নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধুরিমাঃ সাধ

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৯




প্রিয়তমা,
সহস্র শতাব্দীর সাধ আমার।
আননখানি তব করতলে ধরি,
গভীর বাহুবন্ধনে আবদ্ধ করি তোমায়।
অপার্থিব সুখে ও মুখপানে চেয়ে থাকি অবিরত।
তৃষ্ণিত চোখে চোখ রাখি তৃষ্ণার্ত এই আমি।
অতপর.....

তোমার মৌন অধরে,
সশব্দে অঙ্কন করি একটি গভীর চুম্বণ।

ভুল বুঝোনা মধুরিমা
এ কোন কলঙ্ক তিলক নয়।
নয় কোন মালিন্য বা মরিচা।
এ যে প্রেমচিহ্ন!!
এ আমার বুকের নির্যাস!

মনেকরো ভালোবেসে দিলুম তোমার ওষ্ঠাধারে এঁকে।
আজন্ম সাধটুকু আমার।

গ্রহণ করো প্রিয়তমা সব সঙ্কোচের বাঁধ ভেঙ্গে।
গ্রহণ করো আমার নিষিক্ত প্রণয়।

আশা রাখি এবার সহাস্যে আলোকিত করবে ভূবণ।
ফসলের মাঠ প্রান্তর।

ঝরাবে জোছনারাশি দিকে দিকে অবিমিশ্র আবেগে।
জোছনাস্নাত হোক তবে ধরনীর আনাচ কানাচ তোমার খুশির হিল্লোলে।

অবশেষে,
আমারা ভেসে চলি আমোদে, আহ্লাদে,
স্বর্গীয় সুখের অনুভবে।
©রফিকুল ইসলাম ইসিয়াক।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি আমার খুব চেনা চেনা লাগছে। ...

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৪

ইসিয়াক বলেছেন: এটা একদম নতুন কবিতা। তবে হ্যাঁ আপনি পড়েছেন। কোথায় পড়েছেন ? থাকুক ‍কিছু রহস্য ...।
৥ আপনি পোস্ট দিচ্ছেন না কেন?

২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: অবশেষে আমরা ভেসে চলি আহ্লাদে আমোদ-প্রমোদে। দিনশেষে এটাই বাস্তব।
মধুরিমা ফিরে আসুক আবেগ-অনুভূতি বাস্তবতায়। শত বাধা-বিপত্তিতেও জীবন হয়ে উঠুক কল্লোলিত।

পোস্টটিতে প্রথম লাইক।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৬

ইসিয়াক বলেছেন: চমৎকার কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় দাদা। শুভকামনা রইলো।

# আপনার পোস্টের অপেক্ষায় আছি।

৩| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দেশ যখন স্বাভাবিক থাকে সমাজ মসৃণ গতিতে চলে কবিরা তখন প্রেমের কবিতা লেখে।

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৮

ইসিয়াক বলেছেন: দেশ কি স্বাভাবিক চলছে? সমাজের গতি কি মসৃণ? আমার তো মনে হয় না। আমার স্কুলটা হয়তো বন্ধ হয়ে যাবে সামনের বছর যদি
সরকারীভাবে এভাবে বন্ধই থাকে। .....

৥তবুও কবিতা লিখি,গল্প লিখি। চিন্তা মুক্ত থাকার ওষুধ হলো লেখা পড়া, তাই নিয়েই ব্যস্ত থাকি।
শুভকামনা।

৪| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪০

সোহানী বলেছেন: বুঝলাম যে, মধুরিমা এখনো দোমনায় আছে ;)

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৫

ইসিয়াক বলেছেন: অবশেষে তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।
ভাবি বসে কবে যে সেদিন আসবে নাকি আসবেনা..........

৫| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: এত রস, এত সুধা কোথা থেকে আসে?

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৩

ইসিয়াক বলেছেন: গল্প পড়ছিলাম।হঠাৎ কি উদয় হলো মনের গভীরে ,মনে পড়ে গেলো মধুরিমাকে তারপর ..............।

৬| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৩

নেওয়াজ আলি বলেছেন: অপুর্ব সুন্দর হয়েছে

১০ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৭| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: কবিরা এত আবেগি হয় কেন?

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৭

ইসিয়াক বলেছেন: জানিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.