![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
গহীন আঁধার রাতের
নক্ষত্রমন্ডলী আমায় সঙ্গ দেয় আজকাল।
আমি কপোতাক্ষের কিনারে
নরম ঘাসের গালিচায়,
সটান শুয়ে দেখি নিস্তব্ধ রাতের কারুকাজ।
অজানা অচেনা আওয়াজ।
শেয়ালের ডাক।
ঝিঁঝিঁ পোকার গান।
শুনি নদীর বয়ে চলার কুল কুল ধ্বনি।
দুর গায়ে বনের মাথায় জোনাক জ্বলা রাতে
নদী যেখানে বাঁক নিয়েছে ঠিক
তার ওধার হতে ভেসে আসে মায়াবী বাতাস।
সাথে আসে মিশ্র ফুলের সুবাস।
অবাক পৃথিবী শুধু অবাক করে আমায়।
আমার হতে ইচ্ছে করে রাত জাগা সেই পাখি,
যে মাঝে মাঝে গেয়ে ওঠে অপার্থিব সুরে রাতে নিস্তব্ধতা ভেদ করে।
আমার ছুঁতে ইচ্ছে করে হিম জড়ানো নরম ঘাস,
সেই ঘাসের উপর ঝরা শিউলি।
আঁধার আমার ভালো লাগে,
ভালো লাগে একাকী রাত্রির নিঃসঙ্গতা ও তার সকল কারুকাজ।
©রফিকুল ইসলাম ইসিয়াক
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৫
ইসিয়াক বলেছেন: সত্যি কি সব ঠিক আছে? কে জানে?
শুভরাত্রি।
২| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৫
রামিসা রোজা বলেছেন:
মায়াবী রাতের অপরূপ বর্ণনায় এবং একাকিত্বের কবিতা
ভাললাগা জানিয়ে গেলাম ।
শুভকামনা রইলো ।
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৮
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু।
শুভরাত্রি
৩| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২০
অধীতি বলেছেন: প্রকৃতির অপার স্নিগ্ধতা কবিতার কবির কল্পলোকে
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ অধীতি। ভালো থাকুন সবসময়।
শুভরাত্রি
৪| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর হয়েছে লেখাটি
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । শুভকামনা।
৫| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪০
শায়মা বলেছেন: আঁধার আমারও ভালোই লাগে তবে একদম নিশ্চছিদ্র আঁধার হলে আমি নাই।
ভাইয়া কপোতাক্ষের তীরে সত্যি শুয়ে ছিলে নাকি রাত্রীবেলা?
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩
ইসিয়াক বলেছেন: আমি যখন গ্রামে থাকতাম। সময়টা বেশ দীর্ঘই বলা চলে। সে সময়। আমরা কয়েকজন মিলে নাইট শোতে সিনেমা দেখে কপোতাক্ষের তীরে বসে মাঠ থেকে আখ নিয়ে খেতে বসে রাত গভীর করতাম প্রায়ই্। অবশ্যই চুরি করে না। ওগুলো আমার বন্ধুদের জমিতে চাষ করা আখ ছিলো।
আর আমার যখন মন খারাপ থাকতো তখন আমি একলা থাকতে বেশি পছন্দ করতাম।সে সময় কপোতাক্ষকে আমার খুব আপন লাগতো। অনেক রাত কাটিয়েছি তার তীরে,একাকী,আকাশ দেখে দেখে। সে দারুণ অভিজ্ঞতা। একবার তো ভারত থেকে বাংলাদেশে আসতে গিয়ে [তখন বর্ডার এতো কড়াকড়ি ছিলো না] কপতাক্ষে ডুবে মরছিলাম আর কি। ভাগ্যিস সাঁতারটা ভালো মতো জানা ছিলো।
মন্তব্যে ভালো লাগা রইলো আপু। শুভকামনা।
৬| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু।
শুভরাত্রি
৭| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: কপোতাক্ষের তীরে আখ খেতে???
মোবারকগঞ্জ চিনিকলের আখ নাকি?
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০১
ইসিয়াক বলেছেন: হ্যাঁ এই আখ অবশ্যই মোবারকগঞ্জ চিনিকলে যায়।
শুভকামনা।
৮| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। কপোতাক্ষ না হলেও নিদেনপক্ষে খোলা আকাশের নিচে প্রেমিকার স্বপ্নের জাল বুনে রাত কাবার করলে ব্লগ সমৃদ্ধ হবে।জাতি পাবে এক শাশ্বত প্রেমিক কবিকে। বুঝতেই পারছি ব্লগে কবিতা লিখে উপার্জন করতে হলে এমন বিনিদ্র রজনী যাপন করতেই হবে।এক কুমির ভায়ের জোড়াফলা কবিতা কবিকুলের চিন্তার জগতে সুনামি বইয়ে দিয়েছে। সঙ্গে যদি আরেক কবি বৈরাগী মাহা ভাই যোগ দেন,তাহলে বিধিবাম। যদিও মাহা ভায়ের কবিতা পোস্ট এখন শুধু সময়ের অপেক্ষা।
কাব্যে ভালোলাগা। +
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৫
ইসিয়াক বলেছেন: তাই তো বলি মন্তব্য আসতে এতো দেরি হচ্ছে কেন?
