নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ঝাঁকে ঝাঁকে জোনাকিতে ছেয়ে গেছে বনতল।
হলুদাভ আলো সব জ্বলে নেভে অবিরল।
আকাশে ওঠেনি চাঁদ তাতে কিবা আসে যায়।
জোনাকের আলো ছুঁয়ে খোকা খুকু গান গায়।
ফুল কলি তাই দেখে হেসে পড়ে গড়িয়ে,
বাতাসের আনাগোনা পাতা দেয় নাড়িয়ে।
পাখি সব চুপচাপ না ঘুমিয়ে জেগে রয়।
অযাচিত শোরগোলে মনে তাদের বড় ভয়।
©রফিকুল ইসলাম ইসিয়াক
১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই। আপনি মনেহয় একমাত্র পাঠক যে আমার কবিতা পড়েন। ব্লগে আমার কবিতার পাঠক নেই বলে আমি আর কবিতা পোস্ট দেই না।আজ কি মনে তাই এলাম। সবসময় পাশে থাকার জন্য শুভকামনা।ভালো থাকুন সবসময়।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার কবিতাটি খুব ভাল লেগেছে। আরো লিখুন। শুভ কামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২১
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ভালো লাগলো
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম আপু। শুভকামনা।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮
শিখা রহমান বলেছেন: কবিতায় রাতের মৌতাত আছে কবি।
কবিতাটা আগেই পড়েছিলাম। আবারো পড়ে আবারো ভাললাগা রেখে গেলাম।
শুভকামনা প্রিয় কবি। সুস্থ ও নিরাপদ থাকুন সবসময়।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
ইসিয়াক বলেছেন:
প্রিয় কবি অনেকদিন পরে আপনাকে আমার পোস্টে পেয়ে মনটা ভরে গেলো। ঠিক বলেছেন আপু, কবিতাটি আপনি আগে পড়েছেন। আপনার মতো আমিও ব্লগে কম আসছি কারণ ব্লগে ঢোকা বেশ কষ্টসাধ্য ব্যপার।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর। ঝামেলা বিহীন।
আজকাল ব্লগে আপনাকে কম দেখি কেন? এটা ঠিক না।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০
ইসিয়াক বলেছেন:
ব্লগে ঢুকতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। নানা ঝামেলায় এই ঝামেলা আর ভালো লাগে না। তার উপর পাঠক সংকট।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩
রামিসা রোজা বলেছেন:
ছন্দ মেলানো জোনাকি পোকার আলোর মতোই
ঝল- ঝল করছে আপনার কবিতা।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২
ইসিয়াক বলেছেন: রামিসা রোজা আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন। আশা করি মাঝে মাঝে আমার পোস্টে আপনাকে পাবো।
শুভকামনা।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
স্কুল খুলেছে, বেতন পাচ্ছেন?
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন:
আমাদের স্কুল অন লাইন/অফ লাইন দুরকম ব্যবস্থাতে পাঠদান চলছে জুন মাসের এক তারিখ থেকে।
প্রত্যেক ক্লাসের জন্য সপ্তাহে একদিন বরাদ্দ। বাবা অথবা মা স্কুলে এসে হোম ওয়ার্কের খাতা বিনিময় করে নিয়ে যান অর্থাৎ দুই সেট খাতা সব বিষয়ের উপর এক সেট স্কুলে থাকে অন্য সেট ছাত্র /ছাত্রীদের কাছে। আর পড়া ফেসবুকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় নির্দিষ্ট সময়ে। শ্রেণিতে যেভাবে বোঝানো হয় আর কি। না বুঝতে পারলে পরে আবার সময় দেওয়া হয়।এ ক্ষেত্রে অনেক সময় আমাদের রাতেও ডিইটি করতে হয়।
# আমাদের প্রাইভেট স্কুল , সরকার চায় এসব স্কুল উঠে যাক। আমাদের স্কুলের পরীক্ষার ফলাফল কিন্তু খুব ভালো । প্রতিবছর ক্লাস ফাইভে দুই/তিনটি করে বৃত্তি পায়....।
স্কুলের ছাত্র ছাত্রীরা যে বেতন দেয় তা থেকে আমাদের বেতন দেওয়া হয়। বর্তমানে মূল বেতনের ৬০% দিচেছ। অনেক বাচ্চার বাবার কাজ না থাকার কারণে বেতন দিতে পারছে না। আমাদের স্কুল সমস্ত বাচ্চার এপ্রিল আর মে মাসের বেতন মওকুফ করেছে। ওই দুই মাস আমরাও কোন বেতন পাইনি।
ভালো থাকুন সবসময়।
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
কালো যাদুকর বলেছেন: জোনাকি পোকা আমার খুবই প্রিয়। তার ওপর ছন্দ মেলানো রাতের কবিতা। একেবারেই সোনায় সোহাগা। ভাল থাকবেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা জানবেন ।
নিরন্তর শুভকামনা রইলো।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি শিক্ষক মানুষ, করোনায় ছাত্ররা কি করছে, শিক্ষকদের কি অবস্হা এসব কি আপনার ভাবনায় আসে না? জোনাকি নিয়ে এত চিন্তা কেন?
