|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
তোমার কাছে আসার আকুলতা আমায় পাগল করে দেয়।
মনমহুয়া কেন মনে হয় 
এ পৃথিবীতে তুমি আমার সব চাইতে আপন? 
তোমায় নিজের করে পাবার ভাবনায়, 
সহস্র উৎকন্ঠা এসে ভীড় করে অনবরত। 
অথচ কিছু দিন আগেও তুমি ছিলে  সম্পূর্ণ অজানা,অচেনা এক নারী।  
পরানের গহীনে, অতলের অতলে,
সবটুকু জুড়ে শুধু তুমি। 
কিভাবে এলে, কোথাহতে এলে  এ জীবনে তার সবটুকুই বিষ্ময়। 
সেই থেকে শুরু তোমায় চোখে হারানো।  
সেই থেকে শুরু তোমা বিনে বিরহ জ্বালা। 
তোমার দেয়া বকুল গুলো বুক পকেটে বয়ে বেড়াই।
দামি সুগন্ধির মতো তার সৌরভ,
আমার নিশ্বাস  প্রশ্বাসকে করে আন্দোলিত। 
আমি শিহরিত হয়ে বারে বারে ছুঁয়ে দেখি তোমার দেয়া উপহার সামগ্রী সকল।
খুঁজে ফিরি সেথা  তোমার  স্পর্শ গন্ধের মায়ামুগ্ধতা। 
 
তোমার নিটোল কোমল হাতের স্পর্শের প্রেমময় আদর খুঁজে ফিরি আমি দিনান্তে।
তোমার নিশ্বাসের নিবিড় আহ্বান ডেকে ফেরে কেবলি
বিরহের ক্ষনগুলোতে।  
মনমহুয়া তুমি ফুল হয়ে ফোটো আমার মনের বাগানে  
গোলাপ জবা অথবা অন্যান্য।  
মনমহুয়া তুমি নদী হয়ে মেশো আমার সাগরে। 
মনমহুয়া তুমি মেঘ হয়ে ভাসো আমার আকাশ নীলে।
আমি ছাড়াবো না তোমায়, জড়াবো আরো নিবিড় আলিঙ্গনে কথা দিলাম।  
©রফিকুল ইসলাম ইসিয়াক
 ৩৩ টি
    	৩৩ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৪৯
১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৪৯
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। 
ভালো থাকুন।
২|  ১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৫৪
১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৫৪
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
সাধু, 
সাধু,
 সাধু,
  ১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৫৮
১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৫৮
ইসিয়াক বলেছেন: 
কৃতজ্ঞতা জানবেন প্রিয় সাজ্জাদ ভাই।
৩|  ১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:০৪
১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক কবি দা
  ১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:০৭
১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:০৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
৪|  ১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৩
১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ! মনমহুয়া কাব্য। ভারী সুন্দর!
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৯
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৯
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। শুভকামনা রইলো।
৫|  ১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৫
১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৩
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৩
ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন আপু।  
সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য অশেষ শুভকামনা।
৬|  ১৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১৮
১৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১৮
ফয়সাল রকি বলেছেন: মনমহুয়ার জন্য আকুলতা... ভালোলাগলো।
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৬
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৬
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ভাইয়া।  
নিরন্তর শুভকামনা।
৭|  ১৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪১
১৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৪১
রামিসা রোজা বলেছেন: 
মহুয়ার প্রেমে মাতাল হওয়ার কবিতা খুবই সুন্দর ++
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৩২
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৩২
ইসিয়াক বলেছেন: এমন সুন্দর সুন্দর মন্তব্য পেলে সত্যি সত্যি মনটা ভরে ওঠে। 
আমি সামান্য মানুষ আমার লেখা আপনাদের ভালো লেগেছে জেনে আমি সত্যি সত্যি অনুপ্রাণিত। কৃতজ্ঞতা জানবেন।
৮|  ১৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫০
১৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: মনমহুয়া যদি নাই আসে ক্ষতি নেই।সে বরং হৃদমাঝারে ধ্রুবতারা হয়েই সুখস্মৃতি বহনকরুক।
কাব্যে ভালোলাগা। 
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৩৬
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৩৬
ইসিয়াক বলেছেন: আপনি দিন দিন এতো হিংসুটে হয়ে উঠছেন কেন বলুন তো? মনমহুয়া তো অবশ্যই আসবে  কোথায় আমাকে সাহস দেবেন তা না সুখস্মৃতি বহন করতে বলছেন।
  কোথায় আমাকে সাহস দেবেন তা না সুখস্মৃতি বহন করতে বলছেন।   
যাহোক শুভকামনা রইলো প্রিয় দাদা।
৯|  ১৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৩
১৭ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাবি দেখলে খবর আছে।নাকি ভাবিরই ছবি।
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪১
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪১
ইসিয়াক বলেছেন: ভাবছি কি প্রতি মন্তব্য করবো  
  
না থাক , থাক না হয় কিছু অজানা।
শুভকামনা ভাইয়া। 
শুভরাত্রি।
১০|  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৮:৪৯
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৮:৪৯
কবীর হুমায়ূন বলেছেন: গভীর প্রেমের ফল্গুধারা 
কবিতায় ভেসে গেলো 
শব্দের নিপুণ দক্ষতায়। 
শুভ কামনা কবি ইসিয়াক।
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৪
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৪
ইসিয়াক বলেছেন: প্রিয় কবি  আপনার যখন বলছেন ভালো লেগেছে, তাতেই আমার লেখার স্বার্থকতা। 
গুনীজনের প্রশংসা পেলে সত্যি দিনটা আলোয় ভরে যায়। পাশে থাকর জন্য শুভেচ্ছা রইলো। 
কৃতজ্ঞতা জানবেন।
১১|  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৬
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: মনমহুয়া কাব্য ভাল লেগেছে। + +
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৯
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৯
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার। 
দোয়া রইলো।
১২|  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৬
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৬
নেওয়াজ  আলি বলেছেন: চমকপ্রদ কথা । মাশাআল্লাহ  । 
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৩
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৩
ইসিয়াক বলেছেন: আন্তরিক ধন্যবাদ নিন মহী ভাই। 
সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
১৩|  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৭
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: এত আবেগ, এত ভালবাসা কোথা থেকে আসে??
  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৫
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ৯:৫৫
ইসিয়াক বলেছেন: হাওয়া থেকে পাই।  
কিছুদিনের মধ্যে আপনার সাথে দেখা হচ্ছে।
১৪|  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:৪৮
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ১১:৪৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার মনোমুগ্ধকর রচনাশৈলী।
  ১৮ ই নভেম্বর, ২০২০  রাত ১২:০৪
১৮ ই নভেম্বর, ২০২০  রাত ১২:০৪
ইসিয়াক বলেছেন: মোহাম্মদ সাখাওয়াত হোসেন  আপনাকে আমার ব্লগে স্বাগতম। 
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
১৫|  ১৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:২৩
১৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:২৩
রকিব লিখন বলেছেন: চমৎকার কবিতা।।  এ যুগেও এতো প্রেম দেখা যায় না।।  প্রেমিক হৃদয় এখন বিভ্রান্ত আর নারী হৃদয় এখন কমার্সিয়াল।।
কবিতায় ভালো লাগা রেখে গেলাম।।
  ১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৯
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন। 
শুভকামনা।
১৬|  ১৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:৪৪
১৮ ই নভেম্বর, ২০২০  দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হাওয়া থেকে পাই। কিছুদিনের মধ্যে আপনার সাথে দেখা হচ্ছে। 
দেখা হোক। কথা হোক। দরকার আছে।
  ১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১৩
ইসিয়াক বলেছেন: বইমেলাতে আসবেন?
  ১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১৬
১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১৬
ইসিয়াক বলেছেন: আসলেই কি দেখা হবে কোনদিন? আমার মনেহয় কোনদিন দেখা হবে না।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৩৫
১৭ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:৩৫
অধীতি বলেছেন: শেষের পঙক্তি গুলো আবেগে ভেসে যাওয়ার মত।