প্রিয় দাদা এতো বানিয়ে বানিয়ে লিখলাম। কবে কবে সেই কপোতাক্ষের তীরে কাটানো সময়কে মনে করে। হা হা হা...।
#ভুয়া ভায়ের কবিতা দুটি সত্যি খুব ভালো হয়েছে বিশেষ করে শেষেরটি। সবাই মিলে কবিতা লিখলে বেশ একটা উৎসব উৎসব ভাব দেখা দেবে ব্লগে, সেটাই ভালো ,নয়কি? হোক তবে প্রতিযোগীতা।
মাহা ভায়ের কবিতার অপেক্ষায় আমিও। তবে বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী
শুভরাত্রি
৯| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: পুরুষ সিংহের সমান।এটাইতো চাই
২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৮
ইসিয়াক বলেছেন:
১০| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিনা পাসপোর্টে ভারতও গেছেন,স্বাধীনতার পরে পরে না কি অনেক পরে।বেনাপোল দিয়ে অনেকে যেত তাদের বলে ধুড়।
খুব সুন্দর একটা গান আছে,আঁধার আমার ভাল লাগে।
ঐ দিকে সিনামা হল কোথায়।যশোরে আছে ,ঝিকরগাছা আছে,সে তো অনেক দুর,চৌগাছা কি সিনেমা হল আছে,জানা নেই।
সারা দুনিয়া বলে,আলো আলো আরো আলো।
২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৩
ইসিয়াক বলেছেন: এটা ১৯৯২ সালের কথা । তখন মাসিলা বর্ডার দিয়ে মাঠ এবং বাড়ির মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে অনায়াসে ভারতে চলে যাওয়া যেতো। গোঁফ থাকলে,জুতা বা স্যান্ডেল জোড়া ওদের ওখানকার হলে আর ভাষা একটু শুদ্ধ করে বললে কোন সমস্যাই হতো না। বয়রা বাজার আর চৌগাছা প্রায় একই রকম লাগতো।
চৌগাছায় সিনেমা হলের নাম ছিলো উত্তরণ আরো একটা কি নামের যেন ছিলো্ ,তার আগেও আরেকটা ছিলো। এখন সবগুলোই সম্ভবত বন্ধ।
১১| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১:০০
আমি সাজিদ বলেছেন: চমৎকার ইসিয়াক ভাই
২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া,আপনারা পাশে থাকেন বলেই লিখতে অনুপ্রেরণা পাই।
শুভসকাল।
১২| ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। বেগুন ফুলটা ভাল লাগলো।
৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।
১৩| ২৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
নিঃসঙ্গতা প্রেমী!
শেষের লাইনটি চমৎকার হয়েছে। অবশ্য কবিতার সারা গা জুড়েই এই নিঃসঙ্গী বাতাসের মায়াবী কারুকাজ।
৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩০
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে অশেষ কৃত্জ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা।
১৪| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫
এম ডি মুসা বলেছেন: চমৎকার হয়েছে
৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
১৫| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৯
মা.হাসান বলেছেন: সব কিছু আঁধারে ডুবে যাচ্ছে। যাকগে, আপনি ভালো থাকলেই ভালো।
বিনা পাসপোর্টে বর্ডার ক্রস করার আর কপোতাক্ষে সাতরাবার অভিজ্ঞতা নিয়ে একদিন লিখতে অনুরোধ করে গেলাম।
চিনি কলে দেয়ার আখ আলাদা রকমের, খুব শক্ত খোসা। শিয়ালেরও দাঁত ফোটানো মুশকিল। খেতেন কি করে?
০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০
ইসিয়াক বলেছেন: শুধু আমি ভালো থাকলেই হবে এতোটা স্বার্থপর আমি না।
বিনা পাসপোর্টে বর্ডার ক্রস দারুণ মজার অভিজ্ঞতা। অনেকবারই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। লিখবো নিশ্চয় যদি বেঁচে থাকি।
আমার দাঁত খুব শক্ত।তবে মুখের ভিতরটা ছিলে যেতো। ভাত খেতে গেলে টের পাওয়া যেতো। হা হা হা
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আচ্ছা ঠিক আছে।