নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
একদিন যদি হারিয়ে যাই
গভীর গোপনে।
তুমি কি তখন অনুভবে আমার বৃষ্টি হয়ে ঝরবে?
আমি জানি ঝরবে।
কি হয় পায়ে যদি নুপুর না থাকে?
না থাকে নাকছাবি,চুড়ি অথবা লাল শাড়ি।
তাতে কি প্রেমের মরণ হবে?
হবে না'গো হবে না।
মনের মরণ হয় না'কো কখনো।
হৃদয় যেখানে হারিয়ে গেছে ঝুম প্রণয়ে,
সেখানে কি এতো সহজ ভালোবাসার মরণ?
ভালোবাসা মরে না'কো সিঁথির সিঁদুর মুছলে।
ভালোবাসা মরে না'কো কঙ্কন ভাঙলে।
ভালোবাসা মরে না'কো সাদা থান পরলে।
ভালোবাসা সেতো থাকে অন্তরে অন্তরে।
১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৪
ইসিয়াক বলেছেন:
কেমন আছেন লিটন ভাই? পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
২| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: এত দাদা চলছে এরকম-------- আপনি
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১০
ইসিয়াক বলেছেন:
আমি ভালো আছি। ভালো আছেন জেনে ভালো লাগলো।শুভকামনা।
৩| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা মরেনা
সেতো থাকে অন্তরে অন্তরে
অনন্তকাল ধরে.....
সুন্দর কাব্য ও ছবি।
২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২৬
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ রইলো মাইদুল ভাই।নিশ্চয় ভালো আছেন?
শুভসকাল।
৪| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। সহজ সরল সুন্দর।
২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২৬
ইসিয়াক বলেছেন:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। পাশে থাকাতে অনুপ্রাণিত হলাম।
৫| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: আপনার হাতে প্রেম ভালোবাসার কবিতা গুলো ভালো আসে।
২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৩০
ইসিয়াক বলেছেন:
কে জানে।নেই কাজ তো খই ভাজ।
৬| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো
২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৩১
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদসহ কৃতজ্ঞতা রইলো। পাশে থাকাতে অনুপ্রাণিত হলাম। শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই ভালবাসা মরেনা অনেক শুভেচ্ছা রইল কবি দা