নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অণু গল্পঃ আকাশ মেঘের মান অভিমান।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২০


এই আকাশ শোন?
-কি?
- আমি তোর কাছে এসেছি, তোর বুকে ভাসবো বলে।
-ভালো।
-শুধু ভালো।
-কত মেঘই তো আসে যায় প্রতিদিন তোর মতো।ওসবে আমার কিছু যায় আসে না।
-তোর বড় অহংকার রে।
-এতে অহংকারের কি হলো?
-একারণেই বুঝি তোর বুকে মেঘেরা চিরস্থায়ী নয়।ক্ষনে আসে আর ক্ষনে হারায়।
-তাই বুঝি?
-তুই কাউকে বুঝতে চাস না কেন?
-কে জানে? হয়তো..........
-আমিও ঝরে যাবো থাকবো না তোর বুকে।তোর বুকে প্রেম নেই আছে প্রয়োজন।ভালোবাসা যেখানে থাকেনা সেখানে থাকা যায় না।
আকাশ কোন উত্তর দেয় না।কোন ভ্রুক্ষেপ নেই যেন তার।
অতপর শত অভিমান নিয়ে মেঘ বৃষ্টি হয়ে ঝরতে লাগলো অসীম আক্ষেপে।পৃথিবীর বুকে আশ্রয় খুঁজতে লাগলো ফোঁটায় ফোঁটায়।
আকাশ তবু উদাসী।বেদনার নীল রং ধারণ করে বসে আছে যে সে, সবাইকে দুঃখ দেবার জন্যই বুঝি।
নিত্য যে পায়।সে বোঝেনা না থাকার জ্বালা।মূল্য দেয় না অন্যের চাওয়া পাওয়ার। তাই তার কাছে অতি মূল্যবান বস্তু তুচ্ছতাচ্ছিল্যতায় পরিগনিত হয়।

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪০

প্রেক্ষা বলেছেন: অনেক সুন্দর হইছে। অণুগল্প সাধারণত এত সুন্দর ভাবে কেউ ফুটিয়ে তুলতে পারে না।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক অনুপ্রণিত হলাম আপু আপনার মন্তব্যে।শুভকামনা রইলো।

২| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৭

প্রেক্ষা বলেছেন: আসলেই অনেক ভালো হয়েছে।
আপনাকে মজার একটা কথা বলি,আমার কিপ্যাডের চার্য শেষ আর কিপ্যাড কানেক্ট না করলে তো অভ্র ইউজ করে টাইপ করা যায় না। কিন্তু আপনার লিখাটা এতই ভালো হয়েছে যে আমি ভার্চুয়াল আর ফোনেটিক কি বোর্ড গুতোগুতি করে মন্তব্য লিখেছি। 8-|

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫৩

ইসিয়াক বলেছেন:


প্রেক্ষা আপনার আন্তরিক মন্তব্যে মন ছুঁয়ে গেলো।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।

৩| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা । সুন্দর করে ভাবটা প্রকাশ পেয়েছে

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫৩

ইসিয়াক বলেছেন:

শুভ সকাল মহী ভাই।

৪| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর।

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫৪

ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় সাজ্জাদ ভাই।
সুপ্রভাত

৫| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ভালো লেগেছে। +++

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫৫

ইসিয়াক বলেছেন:


কৃতজ্ঞতা জানবেন। আপনাকে পাশে পেয়ে অনুপ্রাণিত হলাম।

৬| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫৫

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ বন্ধু।

৭| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: ভালোই, এমন লেখা আরো লিখতে থাকুন, তাহলে লেখার গভীরতা ও লেখকের দক্ষতা বাড়বে।
লাইক!

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫৬

ইসিয়াক বলেছেন:


গঠন মূলক মন্তব্যে ভালো লাগা।
নিরন্তর শুভকামনা রইলো।

৮| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: অনুগল্প! কিন্তু আমার কাছে যে গদ্য কবিতা মনে হয়েছে। তবে সে যাই হোক বেশ লাগলো।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫৮

ইসিয়াক বলেছেন:

মনে এলো তাই লিখে ফেললাম।কি হলো কে জানে ;) ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় দাদা।
শিউলি ফুলের শুভেচ্ছা রইলো।
শুভ সকাল।

৯| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, দেশ লিলিপুট হয়ে গেছে, বাচ্চাদের হাতের লেখাও সাহিত্য হিসেবে আসছে।

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৬:০৪

ইসিয়াক বলেছেন:

