নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আকাশের ক্যানভাসে আঁকা এক ছবি

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৭


শেষ বিকেলের মিষ্টি নরম আলোয়,
চঞ্চল মেঘের দল আবির মেখে লাল।
সেই রূপবতী মেঘ দেখে হঠাৎ আমার ইচ্ছে হলো
এবার আঁকবো আমার স্বপ্নগুলো আকাশের ক্যানভাসে।
এই ভাবনার সাথে একাত্মতা ঘোষণা করলো মাতাল দখিনা হাওয়া।
বলল,
রংতুলি হবো আমি তোমার ক্যানভাসে
ফুলেরা বলল,
আমরাই বা বাদ যাই কেন? আমরা হবো নানান রকম রং।
সময় গড়িয়ে পূর্ব আকাশে জাগলো রূপালী এক চাঁদ।
সে প্রশ্ন করলে, কি হে ভাবুক ছেলে?
মনে দেখি লেগেছে হাজার রং।
কোথায় তোমার ক্যানভাস মেলাও তো দেখি
সেথায় কিছু জোছনা বিছিয়ে দেই।
যেই বলা সেই কাজ,মেললাম ক্যানভাস,
ওমা কোত্থেকে এলো হাজার জোনাকি।
বলল,আমরা আছি, আমরা আছি!
ক্যানভাস জুড়ে ছড়িয়ে হাজার আলো, বাঁধালো এক ভীষণ হুটোপুটি।
এ যেন মর্ত্যের বুকে আলো ঝলমল তারকারাজির মেলা
আমি মুগ্ধ হয়ে অবাক চোখে দেখি।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা বিকালে ঘুড্ডি উড়াতাম। ঘুড্ডি উড়িয়ে হাটু সমান ধুলাবালু নিয়ে চাপকলে হাত পা ধোয়ে মাগরিবের আগে ঘরে। আশা করি লিখবো সেসব গল্প। আপনি আছেন কেমন ইসিয়াক ভাই? আমি ভালো আছি আমার জন্য দোয়া করবেন ভাই, আপনার জন্যও দোয়া করছি। সাবধানে থাকুন নিরাপদে থাকুন।

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮

ইসিয়াক বলেছেন: আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি প্রিয় মাহমুদ ভাই। আমি আপনার জন্য অবশ্যই দোয়া করবো। ভালো থাকুন সবসময়। আপনার লেখার অপেক্ষায় রইলাম। আজকাল ব্লগে কম আসেন। নিশ্চয় ব্যস্ত আছেন। আগামী দিনগুলি ভালো কাটুক এই কামনা করি।
শুভ সন্ধ্যা।

২| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪

নেওয়াজ আলি বলেছেন: খুব আকর্ষণীয় লেখা । পড়ে ভালো লাগলো।

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।
শুভকামনা রইল।

৩| ২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: আপনি কবিতায় আকেন। আমি আঁকি রংতুলি দিয়ে। আজ একটা ছবি আকবো। আকা শেষ হলে আপনাকে দেখাবো।
বইমেলাতে আপনার বই বের হচ্ছে?

২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন: আমাকে অবশ্যই ছবি এঁকে দেখাবেন। অপেক্ষায় রইলাম।

৪| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বুঝি বা নাবুঝি পড়তে দোষ কি।কবে যে কবিতার সাথে আড়ি হয়ে গেছে নিজেই জানি না।৬০ দশকে সমকাল বা কন্ঠস্বর বের হলেই চায়ের আড্ডায় ঘন্টার পর ঘন্টা কবিতা নিয়ে আলোচনা।তারপর বহু বছর কবিতা থেকে স্বেচ্ছা নির্বাসনে।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪২

ইসিয়াক বলেছেন: আমি কি খুব কঠিন করে কিছু লিখেছি ভাইয়া?
যাহোক সামনে আরো সহজ করে কিছু লিখতে চেষ্টা করবো :(


৥ভাইয়া আপনি কবিতা বোঝেন না এটা আমার বিশ্বাস হয় না ;) আমার ভুল হলে সমালোচনা করবেন আশা করি। না হলে নিজেকে শুধরাবো কিভাবে? আমি তো এখনো শিখছি ...চলার পথ যে বহু বাকি।

কৃতজ্ঞতা জানবেন প্রিয়।

৫| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: হ্যা ছবি এঁকে দেখাবো। অবশ্যই দেখাবো।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৩

ইসিয়াক বলেছেন: আজকেই দেখান। আমার মনটা খারাপ। আপনার আঁকা ছবি দেখে মন ভালো করি।

৬| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:১১

আমি সাজিদ বলেছেন: দারুন ইসিয়াক ভাই৷

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় সাজিদ ভাইয়া।


পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।

৭| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০০

পদাতিক চৌধুরি বলেছেন: মনের ক্যানভাস রাঙিয়েছে হাজার রং। ভালো লাগা রইলো কাব্যে।
পোস্টে চতুর্থ লাইক।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২২

ইসিয়াক বলেছেন: এতো দেরিতে এলেন তবে .......।

তবুওতো এলেন !!!!!!! ভালো লাগা জানবেন :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.