নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সৌরভ

২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:১১


অরুণ আলোর কোমল স্পর্শে মুগ্ধ পৃথিবী।
ফুল পাখি সব নিজের মতো আঁকছে নানা ছবি।

নীল আকাশের নীলিমায় সাদা মেঘের ভেলা,
মহাকলরবে চলছে সেথায় মান অভিমান খেলা।

কাশ ফুটেছে কাশ বনেতে সাদা রঙের পেখম,
মত্ত প্রেমের তীর ছুড়েছে হৃদয় করেছে জখম।

নীপবনে মলিন কদম, স্তিমিত বাদল ধারা,
সেই লগনে কুমুদ বনে দারুণ পড়েছে সাড়া।

ভ্রমর অলির উন্মত্ততা চেয়ে দেখে কমলিনী,
হাজার রঙের সোহাগ মেখে দুরন্ত গরবিনী।

মাতাল হাওয়া ও মাতাল হাওয়া শরৎ এলো নাকি?
আয় তবে চল শিউলি ঝরা ক্ষণে ফুলের সৌরভ মাখি।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৭

ইসিয়াক বলেছেন:

অনেক ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে আপু।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।

২| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন:


শুভকামনা রইলো, ভালো থাকুন সবসময়।

৩| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ বন্ধু।

৪| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আপনি সহজ সরল মানুষ তাই আপনার কবিতাও সহজ সরল হয়।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৯

ইসিয়াক বলেছেন:

জটিল কবিতা আমার কাছে ধাঁধা মনে হয়।

৫| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৯

ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ মহী ভাই্

৬| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

অজ্ঞ বালক বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৯

ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভেচ্ছা রইলো।

৭| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: শরতের সৌরভে সুরভিত হোক ক্ষণে ক্ষণে...
কাব্যে ভালোলাগা।
সরি বেশ কিছু মিস হয়ে গেছে।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪০

ইসিয়াক বলেছেন:

আমিও সরি দেরিতে উত্তর দেওয়ার জন্য। তার প্রতিফল কিছুটা আচ করতে পারছি :P । নিরন্তর শুভকামনা প্রিয় দাদা। ভালো থাকুন সবসময়।

৮| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৩

জগতারন বলেছেন:
সুন্দর!

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ প্রিয় স্বপন ভাই।

৯| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৩

জগতারন বলেছেন:
সুন্দর!

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন:
আবারো ধন্যবাদ।

১০| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: শারদীয় সৌরভে সুরভিত কবিতা, সুন্দর হয়েছে।
কবিতায় ভাল লাগা + +।

৩০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:০৯

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো ।
নিরন্তর শুভকামনা।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:১২

অধীতি বলেছেন: ছন্দে ছন্দে কবিতাগুলো আবৃত্তি করতে সেই মজা

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

১২| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদের একটা বই আছে সৌরভ নাম পড়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.