|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 
কতোটা বিবেক বুদ্ধিহীন না হলে, 
মানুষ নিজেকে এমন পৈশাচিক রুপে রুপান্তরিত করে। 
ধিক তাদের !
আমি ধিক্কার জানাই
সেইসব নরপশুদের প্রতি!! 
রাসেল,প্রিয় ভাই আমার।
নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে
যারা তোর বুকের রক্ত দিয়ে হোলি খেলতে একটুও দ্বিধা করেনি।
ধিক! ধিক!!ধিক!!!  সেই নরকের কীটদের। 
নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি আমরা তোর জীবনের।
তোর সুন্দর শৈশব,কৈশর,যৌবনের।
প্রিয় ভাই 
না জানি কতটা কষ্ট দিয়ে তোকে ওরা আশার ছলনে ভুলিয়ে 
অবশেষে তোর রক্ত শুষে, 
পৈশাচিক নৃত্যে মেতেছিলো ওরা।
আমি দেখিনি,তোর কষ্টগুলো।
আমি দেখিনি তোর কান্না।
আমি দেখিনি, 
থরে থরে পড়ে থাকা ছিন্ন ভিন্ন প্রিয় আপন লাশের মাঝে 
বিভৎস বিকৃত অবয়বসমূহ।
তবুও অনুভব করি অন্তর থেকে,
প্রিয় বাবা, মা ,চাচা ,ভাই ভাবীসহ আরো অনেকের লাশ দেখে,
তোর সীমাহীন কষ্টের অনুভূতি কি হয়েছিলো।
আমি যেটুকু শুনেছি,
যা জেনেছি।
সেটুকুতেই আমার গায়ের লোম আজো দাড়িয়ে যায়,
নিদারুণ ভয়ে আর আতঙ্কে। 
হে সাহসী ছোট্ট বালক 
তোর ছোট্ট প্রাণে কি করে ধরেছিলি এতোগুলো কষ্ট?
আমি এখনও শুনতে পাই তোর চিৎকার,
সকরুণ আর্তনাদ
’আমি মায়ের কাছে যাবো! 
’আমি মায়ের কাছে যাবো!
আমি চোখ বুঝলে বুঝি, 
এখনো দেখতে পাই
তোর ঝলসে যাওয়া পা,
তোর মস্তকবিহীন দেহটা।
উফ! ওরা কি মানুষ! 
ওরা তো পশুর চাইতে অধম।
ওরা তো জাতীয় বেইমান।
জাতির লজ্জা।
নয়তো এগারো বছরের ছেলের সাথে কি নিয়ে থাকতে পারে তাদের শত্রুতা?
আমি ক্ষমা চাই।
আমি করজোড়ে ক্ষমা চাই তোর কাছে ।
আমি বাঙালি জাতির হয়ে ক্ষমা চাই তোর কাছে প্রিয় ভাইটি।
নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি আমরা তোর জীবনের।
তোর সুন্দর শৈশব,কৈশর,যৌবনের।
প্রার্থনায় রাখি তোকে সর্বদা,
ওপারে ভালো থাকিস ভাই আমার। 
ভালো থাকিস সর্বদা।
©️ মোঃ রফিকুল ইসলাম
 ১৭ টি
    	১৭ টি    	 +৫/-০
    	+৫/-০  ১১ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৩৭
১১ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৩৭
ইসিয়াক বলেছেন: 
শিশুরক্ত
-সুনীল গঙ্গোপাধ্যায়
রাসেল, অবোধ শিশু, তোর জন্য
আমিও কেঁদেছি
খোকা, তোর মরহুম পিতার নামে যারা
একদিন তুলেছিল আকাশ ফাটানো জয়ধ্বনি
তারাই দু’দিন বাদে থুতু দেয়, আগুন ছড়ায়-
বয়ষ্করা এমনই উন্মাদ।
তুইতো গল্পের বই, খেলনা নিয়ে
সবচেয়ে পরিচ্ছন্ন বয়সেতে ছিলি!
তবুও পৃথিবী আজ এমন পিশাচি হলো
শিশুরক্তপানে তার গ্লানি নেই?
সর্বনাশী, আমার ধিক্কার নে!
