|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
প্রিয়তমা আমি তোমাকে
জীবনের রন্ধ্রে রন্ধ্রে,
পথের জনাকীর্ণতায়,
বৈপ্লবিক চিন্তা  চেতনায়,
এবং যা কিছু ছিলো আমার কল্পনায়..........
সর্বত্র খুঁজেছি ।
পাইনি কোথাও!
মধুরিমা তোমার  তেষ্টায়
আমার জীবন ওষ্ঠাগত প্রায়।
তুমি কি সেথায় ভালোবাসার
একগ্লাস জল হতে পারতে না?
পারতে না বসন্তের ফল্গুধারা হয়ে আমার জীবনে
গড়িয়ে পড়তে?
কত কত দিন পার হলো।
কত কত বিনিদ্র রাত্রি।
অনেকের মাঝে তোমার ছায়া খুঁজে খুঁজে
ক্লান্ত শ্রান্ত হয়ে,
হয়রান এখন আমি।
এতো এতো দিন ধরে তোমার ভাবনায়
নিজের সুখ হাসি আনন্দ
বিসর্জন দিয়েছি, বিনিময়ে পাইনি কিছুই।
এতোটা পথ হেঁটে আজ কেবলি মনে হয়,
অপূর্ণতার আরেক নাম মাধুরিমা।
মধুরিমা তুমি কি সত্যি অধরা?  
 ১৩ টি
    	১৩ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৮
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৮
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা।
২|  ২১ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০৩
২১ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: অতি আবেগ মানুষকে দুর্বল করে দেয়।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৯
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৯
ইসিয়াক বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।
৩|  ২২ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:২৫
২২ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:২৫
আমি সাজিদ বলেছেন: কে এঁকেছে?
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৮
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৮
ইসিয়াক বলেছেন: জানি না কে এঁকেছে ছবি গুগল থেকে নেওয়া।
৪|  ২২ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৩৮
২২ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১২:৩৮
মা.হাসান বলেছেন: আপনি ক্লান্ত কি না জানা নেই, তবে ছবির মধুরিমাকে দেখে নে হচ্ছে বয়স হয়ে গেছে, কিছুটা ক্লান্ত। কষ্টে আছে। এমন তো হবার কথা ছিলো না।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৭
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: আমি মোটেও ক্লান্ত নই ।আর যতই ফুসলান না কেন মধুরিমার আসল ছবি কখনই দেবো না 
৫|  ২৫ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ৯:০২
২৫ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ৯:০২
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! মধুরিমা যদি জানত এ হৃদয়ের ব্যথা। রঙিন ফটো না দিয়ে সাদাকালো ফটো দিয়েছেন কেন? মধুরিমার কি যথেষ্ট বয়স হয়ে গেছে?
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৬
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: মধুরিমার জন্য এতো টান কেন? জাতি জানতে চায়। 
#ইশশ মধুরিমা বুড়ি হবে কেন? এসব চিন্তা ভুলেও আনবেন না প্রিয় দাদা। মধুরিমা চির নবীন। আপনাদের নজর না পড়ে সেই জন্যই তো এই ছবি দিয়েছি।
৬|  ০৩ রা অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:২৮
০৩ রা অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৭:২৮
মা.হাসান বলেছেন: মধুরিমা বিসর্জন দিতে যেয়ে আপনি আপনার মেশিন (পিসি) বিসর্জন দিয়েছেন শুনলাম। নিজেকে বিসর্জন দেন নাই এতেই আমরা খুশি। ফিরে আসায় অনেক ভালো লাগছে।
  ০৪ ঠা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৫৬
০৪ ঠা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৫৬
ইসিয়াক বলেছেন: মধুরিমার অভিশাপ লাগছে মনে হয় হা হা হা.......
৭|  ০৪ ঠা অক্টোবর, ২০২০  রাত ১০:০৬
০৪ ঠা অক্টোবর, ২০২০  রাত ১০:০৬
আল-ইকরাম বলেছেন: চেনা গল্পকে একটু আলাদা ভঙ্গিমায় উপস্থাপন। বেশ লেগেছে। শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:১৩
২১ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:১৩
শোভন শামস বলেছেন: সুন্দর