নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

#রম্যছড়া= ধোকায় পড়ে বোকা

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০



ফিরে ফিরে তাকাও কেন এতো?
পছন্দ করো? বললেই তো হতো।

আবার,
ফিরে তাকালেই বাঁকা চোখে চাও,এটা কিছু হলো?
চিন্তারা শুধু শুধু জট পাকিয়ে হয় এলোমেলো।

ছলনা না মায়া?
কেন অকারণ বারেবারে টোপ ফেলো তুমি?
বুঝেছি, এতো প্রেম নয়! স্রেফ পাগলামি।

তারপর?
টুপ করে খুব ভোরে গতকাল।
ভাই ডেকে বাঁধালে গোলমাল।

বললে,
ভালোবাসো পাড়াতুতো কোন এক দাদাকে।
তোমার হয়ে আমায় জানাতে হবে তাকে।

কি মুশকিল!
আগে যদি জানতাম তোমার এমন বদ খেয়াল।
সরাসরি সম্পর্কে মধ্যে নিশ্চিত তুলতাম দেয়াল।

এখন,
ভালো ছেলেদের মতো, চুপটি করে ঘরে বসে আছি।
বুকে ব্যাথা নিয়ে কত শত শত দুঃখের সাগরে ভাসছি।

©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: রম্য কবিতা ভালো লেগেছে।
কিন্তু এমন করে তাকিয়ে কাছে ডেকে ভাই বলে সম্মোধন করে বুকে শেল বিঁধতে কি একটুও বাঁধলো না।
ব্যথা যে মোচড় দিয়ে উঠলো....
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

ইসিয়াক বলেছেন: ব্লগ কেমন যেন গম্ভীর হয়ে আছে।দিনে দুএকবার আসি আবার চলে যাই :(

৥একটু মজা করে লিখলাম। ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় দাদা।শুভকামনা।

২| ১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

রামিসা রোজা বলেছেন:
রম্য কবিতা যেমন সুন্দর হয়েছে তেমন শিরোনাম ।
তবে একটা কথা আমার মনে হয় , নারীরা চিরকালই
বোকা পুরুষদের তুলনায় ।
মজার কবিতায় এতগুলো +++++

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন আপু।

পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।

# আপু আমার মনে হয় প্রেমের ক্ষেত্রে প্রেমিকের চেয়ে প্রেমিকারা দুরে সরে যায় বেশি :( । যদিও সামাজিক নিয়ম কানুন এক্ষেত্রে বড় কারন। তবে তাদের রাতারাতি বদলে যাওয়া দেখে অবাক হতে হয়।
#মেয়েরা বোকা কিনা জানিনা তবে তারা কিন্তু খুব হিসাবী হয়।

৩| ১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেহিসাবী বৌ পেলে বুঝতেন কেমন হিসেবী হয়,বুঝিয়ে দিত কত ধানে কত চিটে।

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

ইসিয়াক বলেছেন: হা হা হা .......তা ঠিক তা ঠিক ।


শুভকামনা।

৪| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১০

নেওয়াজ আলি বলেছেন: ভীষণ ভালো লাগলো ।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।

৫| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহা মজার ছড়া।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩১

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় লিটন ভাই।
শুভকামনা রইলো।

৬| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহা মজার ছড়া।

৭| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহা মজার ছড়া।

৮| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১:১২

সোহানী বলেছেন: আচ্ছা এইটা কবিতার কোন শাখার কবিতা ;)

১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০০

ইসিয়াক বলেছেন: সোহানী বলেছেন: আচ্ছা এইটা কবিতার কোন শাখার কবিতা


ভাবছি আপু :(

৯| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা নাই?

১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০২

ইসিয়াক বলেছেন: এটা কি অবাস্তব বলে মনে হচ্ছে?

১০| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: রম্য লেখা আমি লিখতে পারি না। আমার হাতে আসে না।

১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

ইসিয়াক বলেছেন: চেষ্টা করুন অবশ্যই পারবেন।

১১| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: ভালই বোকা বানিয়েছে আপনাকে আপনার 'বোন'টি।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৯

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় গুণী ব্লগার।

শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.