নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

একদিন ঠিক পৌঁছে যাবো তোমারও দ্বারে

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৮


চলে যাবে বলেছিলে কোন একদিন।
অকস্মাৎ ত্র্যহস্পর্শের কালে গেলে অজ্ঞাতবাসে।
সত্যি সত্যি আর ফিরবেনা, তাতো বলোনি।
কে জানে কেন তুমি স্বেচ্ছা নির্বাসনে গেলে?
এদিকে এখন আমি একলা একা থাকি।
অসীম অনন্তে,দিক দিগন্তে তোমায় খুঁজতে থাকি।
অবশেষে তোমার দেখা পেলাম একদিন।
স্ফটিক স্বচ্ছ কপোতাক্ষ নদের জলে।
যেমন তুমি পড়তে কালো টিপ,মধ্য সিঁথি বরাবর দুই ভ্রুর ঠিক মাঝখানে।
নীলাম্বরী শাড়িতে এখনো তুমি জাগ্রত দেবী সম,আমার হৃদয় জুড়ে।
আমি মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখলাম অপলক।
কি সতেজ! আজ অবধি বকুলগুলো তোমার করবীবন্ধনে,
আহ! আমি ঠিকই পাচ্ছি সুবাস এতোটা দুর হতে।
জানো কিনা জানিনা, এখনো আমার ভাবনাগুলো আবর্তিত হয় কেবলই তোমায় ঘিরে।
আমি যে এখনো বিহ্বল, সেই প্রথম দিনের মতো তোমার রূপ মাধুরিতে।
গ্রীষ্মের তাপদহ, বর্ষার বারিধারা, শরতের স্নিগ্ধ হাওয়া, হেমন্তের হৈমন্তী রং,
শীতের মিষ্টি কোমল রোদ,বসন্তের বাসন্তী বাতাস আসে ঋতু চক্রের আবর্তে যথানিয়মে, পালাক্রমে।
শুধু তুমি আসো না ফিরে।
একাকী জীবনে রাত নিশিথে দুর কোথা হতে ভেসে আসে ভায়োলিনের করুন সুর।
আমার বিষন্ন প্রহরকে করে তোলে আরো বিষন্ন।
তবুও ভালো আছি প্রিয়তমা, বিষন্নতা আমার ভালোই লাগে।
ভালো লাগে এই একাকীত্ব।
ভালো লাগে তোমার প্রতি আমার ধ্যান মগ্নতা।
চলে গেছো সময়ের হাত ধরে,
প্রকৃতির অমোঘ নিয়মে হয়তো।
তাতে কিছু যায় আসে না আর,
দিয়ে গেছো যত ভালোবাসা,যত মধুর স্পর্শ।
সেই সব স্মৃতি রোমন্থনেই কাটাবো সকল প্রহর।
এভাবেই রয়ে যাবো যতটা দিন বাঁচি।
জানি অবশেষে একদিন চলতে চলতে পৌঁছে যাবো ঠিকই তোমারও দ্বারে।
জানি আমি জানি।
সেই সব দিনগুলি হবে মর্ত্যলোকের চেয়ে আরো বেশি স্বপ্নিল ও বর্ণাঢ্য।
সেথা রবো শুধু তুমি আর আমি।
আর নয় কেহ।
আর কেহ নয়।।

©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন লিখেছেন মশাই!

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।
শুভসকাল।

২| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর একটা কবিতা।

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা

৩| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিরহ কাব্য ভালো লাগলো

৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩২

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন সবসময়। শুভকামনা।

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১০

আমি সাজিদ বলেছেন: চমৎকার ইসিয়াক ভাই

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় সাজিদ ভাই।
শুভকামনা রইল।

৫| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছোট বড় নাইনে লেখা হলেও,সাবলীল ভাবেই পড়াযায়।ছোট ছোট কিছু চিত্রকল্প যা মনকে পুলকিত করে।পড়ার পর মনে একটা ভাবের উদয় হয়,এক কথায় অপূর্ব।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভাই। ভালে থাকুন সবসময়।

৬| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: একটু অন্যরকম কবি দা

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় লিটন ভাই।
বইমেলায় কি আপনার কোন বই আসছে? জানাবেন কিন্তু।
শুভ দুপুর।

৭| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১২

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় প্রকাশ ।

৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা প্রিয় মহী ভাই।
শুভকামনা।

৮| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতার জন্ম হয়।

আপনার নতুন বই নিয়ে একটা পোষ্ট আশা করছি।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন:




কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভসকাল।

৯| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: না দাদা বই মেলায় বই আসছে না

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন: আপনার কি আগে কোন বই প্রকাশিত হয়েছে? হয়ে থাকলে জানাবেন প্লিজ।
শুভসকাল।

১০| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০০

ফয়সাল রকি বলেছেন: সুন্দর হয়েছে ইসিয়াক ভাই।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। অনেকদিন পরে আমার কবিতায় আপনাকে পেয়ে খুব ভালো লাগলো।

শুভকামনা।

১১| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকই তো মনে যার প্রেমের অনল সে রহিবে কেমনে যাতনে।যেতে তাকে হবেই হবে ডটকমের জগতে,পাবে দেখা তার পিয়াসীকে।
কবিতা ভালো লেগেছে হে কবিবর।
পোস্টে লাইক।
শুভেচ্ছা নিয়েন প্রিয়...

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন:


আপনার জন্যও রইলো কোটি কোটি শুভেচ্ছা প্রিয় দাদা।

ভালো থাকুন।

১২| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ব্যাক সাইডের ছবিটা দারুণ। ভীষণই স্মার্ট লাগছে আপনাকে...

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২

ইসিয়াক বলেছেন: ওটি মোটেও আমি নই :( । আমিতো মোটাসোটা টাকমাথা ভূড়িওয়ালা এক লোক ;)

১৩| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: আপনার বইয়ে সুন্দর একপাতা যেন ভূমিকা থাকে।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৩

ইসিয়াক বলেছেন:



ছবি এঁকেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.