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮
ইসিয়াক বলেছেন:
# করোনায় অনেক ছাত্র/ছাত্রী ঝরে যাবে । আমাদের এলাকায় একজন সবজিওয়ালা প্রতিদিন সবজি বেচতে আসেন। আজ কদিন দেখছি উনি উনার ছেলেকে সাথে নিয়ে সবজি বেচতে আসছেন। জিজ্ঞেস করলাম বাচ্চাটাকে কি কাজে লাগিয়ে দিলেন নাকি ভাইয়া?
তিনি বললেন ,কি করবো বাসায় দুষ্টুমি করে ,ওর মা রাগ করে তাই সাথে আনি।এতে আমারও একটু সুবিধা হয়।
এই সব বাচ্চারা, বিশেষ করে সরকারী প্রাইমারীতে পড়া বাচ্চাগুলো ঝরে যাবে।
# সরকার প্রাইভেট স্কুলের শিক্ষকদের নিয়ে ভাবেন না ।উনারা ভাবেন প্রাইমারি স্কুলের শিক্ষকদের নিয়ে,যাদের ভোটের সময় কাজে লাগানো যায়।
জোনাকি নিয়ে এত চিন্তা কেন?
#ছোট বাচ্চাদের পড়াতে হলে তাদের সাথে বন্ধুর মতো মিশতে হয় তাতে তারা পড়ালেখায় আরো বেশি মনোযোগী হয়। সেই প্রচেষ্টা হিসাবে কবিতা লেখা। বাচ্চাদের শোনালে তার দারুণ মজা পায়। সেই হাসি মুখ দেখলে মন ভরে যায়।
ধন্যবাদ
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২২
মা.হাসান বলেছেন: কত কত কবিতা পাঠক , আর আপনি বলেন পাঠক নেই? এটা ঠিক না। প্রতি দিন কম করে ৩টা কবিতা পোস্ট করবেন।
গড়িয়ের সাথে নাড়িয়ের মিল একটু আরোপিত মনে হলো। লুটিয়ে-উড়িয়ে করা যায় কি?
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩
ইসিয়াক বলেছেন:
প্রতিদিন তিনটা করে পোস্ট দিলে আমারে আর খুঁজে পাওয়া লাগবে না।
আর চমৎকার গঠনমূলক মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
# আপনে আবার কাবত্ পড়া ধরলেন কবে থেকে। ভুয়া মফিজ ভাই জানে ?
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০১
নেয়ামুল নাহিদ বলেছেন: বেশ ছন্দের খেলা।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। শুভকামনা।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া ভালো । ভালো থাকুন সবসময়।
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২
ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই খুব সুন্দর হয়েছে কবিতা।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫
ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্য মানে ভালো লাগা। শুভকামনা সবসময়।
কৃতজ্ঞতা রইলো।
১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৪
মুক্তা নীল বলেছেন:
আপনার কবিতা সুন্দর ও অনেকদিন পরে জোনাকি
পোকা দেখছি ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৬
ইসিয়াক বলেছেন:
জোনাকি পোকা দেখতে আসলেই সুন্দর। এখন খুব একটা দেখতে পাওয়া যায় না।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩১
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ ।