|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
  
 
জোছনার ফুল তুমি মনের মুকুর।
প্রিয় রূপে কাছে আছো হাজার শুকুর।
প্রেমের গোলাপ তুমি ইরানী সুবাস।
তোমার অতল তলে আমার বসবাস।
বানী তব মধুমাখা হে শুভমিতা।
সেই ধ্বনি একত্রিত  হয়ে হয় কবিতা।
রূপের মাধুরিতে মম প্রাণ উছলায়।
সুখ পাখি বাসা বাঁধে মন পিঞ্জিরায়।
এমনি করেই যেন চিরদিনই থেকো।
তুমি ছাড়া বাঁচবোনা শুধু জেনে রেখো।
©রফিকুল ইসলাম ইসিয়াক
 ৩১ টি
    	৩১ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১১
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১১
ইসিয়াক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় নুরু ভাই।
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
২|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:১২
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:১২
রামিসা রোজা বলেছেন: 
পৃথিবীতে সবচেয়ে পরম সত্য কথা হচ্ছে এই যে,
 "তোমাকে ছাড়া বাঁচবো না আমি " 
তবে আপনার কবিতা যেমন সুন্দর ঠিক তেমনই আবেগ
এবং উথাল পাথাল প্রেম এর বহিঃপ্রকাশ ।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৪
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৪
ইসিয়াক বলেছেন: রামিসা রোজা  আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা ভালো লেগেছে জেনে সত্যি মনটা ভরে গেলো্।
শুভেচ্ছা সহ শুভকামনা রই্লো্। আশা করি এভাবেই আপনাকে পাশে পাবো। 
ধন্যবাদ
৩|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:১৫
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:১৫
ঘনশ্যাম বলেছেন: আপনার কোমল অনুভূতির প্রকাশ, ভাষামাধ্যম প্রাচীন। সেটা যাই হোক, আপনি তো আপনাকেই প্রকাশ করবেন। 
শুভেচ্ছা।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৫
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৫
ইসিয়াক বলেছেন: ঘনশ্যাম  আপনাকে আমার ব্লগে স্বাগতম।
আপনার প্রতিও শুভকামনা রইলো।
৪|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:০৪
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটাকে মূল্যবান করেন।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৬
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৬
ইসিয়াক বলেছেন: কিভাবে?
৫|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২৮
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৪:২৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৬
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই্
৬|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০২
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০২
রাজীব নুর বলেছেন:  ছবিটা দেখে ভালো লেগেছে। আমার মাথায় একটা কবিতা এসেছে। কবিতাটা আজই লিখব।
  ছবিটা দেখে ভালো লেগেছে। আমার মাথায় একটা কবিতা এসেছে। কবিতাটা আজই লিখব।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৭
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৭
ইসিয়াক বলেছেন: কবিতা কি লিখেছেন ? প্লিজ লিঙ্ক দিন।
৭|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
আজাদ প্রোডাক্টস বলেছেন: গোলাপের সুঘ্রান মাখা কবিতা।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৮
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৮
ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা শুভকামনা রইলো।
৮|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৪৩
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৮:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: স্কুল পালিয়ে প্রেম করছে।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৯
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:১৯
ইসিয়াক বলেছেন: আরে ভাইয়া আমি না ,আমি বয়স্ক মানুষ। হা হা হা .....।
৯|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:০৪
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:০৪
শেরজা তপন বলেছেন:  কেন এত তাড়াহুড়ো করে মরতে চান ভ্রাতা??
 কেন এত তাড়াহুড়ো করে মরতে চান ভ্রাতা?? 
বেশ হয়েছে কবিতাখানি।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২২
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২২
ইসিয়াক বলেছেন: না ভাইয়া এতো তাড়াতাড়ি মরার ইচ্ছে নাই। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
১০|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৩৮
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
তাহলেতো দুজনকে ই আত্মহত্যা করতে হবে।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৩
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৩
ইসিয়াক বলেছেন: না না ওরা ওদের মতো প্রেম করুক। আত্মহত্যা মোটেও ভালো কাজ নয়।
১১|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৬
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১০:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৬
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৬
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ভ্রমণ কেমন হলো?
১২|  ২৫ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১:৩৯
২৫ শে সেপ্টেম্বর, ২০২০  রাত ১:৩৯
মা.হাসান বলেছেন: ছেলেটির হার্ট ছোটো, মেয়েটির হার্ট বড় , নাকি হৃদয় বিনিময় হবার পর এই অবস্থা?
ভালোবাসা চীরজীবি হোক।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৭
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৭
ইসিয়াক বলেছেন: ভালোবাসা চিরজীবি হোক। 
শুভকামনা রইলো হাসান ভাই।
১৩|  ২৫ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ৮:৫৮
২৫ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ৮:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা তো সেরাম হইছে। সঙ্গে আমোদিত হইলাম মা.হাসান ভাইয়ের কমেন্টটি পড়ে। ওনার সুরে সুর মিলিয়ে বলি, ভালোবাসা চিরজীবী হোক।
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৯
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৯
ইসিয়াক বলেছেন: লজ্জা পেলাম কিন্তু।প্রিয় দাদা আপনি আজকাল ভীষণ দুষ্টু হয়েছেন।
১৪|  ২৫ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১২:৫৪
২৫ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ইদানীং লক্ষ্য করছি আপনার কবিতায় আবেগ টা বেশি। কারন কি?
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৯
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:২৯
ইসিয়াক বলেছেন: নতুন প্রেমে পড়েছি তাই্ 
১৫|  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৩৫
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: 25 শে সেপ্টেম্বরের কমেন্ট আর তেশরা অক্টোবরে এসে লজ্জা পাচ্ছে? হেহেহে... শুনেছে আমার এই শরম লাগছে......
  ০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৩
০৩ রা অক্টোবর, ২০২০  বিকাল ৪:৪৩
ইসিয়াক বলেছেন: কি করবো কম্পিউটার নষ্ট হয়ে গেছিলো।মোবাইলে তো সামুতে ঢোকা যায় না.........স্যরি।
১৬|  ০৪ ঠা অক্টোবর, ২০২০  রাত ১০:০২
০৪ ঠা অক্টোবর, ২০২০  রাত ১০:০২
আল-ইকরাম বলেছেন: পড়ে মুগ্ধ হলাম। লেখার মান আরও উন্নত হোক এই কামনা করি।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:০২
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবি ভাই কেউ কারো জন্য বাঁচেওনা আবার মরেও না।
সবাই নিজের জন্যই বাঁচে!! কারো মরণেও কিছু থেমে
থাকেনা,এটাই বাস্তবতা। তবে কবি মনের ভাবনার কথা
সাধারণ মানুষের বোধগম্য নয়। তারা থাকে কল্পনার জগতে।
আপনার ভাবনা জুড় থাকুক আপনার সেই যাকে ছাড়া বাঁচবেন না।
কবিতায় সুখ পাঠ্য হয়েছে। ধন্যবাদ