|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
সময়ান্তে দূর আকাশে ডানা মেলে উড়ে চলে, 
এক ঝাঁক পরিযায়ী পাখি। 
কেমনে তাদের করবো আপন?
কেমনে তাদের পরাবো রাখি?
কেমনে বাঁধবো বাহুডোরে তাদের ? 
কি করে ছুটবো পিছু পিছু
 ফিরে আয় ফিরে আয় বলে।
 
হায়!
আমারতো নাই ওঁদের মতো দুটি ডানা।
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাই তাদের বিদায়। 
একলা চেয়ে চেয়ে দেখি বিষন্ন মন নিয়ে। 
মেঘ ছুঁয়ে ছুঁয়ে তাদের উড়ে চলা।
দারুণ ছন্দে এঁকেবেঁকে পথচলা।
পথ শেষে কোথায় থামবে তারা? 
  
ফিরবে কি আর কখনো? 
পারবে কি ফিরতে আগামী বছর?  
উড়ে চলে তারা, 
দূর বহুদূর পানে।  
অজানার হাতছানিতে। 
আমি চেয়ে দেখি যতদুর দৃষ্টি যায়..... মনের টানে। 
ভালো থেকো পরিযায়ী পাখি। 
যতদূর থাকা যায় ভালো।    
©রফিকুল ইসলাম ইসিয়াক
 ২২ টি
    	২২ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৭
১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৭
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভাইয়া।  
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো। 
শুভসন্ধ্যা ।
২|  ১৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৪৬
১৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় আপনার আবেগ টুকু সুন্দর ভাবে কবিতার লাইন গুলোতে তলে ধরেছেন।
  ১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৮
১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:০৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু।
৩|  ১৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৪৯
১৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনাদের ঐ দিকে হাওড় বাওড় বিলে প্রচুর পাখি আসে।১০০ টা আসলে ৫০ টা ফিরে যায়।
  ১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১২
১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১২
ইসিয়াক বলেছেন: আমি আসলে দু’একবার বাওড়ের দিকে গিয়েছি তাও বর্ষাকালে। শীতকালে বাওড়ে গিয়ে পাখী দেখা হয়ে ওঠেনি কখনো। তবে এটা ঠিক পরিযাযী পাখিদের বেশিরভাগ অসাধু ও চোরা শিকারীদের হাতে মারা পড়ে। এটা খুবই দুঃখজনক।
৪|  ১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৬
১৮ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন। এমনই একটি পাখিকে ধরে উড়ে বেড়ান দেশ থেকে দেশান্তরে.... শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
  ১৮ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৬
১৮ ই নভেম্বর, ২০২০  রাত ৯:২৬
ইসিয়াক বলেছেন: আপনিও চলুন আমার সাথে। বেশ মজা হবে।
৫|  ১৮ ই নভেম্বর, ২০২০  রাত ১০:১৫
১৮ ই নভেম্বর, ২০২০  রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু। 
ভালো থাকুন।
  ১৯ শে নভেম্বর, ২০২০  বিকাল ৪:০১
১৯ শে নভেম্বর, ২০২০  বিকাল ৪:০১
ইসিয়াক বলেছেন: আপনাকে স্বাগত।
৬|  ১৯ শে নভেম্বর, ২০২০  বিকাল ৪:২৯
১৯ শে নভেম্বর, ২০২০  বিকাল ৪:২৯
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার কবি!!
  ২৮ শে নভেম্বর, ২০২০  বিকাল ৫:৫৬
২৮ শে নভেম্বর, ২০২০  বিকাল ৫:৫৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক দিন পরে আপনাকে আমার কবিতায় পেলাম। আশা করি আপনাকে নিয়মিত পাবো।ভালো থাকুন 
শুভকামনা
৭|  ২০ শে নভেম্বর, ২০২০  দুপুর ১:১৯
২০ শে নভেম্বর, ২০২০  দুপুর ১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: চলুন তাহলে খাগড়াছড়িতে যাওয়া যাক।
  ২৮ শে নভেম্বর, ২০২০  বিকাল ৫:৫৭
২৮ শে নভেম্বর, ২০২০  বিকাল ৫:৫৭
ইসিয়াক বলেছেন: টিকেট কাটবো?
৮|  ২০ শে নভেম্বর, ২০২০  রাত ১০:৪৮
২০ শে নভেম্বর, ২০২০  রাত ১০:৪৮
খায়রুল আহসান বলেছেন: শীতের দেশগুলো থেকে পরিযায়ী পাখির দল ঝাঁকে ঝাঁকে আসে বাংলাদেশে, কিছুটা উষ্ণতার সন্ধানে, কথাটা ভাবতেও ভাল লাগে। অথচ আমরা তাদের অভয়ারণ্য হতে পারিনি, নুরুলইসলা০৬০৪ এর হিসেবে ওদের অর্ধেকই এদেশে নিধন হয়ে যায়, এটা বড়ই মর্মান্তিক! 
কবিতা ভাল হয়েছে। + +
  ২৯ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৫১
২৯ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৫১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। 
কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। 
শুভকামনা সতত।
৯|  ২৬ শে নভেম্বর, ২০২০  রাত ৮:৩৪
২৬ শে নভেম্বর, ২০২০  রাত ৮:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: এই মিঞা আপনি কি শুধু মধুরিমাতেই ডুবে থাকবেন?
নীল আকাশে ভাই নৈবেদ্য নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবিবরের জন্য ....
  ২৯ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৫২
২৯ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৫২
ইসিয়াক বলেছেন: 
হা হা হা ...........নো কমেন্ট  
     
কথা কিছু কিছু বুঝে নিতে হয় মুখে বলা যায় না সেতো মুখে বলা যায় না...........  ।
 ।
১০|  ২৬ শে নভেম্বর, ২০২০  রাত ৯:৫২
২৬ শে নভেম্বর, ২০২০  রাত ৯:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্য দেওয়ার সবুজ বাটন না আসাতে কারো প্রতি মন্তব্য সম্ভব হয়নি। দুঃখিত।অপেক্ষায় আছি আগামীকাল যদি সে সুযোগ কপালে আসে
  ২৯ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৩
২৯ শে নভেম্বর, ২০২০  সকাল ১০:৫৩
ইসিয়াক বলেছেন: 
১১|  ২৮ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১২
২৮ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:১২
জুন বলেছেন: সব পাখিরা ভালো থাকুক ইসিয়াক।  কয়েক বছর আগে টাংগুয়ার হাওড় ঘুরতে গিয়ে অনেক পরিযায়ী পাখিদের সাথে মোলাকাত হয়েছিল।  সে আমার এক বিশাল ভালোলাগার স্মৃতি। 
কবিতায় ভালো লাগা রইলো। 
+
  ২৯ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:০০
২৯ শে নভেম্বর, ২০২০  সকাল ১১:০০
ইসিয়াক বলেছেন: সব পাখিরা ভালো থাক ।    
পাখি শিকারীরা আমার দুচোখের বিষ। আমার ভাড়া বাসার পেছনে একটা দিঘী আছে। প্রায় অনেক পাখি আসে । শিকারীরা এসে কি যে নিষ্ঠুরভাবে ওদের মেরে ফেলে ।দেখলে মায়া লাগে। কিছু বলার ক্ষমতা নেই তাই কিছু বলতে পারি না ।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৩৪
১৮ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৩৪
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার ভাবনার রং মিশিয়ে অনন্য প্রকাশ। শুভেচ্ছা রইলো অবিরত।