নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তুমি নেই প্রিয়তমা।
কতদিন কতরাত গত হলো।
তব স্মৃতিকাতরতায়, তোমার প্রতিমা গড়ি
আমার হৃদ মন্দিরে।
পূজা প্রার্থনায় রাখি সকাল সাঁঝে।
প্রাথমিক দুঃখ, যাতনা,হতাশা,মান অভিমান কাটিয়ে এখন আমি ভালো আছি প্রিয়তমা।
তবে তোমার যুগল চোখের আকর্ষণে এখনও আমি আকর্ষিত কৈশরের সেই প্রথম দিনের মতো।
তোমার ভ্রুভঙ্গি এখনো আমায় মাতাল করে প্রিয়।
জানিনা কেন এখনো বারেবারে ফিরে আসো আমার জীবনে।
নানা রূপে, নানা প্রকারে, নানা ছলে।
জানি যদিও তুমি নেই আর কোথাও এ নশ্বর পার্থিব ভূবনে।
এটাই চিরন্তন সত্য।
সন্মুখে নেই তুমি, তাতে কি?
আজও ফিরেছো ঠিকই শ্বেত পদ্মিনী রূপে।
তোমার রূপ শোভা ফিরেছে দেখ
টলটলে দীঘির স্বচ্ছ জলে সদ্য ফোটা
দূরন্ত কমলিনী মাঝে।
সফেদ শুভ্র বসন তোমার,
সুউচ্চ গ্রীবা স্বভাবসুলভ লজ্জায় কিছুটা অবনত।
আহ! কি রূপ মাধুরি!
আমি মুগ্ধ।
আমি বিভোর।
আমি বিহ্বল।
আমি সিক্ত।
আমার ইচ্ছে করছে ,
ইচ্ছে করছে, ভ্রমর হয়ে তোমায় মন্থন করি।
ছুঁয়ে দেখি, অবাঞ্ছিত স্পর্শে তুমি কতটা লজ্জা পাও।
তোমার লজ্জানত তনুখানি আমি সুকৌশলে আয়ত্ত্বে আনতে চাই এই সুযোগে।
চিরটা কাল তুমি ভয় ভয়েই কাটিয়ে দিলে।
লোক লজ্জার ভয়।
পারিবারিক শাসন বারণের ভয়।
সমাজের ভয়!!
আর কি কি ভয় পাও বলতো?
জানো ঠিকই।
মানো কি-না জানিনা।
নিন্দুক থাকবে। তারা নিন্দা করবে।
এক শ্রেণির মানুষ বাঁকা চোখে চাইবে।
বাঁধা দিবে নানা ছলে।
আরো কত কি....
সেই দোলাচালে জমে উঠবে তোমার আমার প্রেম।
হায়!
বাস্তবতা বড়ই কঠিন,
তুমিই তো আর নাই।
ফিরবে সে সুযোগও তো নাই।
ওপারে ভালো থেকো প্রিয়া।
আমি পথে পথে খুঁজতে থাকি তোমায়
সহস্র সুন্দরে মাঝে।
থাকো তুমি আমার হৃদয়ও মন্দিরে,
পরম পূজনীয় প্রতিমা হয়ে।
©রফিকুল ইসলাম ইসিয়াক
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৬
ইসিয়াক বলেছেন:
ভালো থাকুন সবসময় প্রিয় ভাই্
শুভকামনা।
২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আমি পথে পথে খুঁজতে থাকি তোমায়
সহস্র সুন্দরেে মাঝে - দারুণ ভাল লেগেছে আমার কাছে এই লাইনটি।
পোস্টে লাইক ও ভাল লাগা ++
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৭
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
শুভসকাল।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি দা
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ কবি।ভালো থাকুন। কবিতার সাথে থাকুন । শুভকামনা।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: যুগে যুগে নারীকে কবিরাই মহৎ বানিয়ে তুলেছেন। এজন্য কবিদের শাস্তি হওয়া উচিত।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৯
ইসিয়াক বলেছেন:
নারীদের প্রতি এতো বিরাগ কেন সুপ্রিয়?
৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: আপানর বেশির ভাগ কবিতায় যৌনতা থাকে। আমি বলছি না যৌনতা খারাপ।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১১
ইসিয়াক বলেছেন:
যা মনে আসে তাই লিখি। আমি আগেও বলেছি। যৌনতা তো মানুষের প্রাত্যহিক জীবনের অঙ্গ। তাই নয় কি? তবে তার উপস্থাপন দৃষ্টি কটু না হলেই হলো।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৪
নেওয়াজ আলি বলেছেন: বর্তমান বাস্তবতা ও যথার্থ প্রকাশ।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১২
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ।
ভালো থাকুন।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০০
কল্পদ্রুম বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।সুন্দর।তবে ওপারে চলে যাওয়া প্রিয়তমার জন্য আফসোস থাকলো।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন:
আপনার মন্তব্য পেলে ভালো লাগে । আপনাকে আমার পোস্টে আমি মিস করি সুপ্রিয় ।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভকামনা।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিরহ বেদনা কবিদের জ্বালানী
যত বেশি পায় তত বেশি জ্বলে তত হাত খোলে
ভাল লাগা রইল কবি।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৫
ইসিয়াক বলেছেন:
হা হা হা .......
মন্তব্যে ভালো লাগা প্রিয় কবি।
নিরন্তর শুভকামনা।
ভালো থাকুন সবসময়।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো।মনে হলো একোন কবিতা নয়, যেন কোন হৃদয়ের প্রকাশিত হওয়া এতদিনের অব্যক্ত বেদনা বিধুর। কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন:
এতো সুন্দর একটা মন্তব্য। যদিও অনেক দেরীতে। চাতকের মতো চেয়ে চেয়ে মনে জমেছিলো কিঞ্চিৎ অভিমান.........।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৫
নীল আকাশ বলেছেন: সুন্দর লেখা।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: আরে কেন এমন করে ভাবছেন? আমার ব্যস্ততার কথা আপনি তো জানেন। ব্লগে পোস্ট ও কমেন্ট করার সময় করে উঠতে পারছিনা। আমাকে একটু কনসিডার করুন প্লিজ। তবে দেরিতে হলেও আপনার কোন পোস্ট আমার অপঠিত নেই। আশাকরি আমাকে ভুল বুঝবেন না।
আপনার কাব্যগ্রন্থের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৮
ইসিয়াক বলেছেন:
কি খাবেন বলুন?
এমনি মজা করছিলাম প্রিয় দাদা ,ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রাত্যহিক ঘটনাবলী নিয়েই অনেক ভাল কবিতা হয়।কাল্পনিক মিথ্যা দিয়ে প্রান ছুয়ে যায় এমন কবিতা হয় না।