যত নামহীন শিশু যেখানেই ঝরে যায়
আমি ক্ষমা চাই, আমি সভ্যতার নামে ক্ষমা চাই।
  ১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪১
১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪১
ইসিয়াক বলেছেন: 
শুভ সকাল প্রিয় দাদা পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভকামনা।
২|  ১১ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৫৫
১১ ই আগস্ট, ২০২০  সকাল ৮:৫৫
শামছুল ইসলাম বলেছেন: নিষ্পাপ রাসেলকে নিয়ে হৃদয়স্পর্শী কবিতা।
সেই নরপিচাশদের ঘৃণা জানাই।
  ১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪০
১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪০
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ ভাইয়া।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভসকাল
৩|  ১১ ই আগস্ট, ২০২০  সকাল ১০:৩৬
১১ ই আগস্ট, ২০২০  সকাল ১০:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ধিক্কার জানাই
সেইসব নরপশুদের প্রতি!!
আমিও
  ১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪২
১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪২
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ ভাইয়া। 
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
৪|  ১১ ই আগস্ট, ২০২০  সকাল ১০:৫৯
১১ ই আগস্ট, ২০২০  সকাল ১০:৫৯
কলাবাগান১ বলেছেন: এই ব্লগেই আছে এই নিস্পাপ শিশুকে হত্যার জন্য উল্লাস প্রকাশ করার লোকজন।
  ১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪৩
১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪৩
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ ভাইয়া।
পাঠে মন্তব্যে লাইকে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসসময়।
কৃতজ্ঞতা জানবেন।
শুভসকাল।
৫|  ১১ ই আগস্ট, ২০২০  বিকাল ৩:৫০
১১ ই আগস্ট, ২০২০  বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: প্রচন্ড বেদনাদায়ক কবিতা। 
একদম বুকে এসে লাগে।
  ১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪৪
১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৪৪
ইসিয়াক বলেছেন: 
হ্যাঁ প্রচন্ড বেদনার স্মৃতি। কিন্তু সবার কাছে কি বেদনাদায়ক? মনে হয় না।
শুভকামনা।
৬|  ১১ ই আগস্ট, ২০২০  রাত ৯:২২
১১ ই আগস্ট, ২০২০  রাত ৯:২২
আল ইফরান বলেছেন: ৭৫' হচ্ছে বাংলার লাল-সবুজের জমিনে এক চিরস্থায়ী কলংক। ক্ষমতা থেকে উৎখাত করার জন্য যারা এই ঘৃণ্য পথ বেছে নিয়েছিলো ভাগ্যের নির্মম পরিহাসে তাদের অধিকাংশের কপালেই নিজ সন্তানের আদর-স্নেহ-ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আর হয়ে ওঠে নি।
  ১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৫৭
১২ ই আগস্ট, ২০২০  ভোর ৬:৫৭
ইসিয়াক বলেছেন: 
 ধন্যবাদ ভাইয়া।পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।
৭|  ১১ ই আগস্ট, ২০২০  রাত ১০:০৬
১১ ই আগস্ট, ২০২০  রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: আমি চাই শেখ হাসিনা এই কবিতা টা পড়ুক।
  ১৬ ই আগস্ট, ২০২০  রাত ৯:২২
১৬ ই আগস্ট, ২০২০  রাত ৯:২২
ইসিয়াক বলেছেন: 
ব্লগে এখন আর কেউ কবিতা পড়ে না । তাই কবিতা পোস্ট দেই না।
৮|  ১১ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫৪
১১ ই আগস্ট, ২০২০  রাত ১০:৫৪
জোবাইর বলেছেন: ১১ বছরের বালককে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার মিথ্যা প্রলোভন দিয়ে যারা নৃশংসভাবে হত্যা করেছিল তারা কত বড় নির্মম ও অমানুষ ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর যারা এই গর্হিত নির্মম হ্ত্যাকান্ডকে সমর্থন করে তারাও সুস্থ মানুষ নয়। শোকগাঁথা কবিতায় ++।
  ১৬ ই আগস্ট, ২০২০  রাত ৯:২৪
১৬ ই আগস্ট, ২০২০  রাত ৯:২৪
ইসিয়াক বলেছেন: 
পাঠে  মন্তব্যে ও লাইকে অনেক কৃতজ্ঞতা। পাঠক সংকটে এখন আর পোস্ট দিতে ইচ্ছা করে না। শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২০  সকাল ৮:২৬
১১ ই আগস্ট, ২০২০  সকাল ৮:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: নিদারুণ কষ্টের কথা।
কাব্যে বিষণ্ণ ভালো লাগা।
সব কালে সব সমাজে এই পিশাচরা সক্রিয়। আমরা চিনতে না পেরে ওদের খপ্পরে পড়ে জীবনকে বিপন্ন করে তুলি।
সমস্ত রাসেল ও তাদের পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।