নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শুধু ভালোবাসাবাসি

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৩


"তোমার সদ্য ফোটা রূপ দেখে আমি মুগ্ধ,
মাতাল প্রেমের আগুনের তাপে আমি দ্গ্ধ!!"

তুমি বললে, এতো ভালোবাসা! সাবধান,আমি নীলোৎপল।
আমি বললাম, ভালোবাসি তোমায়।
-কতটুকু?
-যতটুকু ভালোবাসে একটি নিবেদিন প্রাণ তার প্রিয়কে।
-ভু্ল করছো?
-কেন?
-দুঃখ পাবে।
-মানে?
-আমি যে ক্ষণজন্মা।
-তাতে কি?
- এতে তোমার দুঃখই বাড়বে শুধু,তোমার সকল সাধ অপূর্ণ থেকে যাবে পূর্ণতার মুখ দেখবেনা কখনো ,কারণ আমি নিশি পোহালে দিবাকরের তীব্র থেকে তীব্রতর রৌদ্র তাপে যাবো শুকায়ে। দিনশেষে আমার সলিল সমাধি।আমার রূপ যৌবন সবই যে ক্ষণস্থায়ী হে প্রেমিক প্রবর।
-আমি তোমার আচ্ছাদন হবো।আমি তোমায় রক্ষা করবো।
-তবুও তো পারবেনা আমায় বাঁচাতে।
-কেন?
-সেটাই আমার নিয়তি।
-আমি অল্পতেই সন্তুষ্ট হবো।তুমি হারাবে জেনেও আমি তোমায় ভালোবাসবো। যাকে ভালোবাসবো তার মাঝে স্বার্থ, হিসাব,লেনদেন এসব আসবে কেন?যতক্ষণ আছো, যতটুকু বাঁচো, যেনো শুধু ভালোবাসাবাসি।
©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


নীলাৎপল, নাকি "নীলোৎপল"?

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৪

ইসিয়াক বলেছেন: নীলোৎপল হবে ,ঠিক করে দিয়েছি। কৃতজ্ঞতা জানবেন।

২| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখায় আমি বাংলার মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি, ভাবনা ইত্যাদি দেখি না

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৮

ইসিয়াক বলেছেন: ভবিষ্যতে আমি চেষ্টা করবো বাংলার মানুষের জীবন, সমাজ ও সংস্কৃতি নিয়ে লিখতে।
শুভকামনা রইলো।

৩| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৯

পদাতিক চৌধুরি বলেছেন:
ভালো লেগেছে গদ্য কবিতা।

আপনার হৃদয়ে প্রেমের এমন ফল্গুধারার রহস্য কি কাইন্ডলি একটু বলেন দেখি।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৮

ইসিয়াক বলেছেন: আহা আমার বুঝি প্রেমে পড়া বারণ? খুব হিংসুটে হয়েছেন দেখছি। প্রেম করতে চাইলে বলুন আমার জানাশোনা আছে। কি রাজী?
প্রেমের এমন ফল্গুধারার বইয়ে দেবে যে আপনি শুধু আকাশে ভেসে ভেসে পাখির মতো উড়ে বেড়াবেন।
৥ শুভকামনা রইলো প্রিয় দাদা।

৪| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আহা আমার বুঝি প্রেমে পড়া বারণ? খুব হিংসুটে হয়েছেন দেখছি। প্রেম করতে চাইলে বলুন আমার জানাশোনা আছে। কি রাজী? "

-আপনি কবিতা লেখেন, সাথে সাথে এসব খেজুরে আলাপও করেন; আপনি কি জুনিয়র হাইস্কুলের ছাত্র?

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৫

ইসিয়াক বলেছেন: আসলে আমি এমনই, একটু বেশি কথা বলি,মজা করি, বেশি সিরিয়াস হতে চাই না, বলা যায় পারিও না। জীবনকে আমি সহজ সরলভাবে দেখি। হাসি আনন্দে মেতে থাকতে চাই যেটুকু সময় বেঁচে আছি।
#জানি আমার প্রতি মন্তব্য আপনার পছন্দ হবে না। কিন্তু যা বললাম সত্যি বললাম।
ধন্যবাদ

৫| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৮

নেওয়াজ আলি বলেছেন: আমার মনে হয় আপনি রোমান্টিক শিক্ষক

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১২

ইসিয়াক বলেছেন: আপনার ধারনা ভুল মহী ভাই।
ধন্যবাদ।

৬| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: আজকে সন্দিহান ছিলাম কিজানি উত্তর দেওয়ার সময় আপনার আজ হবে কিনা। করোনা কালীন সময়ে‌ আমার পরিচিত বন্ধুদের মধ্যে আপনার কথা ভেবে খুবই অসহায় বোধ করি। গতদিন একটু মজা করেছিলাম। আপনার প্রতিমন্তব্য পেয়ে এত অসহায় লাগছিল যে বোঝাতে পারবো না। যেজন্য অনুরোধ, আপনার হৃদয়ের রসবোধকে কোনো অবস্থাতেই প্রভাবিত হতে দেবেন না। সমস্যা নিশ্চ্য় একদিন কেটে যাবে। আর এমনই প্রেমের রসে আমাদেরকে ডুবিয়ে রাখুন।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৯

ইসিয়াক বলেছেন: প্রথমত ব্লগ খুবই স্লো । মন্তব্য বা প্রতিমন্তব্য করতে অনেকটা সময় লেগে যায়। সেজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও হুটহাট করে ব্লগে আসা হয় না। সেকারণেই মন্তব্য করতে বা প্রতিমন্তব্য দিতে অনেকটা দেরি হয়ে যায়।
#সত্যি বলতে কি আমি গত দু’দিন কিছুই লিখিনি ব্যস্ততার জন্য।নতুন একটা গল্প লিখছি সেটাও পেনডিং হয়ে গেছে। বেশি দেরি করলে গল্প লেখা শেষ করা মুশকিল হয়ে যায়।
৥আমি অবশ্যই আপনার উপদেশ মনে রাখবো। ভালো থাকুন প্রিয় দাদা, শুভরাত্রি।

৭| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আসলে আমি এমনই, একটু বেশি কথা বলি,মজা করি, বেশি সিরিয়াস হতে চাই না, ..."

-কবিতা লিখলে কবি হতে হয়।

০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

৮| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: মন্তব্যে করতেই ভয় পাচ্ছি।

০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

ইসিয়াক বলেছেন: হঠাৎ একথা কেন বন্ধু?

৯| ০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




কর্মে নিয়তি বদলে যায়। তারপরও নিয়তি তার হাতে কিছু রেখেছেন যার সমাধান হয়তো আমাদের কারো কাছে নেই।

০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

ইসিয়াক বলেছেন: যথার্থ বলেছেন প্রিয় মাহমুদ ভাই।
দোয়া রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.