নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মা বকেছে আজ খুব, ফিরবো না আর বাড়ি।
ঠিক করেছি মায়ের সাথে নিয়ে নেবো আড়ি।
চাই না আমার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা।
চাই না খাবার,চাই না পোশাক চাই না নিজের বাসা।
তার থেকে সেই ভালো, থাকবো পথে পথে,
খিদে পেলে পানি খাবো, ঘুমাবো ফুটপাতে।
রাগ দেখিয়ে গাল ফুলিয়ে বসলাম গিয়ে এক মাঠে,
জনমানবহীন এমন স্থান মেলা ভার এ তল্লাটে।
সময় যায় বেলা গড়ায় সূর্য গেলো ডুবে।
ধীরে ধীরে দিনের আলো তা'ও গেলো নিবে।
হায়!হায়! জমাট আঁধার এখন কি উপায়?
রাতের বেলায় আমার যে ভীষণ ভূতের ভয়।
এদিকে পেটের ভিতর দারুণ সোরগোল,
ক্ষুধার জ্বালায় মাথা ঘোরে ভাবনা আবোলতাবোল।
রাত বাড়ে ভয়ও বাড়ে, নানা বিচিত্র আওয়াজে।
বাড়ির কথা মায়ের কথা জাগে মনের মাঝে।
এরই মধ্যে দুর দেখি কিসের আলোক ছটা,
ভীষণ ভয়ে উঠলো ঘুরে ছোট্ট মাথাটা।
জ্ঞান ফিরতে চেয়ে দেখি রয়েছি মায়ের কোলে।
ভীষণ মমতায় মা আমায় দেখছে নয়ন মেলে।
খুশিতে আমি তৎক্ষনাৎ জড়িয়ে ধরলাম মাকে,
বললাম আমি করছি শপথ আর ছাড়ছি না তোমাকে।
মা হেসে কয় ওরে খোকা,কোথায় ছিলি মানিক।
তোর বিহনে পরাণ আমার হারায় দিক বিদিক।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইলো।
২| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক।
প্রতিটি পোস্টে আপনার মন্তব্যে আমি বরাবরই অনুপ্রাণিত।
সুখে শান্তিতে কাটুক আপনার জীবন।
৩| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
ছড়া পড়ে, ব্লগের শিশুরা আনন্দিত
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮
ইসিয়াক বলেছেন: আমি জানি আপনার ভিতরেও একটি শিশু মন আছে।
আপনার আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনা রইলো।
৪| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৫
প্রেক্ষা বলেছেন: সব মায়েরাই বোধহয় এমন হয়। ছন্দটা খুব সুন্দর মিলেছে।
আমি নতুন একটা গল্প লিখেছি,পড়ার আমন্ত্রণ রইলো।
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
*গল্প পড়েছি। লিখতে থাকুন। পাশে আছি সবসময়।
৫| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫০
মোছাব্বিরুল হক বলেছেন: পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নয়।
চমৎকার লিখেছেন।
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৫
ইসিয়াক বলেছেন: মোছাব্বিরুল হক আপনাকে আমার ব্লগে স্বাগতম।
ঠিক তাই ভাইয়া।পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই।
ভালো কাটুক আপনার আগামী।
ধন্যবাদ
৬| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৪
মনিরা সুলতানা বলেছেন: মায়ের সাথে অভিমান করে জেতা যায় ।
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৩
ইসিয়াক বলেছেন:
অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো আপু্।পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
মা তো মা-ই মায়ের তুলনা কেউ হয়না।পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক ।শুভকামনা।
৭| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ২:২৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।
৮| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: মায়ের সাথে এরকম মান অভিমান করতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে এটা জোটে না।
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভারো লাগা জানবের প্রিয় ব্লগার ।
ভালো থাকুন সবসময়। শুভকামনা।
৯| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু্। ভালো থাকুন সবসময়।
১০| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩০
একাল-সেকাল বলেছেন: জমাট আবেগের ঘনঘটা।
১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবসময়।
১১| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: আপনার ব্লগে ঘুরে বেড়াচ্ছি। পড়ছি। তা জানিয়ে গেলাম।
৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: এই কবিতাটি সামনের বইমেলাতে ছাপা হতে পারে।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর উপলব্ধি।