নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আত্নভোলা

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫


ফিরলে আবার এই বুকেতে প্রেম জোয়ারে ভেসে।
আমি ছাড়া কেউ নেই আপন বুঝলে অবশেষে।


এসো তবে দুরন্ত হই,অশান্ত হই প্রেমে।
উন্মত্ত হয়ে স্নান করি,গহীন জলে নেমে।


ওগো সখী তাকাও দেখি,চোখে চোখ রাখো।
কপট ছলনায় কেন তুমি মুখটি অমন ঢাকো?


ছল করোনা ছলকুমারী,রাখোতো ছলা কলা।
ফিরে এসে খুশির জোয়ারে,করেছো আত্নভোলা।



©মোঃ রফিকুল ইসলাম।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রেমের প্রথম পাঠ কোনটা,দ্বিতীয় পাঠইবা কোনটা।

২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫৭

ইসিয়াক বলেছেন:


শেষের দু’লাইন বাদ দিয়ে দিয়েছি ভাইয়া।
#প্রেমের প্রথম পাঠ বলতে দূরত্ব বজায় রেখে চোখে চোখে কথা ,মাঝে মাঝে দেখা হওয়া বা না হওয়ার উত্তেজনা। কিছু বিরহ ...।
যা সাধারণত টিন এজ প্রেমে দেখা যায়।সেটাকেই বোঝাতে চেয়েছি।

২| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: আমি নিজেই একজন আত্মভোলা মানুষ।

২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫৮

ইসিয়াক বলেছেন:

আত্নভোলা হওয়া ভালো।

৩| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ২:০৪

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫৯

ইসিয়াক বলেছেন:

কৃতজ্ঞতা রইলো মহী ভাই সবসময় পাশে থাকার জন্য।

৪| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৫:০৬

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: কবিতাটায় শব্দ চয়নের একটু সমস্যায় ভাব প্রকাশ ব্যহত হয়েছে। সুন্দর কবিতা।

২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৬:০১

ইসিয়াক বলেছেন:

সিদ্ধাচার্য লুইপা আপনাকে আমার ব্লগে স্বাগতম।
প্রথমে চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা সহ শুভকামনা জানবেন।

৫| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭

খায়রুল আহসান বলেছেন: শেষের লাইনটাতে এসে একটু ছন্দপতন ঘটেছে।

২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৬:০২

ইসিয়াক বলেছেন: শেষের দু’লাইন বাদ দিয়ে দিয়েছি প্রিয় গুনী ব্লগার।
পাঠে ও মন্তব্যে অনেক অনেক অনুপ্রাণিত হলাম।
শুভসকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.