নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

এসো ডুবি

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩১


যা হয়ে যায় যাক,
এসো হাত ধরো বালিকা।
নানা বর্ণের টিউলিপের মতো প্রস্ফুটিত তোমার যৌবন
দেখে আমি সত্যি মুগ্ধ।

তোমার টলটলে জলে ফুটেছে দুটি দুস্পাপ্য নীল কমলিনী।
সুগভীর কপোতাক্ষের জল পেরিয়ে আমি স্পর্শ করবো ঠিকই একদিন তোমার অতলান্তিক।

প্রতি রাতে
আলো আঁধারের ফাঁকে আমার কানে বাজে তোমার
শরীরতাত্ত্বিক নিগুঢ় গর্জন।
আমি মোহাবিষ্ট স্বপ্নালু চোখে দেখতে চাই,
আমি ছুঁতে চাই,
সযতনে লুকিয়ে রাখা তোমার কমলের কোমল সুডৌল অঙ্গখানি।

আমি হতে চাই নেশাগ্রস্ত পরাগায়ন সহযোগী পতঙ্গ তোমার বাগান জুড়ে।
তোমার নিঃশ্বাসে আমি ফেলতে চাই নিঃশ্বাস।
চোখেতে চোখ রাখতে সাধ হয় অহর্নিশ।

স্নান শেষে তোমার চুল ঝাড়া জলকণার স্পর্শে আমি হতে চাই সিক্ত রাতের অবসানে ।
সেই ক্ষণে
তোমার সদ্য জলে ভেজা ঠোঁটে আমি আঁকতে চাই
মনে গভীর গোপন এক ছবি।

যা হয় হোক,
ঝেড়ে ফেলো যত চিন্তা ও ভাবনা।
এতো ভেবে হয় নাকো প্রেম!
এসো হাত ধরো,
ভরসা রাখো।

সবশেষে,
আপাদমস্তক ডুব দেই অদৃশ্য অন্ধকারে।
যেমন করে ডুবে সূর্য অথবা চাঁদ দিগন্তের ওপারে।
©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবি ভাই এই দুঃসময়ে ডোবা ডুবি না করলেই কি নয় !!
কবিরা পারেওওওওওওওওওওওওওওও !!
কবিতা চমৎকার ছবিতে মনোরম বাহার !!

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

ইসিয়াক বলেছেন:

চারিদিকে শুধু খারাপ খবর,একটু ভালো থাকার জন্য মাঝে মাঝে ডুব দিলে মন্দ কি?
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।শুভকামনা্

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কি লিখিয়াছেন ভাই...। এসব ঠিক না :(

আপনার অন্য ধাচের কবিতাগুলোই সুন্দর

এত গহীনে যেতে হলে একাই যান, সবাইকে এসবের মাঝে ডুবতে কন ক্যারে হুহ

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

ইসিয়াক বলেছেন:

স্যরি আপু। একটু অন্য ধরনের কবিতা লেখার চেষ্টা করলাম।
ঠিক আছে এর পর আবার আগের মতো কবিতা দিবো।
শুভকামনা্

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই পাশে থাকার জন্য। শুভকামনা্।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: সুন্দর কবিতা

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

ইসিয়াক বলেছেন: কৃষ্ণ কমল দাস আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভকামনা্।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে। যদিও একটু ইয়ে হয়ে গেছে, তবুও ভালো হয়েছে। ভাব পরিষ্কার ফুটেছে। বিশেষ করে শব্দ সিলেকশনের জন্য অভিনন্দন।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

ইসিয়াক বলেছেন:


ভালো লেগেছে জেনে ভালো লাগলো। পাশে থাকাতে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: দয়া করে ডুববেন না। ডুবলেন তো শেষ হলেন।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

ইসিয়াক বলেছেন:

তাহলে ভেসে থাকি। কি বলেন ব্ন্ধু?

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯

নতুন নকিব বলেছেন:



রাজীব নুর বলেছেন: দয়া করে ডুববেন না। ডুবলেন তো শেষ হলেন।

পগলা জগাই বলেছেন: কবিতা ভালো হয়েছে। যদিও একটু ইয়ে হয়ে গেছে, তবুও ভালো হয়েছে।

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কি লিখিয়াছেন ভাই...। এসব ঠিক না :(

আপনার অন্য ধাচের কবিতাগুলোই সুন্দর

এত গহীনে যেতে হলে একাই যান, সবাইকে এসবের মাঝে ডুবতে কন ক্যারে হুহ


নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবি ভাই এই দুঃসময়ে ডোবা ডুবি না করলেই কি নয় !!
কবিরা পারেওওওওওওওওওওওওওওও !!
কবিতা চমৎকার ছবিতে মনোরম বাহার !!


-প্রিয় ভাই, দুঃখিত! আমি আরও কিছু বলে আপনার দুঃখটাকে আর ভারী করতে চাই না। :)
শুধু আপনার কল্যান কামনা করেই চুপিসারে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবসময়।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

ইসিয়াক বলেছেন:
হা হা হা ।সত্যি, কবিতার চেয়ে মন্তব্যগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।
নিরন্তর শুভকামনা রইলো প্রিয় ব্লগার।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: চান সুরুজের মতো ডোবাডুবি খেলে
আবার উঠুন ভেসে
আপনারা থাকুন ভেজা চুল নিয়ে
সকলে উঠুক হেসে!

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

ইসিয়াক বলেছেন:


মন্তব্যে ভালো লাগা।পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো প্রিয় কবি।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, কবিতা পড়ে তেমন বুঝি নাই, যদি না কমেন্ট গুলো পড়তাম! :D

২১ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা প্রিয় ব্লগার। খুব কি কঠিন করে কিছু লিখেছি? কবিতাটি একটু অন্যরকম করে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র।
নিরন্তর শুভকামনা।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২৫

কল্পদ্রুম বলেছেন: এইটা আমার খুব ভালো লেগেছে। সত্যিকারের পরিণত প্রেমের কবিতা।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:১২

আল-ইকরাম বলেছেন: কবিতার সমাপ্তি এর মানকে উজ্জ্বলতায় ভরিয়ে দিয়েছে। যা একটি আলাদা মানের কবিতার রুপ নিয়েছে। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.