।
অভিমানে সরে গেছো অনেকটা দূরে।
বিশ্বাস করো, আমি কোন আঘাত করতে চাইনি।
আমি চাইনি তুমি চলে যাও,সরে যাও
দূর বহুদূর।
কেন অকারণ অভিমান বুকে জমা রেখে কষ্ট পাও?
কেন ভুল বোঝো?
আমার যে কষ্ট হয় তোমার অনুপস্থিতিতে।
আমার যে বুকফাটা হাহাকার বুকের মাঝে জাগে
তোমার বিহনে।
তোমার অবর্তমানে অকারণ চোখ ভেজে।
কেন বোঝোনা?
ফিরে এসো ফিরে এসো ইরাবতী।
ফাগুনের দিনে বিরহের আগুনে আর পুড়িয়ো না আমায়।
আমি নই কোন দাহ্য পদার্থ।
 ১০ টি
    	১০ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ৯:৩১
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ৯:৩১
ইসিয়াক বলেছেন: 
ঠিক বলেছেন ভাই। শুভকামনা জানবেন।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
২|  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ৯:২৭
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ৯:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: 

 ছবিতে আমার মন্তব্য আছে। ভোরের পাখি বুঝে নিন।
  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ৯:২৯
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ৯:২৯
ইসিয়াক বলেছেন: 
আমি অবাক ! আমি বিস্মিত ! আমি আনন্দিত ! আমি গর্বিত
৩|  ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১১:৪৬
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো। ইরাবতীর প্রজ্বলিত শিখা আলোকবর্তিকা হয়ে বয়ে চলুক পিপাসার্ত হৃদয়ে।
  ০৫ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪৮
০৫ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪৮
ইসিয়াক বলেছেন: 
শুভসকাল প্রিয় দাদা,
আশা করি কুশলে আছেন।পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো। 
#আপনার গল্পের পরবর্তী পর্ব তাড়াতাড়ি দিয়েন।অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। নিশ্চয় ডাকে সাড়া দিবেন।
নিরন্তর শুভকামনা।
৪|  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ১২:০৫
০৫ ই আগস্ট, ২০২০  রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: যে গেছে যাক। ফিরে আসার দরকার?
  ০৫ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪৯
০৫ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪৯
ইসিয়াক বলেছেন: 
দরকার আছে। আপনি বুঝবেন না 
৫|  ০৫ ই আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৭:৫৫
০৫ ই আগস্ট, ২০২০  সন্ধ্যা  ৭:৫৫
আমি সাজিদ বলেছেন: বার্মার ইরাবতী নদী দেখার খুব ইচ্ছে আমার।
  ০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:৪০
০৫ ই আগস্ট, ২০২০  রাত ৯:৪০
ইসিয়াক বলেছেন: 
চলুন প্রিয় সাজিদ ভাই একসাথে বেড়িয়ে পড়া যাক বার্মার ইরাবতী নদী উদ্দেশ্যে। খুব মজা হবে নিশ্চয়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ৯:১৪
০৪ ঠা আগস্ট, ২০২০  রাত ৯:১৪
ঢুকিচেপা বলেছেন: ইরাবতীদের ক্ষমতা অপরিসীম তারা পাথরে ফুল ফোটাতেও পারে আবার পাথর জ্বালাতেও পারে।