আমার পাতায় সু-স্বাগতম কাকু।
#এতোদিন পরে কোথায় একটু অনুপ্রেরণামূলক মন্তব্য করবেন তা না করে ;)
# আমি জানি আমার কোন লেখাই আপনার পছন্দ নয়। তো কি আর করা। কষ্ট করে পড়ুন। নিশ্চয় সময়টা ভালো কাটব। আর আমি তো বাচ্চা, তাই বাচ্চাদের মতোই লিখি।
শুভসকাল।

১০| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৬

ঢুকিচেপা বলেছেন: দুর্দান্ত হয়েছে ইসিয়াক ভাই।
চালিয়ে যান।

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৬:০৬

ইসিয়াক বলেছেন:


পাশে থাকার জন্য ও অনুপ্রেরণা দেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন প্রিয়।
নিরন্তর শুভকামনা।

১১| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:০৬

শায়মা বলেছেন: বাহ ভাইয়া আকাশ আর মেঘের ভালোবাসাবাসি!!!

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৬:০৭

ইসিয়াক বলেছেন:

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু। শুভকামনা।

১২| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৫

ঘরহীন বলেছেন: বেশ ভালো লাগা গল্প। সুন্দর।

১৭ ই আগস্ট, ২০২০ ভোর ৬:০৮

ইসিয়াক বলেছেন: ঘরহীন আপনাকে আমার ব্লগে স্বাগতম।
গল্প ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইলো।

১৩| ১৭ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০৩

নতুন নকিব বলেছেন:



চমৎকার লিখেছেন। অনুগল্প হিসেবে যথার্থ।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪২

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো। মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
শুভকামনা।

১৪| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: আমার এক শিক্ষক সব সময় বলতেন- সময় পেলেই আকাশ দেখবে। মন ভরে আকাশ দেখবে।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৬

ইসিয়াক বলেছেন:


আকাশ দেখা ভালো।

১৫| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৫

ভুয়া মফিজ বলেছেন: ঘটনা তো বুঝলাম; কিন্তু আপনে কোনটা......আকাশ নাকি মেঘ? একটু খোলাসা করলে আরো ভালো কইরা মন্তব্য করতে পারতাম। যাইহোক, আকাশ হইলে বলবো, মন খুইলা প্রেম করেন। ভাব ধইরা থাইকেন না।

আর মেঘ হইলে বলবো, ছ্যাচরামী করার দরকার কি? যে আসার, সে এমনেই আসবে। না তেলানোই ভালা!! :P

একটা সত্যি কথা বলি। আপনার যে লেখাগুলো আমি মনে করতে পারি, তার মধ্যে এটাই সেরা। বানান আর ভাব প্রকাশে কিছু ছোটখাটো সমস্যা আছে, কিন্তু লেখার গুনে সেগুলো উপেক্ষা করাই যায়। হাত খুলছে আপনার। আরো খুলুক!! :)

@পদাতিক চৌধুরিঃ আপনেগো স্বভাব পাল্টাইলো না। লেখক কইছে গল্প, তাও আপনেরা জোর কইরা হেইডারে কবিতা বানাইবেন। আমারে দেখছেন কোনদিন কবিতারে গল্প কইতে? B-)

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫০

ইসিয়াক বলেছেন:

মন্তব্যই তো একখান পোস্ট দেখি :( !
৥আমি আকাশও না মেঘও না। আমি আমিই। এই বয়সে প্রেম করলে মাইর ছাড়া কপালে আর কিছুই নাই।খামাখা বদ বুদ্ধি দেন ক্যান B:-/ ?
মন্তব্যে ভালো লাগা।
:P

১৬| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৯

নীল আকাশ বলেছেন: এটা লেখা যে ভাল হয়েছে সেরতা আমি আগেই বলেছিলাম।
এই ধরণের লেখাকে আমি কথোপকথন ক্যাটাগরিতে ফেলে দেই।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫০

ইসিয়াক বলেছেন:


মন্তব্যে অনুপ্রাণিত হলাম। নিরন্তর শুভকামনা।

১৭| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০২

কল্পদ্রুম বলেছেন: আমার কাছে ভালো লেগেছে।সুন্দর ভাষা।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫১

ইসিয়াক বলেছেন:

কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে পেলাম। শুভকামনা জানবেন।

১৮| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮

তারেক ফাহিম বলেছেন: আকাশ আর মেঘের কথোপকথন ভালোই সাজালেন।

পোস্টে ভালোলাগা।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫২

ইসিয়াক বলেছেন:


পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
নিরন্তর শুভকামনা রইলো।

১৯| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৬

জাওয়াত আররাজ বলেছেন: হায়, আকাশ! :)

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৩

ইসিয়াক বলেছেন: জাওয়াত আররাজ আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.