নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (১)
******************************
প্রেম ডোরে পড়লে ধরা চিত্ত উচাটন।
অদৃষ্টের সুতার বাঁধনে বাঁধা প্রেমিক দুটি মন।
প্রেম সে-তো বিষম ফাঁস, বিরহ যাতনা দীর্ঘশ্বাস।
আবার যখন মিলনকাল অসীম সুখে মন মাতাল।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (২)
******************************
চেনা নাই জানা নাই তবু কেন মোহ।
চকিতে অচিন কেন অবাক চোখে চাহ।
তোমারও চোখের ভাষায় মন আকুলায়।
অন্তর মাঝে ধুকপুক করে প্রাণ উছলায়।
কি কারণ হয়গো এমন? এ যে বিষম জ্বালা।
মন বিবাগী হইলো হঠাৎ, রইতে না একেলা।
প্রেম কাব্যঃমিলন বিরহ গাঁথা (৩)
******************************
প্রেম জ্বালায় জ্বলছি গো রাই,আমি তোমার কানাই।
সব বুঝেও অবুঝ তুমি কেমনে যে বোঝাই।
মায়ার ছলনে করিয়া যাদু দুর হতে শুধু হাসো।
আসো সখী আসো মনোমিতা,এই বুকেতে আসো।
তুমি বিনে জুড়াবেনা মোর বিষম প্রেমের জ্বালা।
তুমি আমার মন মন্দিরের আলোকিত নক্ষত্রমালা।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৪)
*******************************
চন্দ্রাহত মন আমার সৌন্দর্যের পূজারী।
চম্পক বরণ কন্যা তোমার নামটা কি জানতে পারি?
সুচিত্র বেনী দুখানি ঠিক যেন বনলতা।
মুখখানি তোমার দারুণ গড়ন অবিকল পান পাতা।
আঁখি দুটি সেতো স্বচ্ছ জলের শাপলা ফোটা ঝিল।
সৌন্দর্য তোমার বাড়িয়ে দিয়েছে ঠোঁট সংলগ্ন তিল।
তুমি প্রেমিকা ওগো মানসী আমি তোমার পূজারী।
সাড়া দাও প্রিয়া, শুনতে কি পাও ভক্তের আহা জারি।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৫)
***************************
যমুনার জলে নামিও না কন্যা এ জলে নাই ঠাঁই।
তুমি নিখোঁজ হইলে কন্যা কি হবে গো উপায়?
তুমি বিনে এ জীবন মম শূন্য একাকী।
মায়াময় এই রঙিন পৃথিবী পুরোটাই ফাঁকি।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৬)
******************************
নীপবনে বিরহী রাই একলা উদাস বসে।
মনে মনে অপেক্ষা তার কখন কৃষ্ণ আসে।
ওগো কানাই তুমি কেন এতো নিঠুর হও।
রাইকিশোরীর তুমি কি আপন স্বত্তা নও?
আসো কানাই আসো ফিরে বিনোদনী আকুল।
তোমা বিনে ভাসে রাইয়ের অশ্রু নদীর কুল।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৭)
*****************************
কুন্দ কুসুমে সাজাইলো রাধিকা তাহার কবরী।
ও রুপ দেখে কানাই কহে আহা মরি! মরি!!
শ্বেতবসনে শ্রী রাধিকার জোছনা ধোঁয়া মুখ।
সেই মুখপানে কৃষ্ণ চাহিয়া পায় অপার্থিব সুখ।
ও রাধিকা মুখটি তোলো আর কেন মুখ ভার।
এতদিনে কানু যে হইলো একান্ত তোমার।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৮)
*******************************
তিল এক দন্ড না দেখিলে তোমায়, মন মম আকুলায়।
তোমারে প্রিয় অন্তরধামে রাখিতে ইচ্ছা হয়।
মেঘ যামিনী সারা রাত্রি প্রহর তুমি তুমি তুমিময়।
তমসাচ্ছন্ন মম অন্তর জুড়ে, প্রিয় রইলা তুমি কোথায়?
কাহারে শোনাইবো আন্ধিয়ার রাত্রির বিষম বিরহ জ্বালা।
পিরীতি কখনো কখনো শুধু সুখ নয় সে বটে কন্টক মালা।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (৯)
****************************
তোমাকে ছোঁয়ার সাধে স্বপ্ন খুঁজে বেড়াই।
আকাশ পানে চেয়ে চেয়ে নিজেরে হারাই।
কবে পাবো তোমার দেখা? কোন অসীমের তীরে?
দিবসরজনী কাটে না আমার তোমার বিরহে।
প্রেম কাব্যঃ মিলন বিরহ গাঁথা (১০)
******************************
এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় দৃষ্টি গেল তোমার ওধারে।
মেঘ যামিনী তুমি আমার প্রিয় পদ্ম কলি।
সু উচ্চ চূড়া তুমি আমার মনের মিনারে।
ছিলে আছে থাকবে আজীবন অন্তরের অনুভবে।
এঁকেছো জলছবি তুমি ভালোবাসার কৌশলে।
হৃদয়ের প্রতিটি দেয়ালে দেয়ালে।
মুছবে না মুছবে না এ যে সাত জনমের বাঁধন।
১১ ই আগস্ট, ২০২০ সকাল ৭:০৫
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো ।
শুভসকাল
২| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:২২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতার বিষয়বস্তু ভালো লেগেছে।
১১ ই আগস্ট, ২০২০ সকাল ৭:০৫
ইসিয়াক বলেছেন:
কেমন আছেন ভাইয়া?
অনেকদিন পরে আপনাকে কবিতায় পেয়ে মন ভরে গেলো।
শুভকামনা রইলো।
৩| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: স্যরি পড়তে দেরী করে ফেললাম।
বাইরে ছিলাম সারাদিন। আজ সারা দিন আড্ডা দিলাম।
আপনি প্রেমিক পুরুষ। তাই আপনার গল্প কবিতায় বারবার প্রেম আসে।
১১ ই আগস্ট, ২০২০ সকাল ৭:০৬
ইসিয়াক বলেছেন:
ব্লগে আরো বেশি সময়দিন।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৮
ঢুকিচেপা বলেছেন: “মুখখানি তোমার দারুণ গড়ন অবিকল পান পাতা।
আঁখি দুটি সেতো স্বচ্ছ জলের শাপলা ফোটা ঝিল।
সৌন্দর্য তোমার বাড়িয়ে দিয়েছে ঠোঁট সংলগ্ন তিল।”
খুব ভাল লাগলো।