নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অন্য রকম সকাল

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:১৭


সাত সকালে ধোঁয়া ওঠা এককাপ গরম গরম দুধচা
আর তিনখানা মেরি বিস্কুট নিয়ে বসে আছি ব্যালকনিতে।

ঠিক সেসময় তুমি ব্যস্ত স্নানঘরে নিত্য অভ্যাসে।

একলা আমি নিজের মতো ,
কোন এক ফাঁকে হঠাৎ
নড়ে উঠলো ব্যালকনি সংলগ্ন সদ্য প্রস্ফুটিত কাঠগোলাপের দল!

আমায় দেখে তারা সহাস্যে বলল,
"শুভ সকাল"।

আমি আলতো করে তাদের ছুঁয়ে হেসে বললাম
"শুভ সকাল কাঠ গোলাপ, সব খবর ভালো তো?"
ওরা হেসে কিছু সুবাস ছড়িয়ে দিলো।

তারপর পরই...
হঠাৎ কোথেকে এক দোয়েল এলো,
মিষ্টি সুরে শীষ দিয়ে গান গেয়ে উঠলো,
না এতো গান নয়!
এ যে আন্তরিক আলাপন -

অনেক চেষ্টাতে বুঝলাম,
"সে জানতে চায়, কেমন চলছে আমাদের টোনাটুনির সংসার।"
বললাম,
"ভালো আছিগো খুব ভালো আছি,তুমি ও নিশ্চয় ভালো আছো?"
তারপর সে মিষ্টি সুরে কিছু গান শুনিয়ে উড়ে গেলো ফুড়ুৎ করে।

শরতের ঝাঁ চকচকে নীল আকাশ,
নীচে কাশের শ্বেত শুভ্র বসন রোদ মেখে করছে চিকচিক।

আর এদিকে মেঘেরা ব্যস্ত লুকোচুরি খেলায়।
এক ফাঁকে এক টুকরো মেঘ এসে জানতে চায়,
কেমন আছো গো সোনা ছেলে তোমরা?
আমি হাত নেড়ে বলি "ভালো আছিগো ভালো আছি, সোনা মেঘ আমার।"

তারপর মেঘদল সরে যেতেই
কখন জানি চুপিসারে তুমি এলে,পেছন থেকে জড়িয়ে ধরে বললে,
কি নিয়ে এতো ব্যস্ততা তোমার?
আমি তোমার চোখে চোখ রেখে বললাম,
এই ফুল পাখি মেঘেদের সাথে চলছে
তোমার আমার সংসার বিষয়ক মত বিনিময় সভা।এই নিয়েই ব্যস্ততা।
তুমি হি হি হি করে হেসে বললে,
এতো কথা তুমি কোথায় পাও বলতো?....

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! টোনাটোনি সংসারে বেশ প্রেমে মজে আছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৩২

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় মাইদুল ভাই।
শুভসকাল

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:২০

এমএলজি বলেছেন: ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন: এমএলজি আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা সবসময়।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সকালের শুরুটা আমার আজকের শুরুর সাথে মিলে গেল :) শুধু মেরি বিস্কুটের সাথে টোস্ট হবে, এই আর কী :)

কবিতায় অনেক অনেক ভালো লাগা। শেষ দু লাইনেই রোমান্টিকতা জমে উঠেছে। শুভেচ্ছা।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫১

ইসিয়াক বলেছেন:
বাহ! একেই বলে বুঝি মনের মিল।
চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
নিরন্তর শুভকামনা।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: সকালের শুভেচ্ছা রইল কবি দা

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫১

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো লিটন ভাইয়া।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: সকালের চায়ের সাথে শুধু চা টা খাই। মেরি বিস্কুট না।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

ইসিয়াক বলেছেন:


দুধচা না রং /লাল চা ?কোনটা চলে?

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৬

শোভন শামস বলেছেন: সকালের আমেজ মাখা অনুভুতির জালে
প্রহর কেটে যায়

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৪

ইসিয়াক বলেছেন:



পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ,শুভকামনা সবসময়।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: কী নিয়ে এত ব্যস্ততা তোমার? বাহ

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৩

ইসিয়াক বলেছেন:

মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় কবি।
শুভকামনা।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৪

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইলো।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৩

ঢুকিচেপা বলেছেন: “ এতো কথা তুমি কোথায় পাও বলতো?”
ইসিয়াক ভাই খুবই সুন্দর হয়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৫

ইসিয়াক বলেছেন:


ভাইয়া আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। এতোদিন কোথায় ছিলেন?
শুভকামনা।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৯

জগতারন বলেছেন:
তুমি হি হি হি করে হেসে বললে,
এতো কথা তুমি কোথায় পাও বলতো?....


খুব ভাল লাগা র'ল।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৫

ইসিয়াক বলেছেন: কেমন আছেন প্রিয় স্বপন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.